Ras Purnima 2023: চলতি বছরে কবে পড়েছে রাস পূর্ণিমা? জেনে নিন উৎসবের শুভ দিনক্ষণ

বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব রাস পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। চলতি বছরে কবে পড়েছে রাস পূর্ণিমা? জেনে নিন শুভ সময়সূচি।

কৃষ্ণ প্রেমে যেমন আকুল প্রেয়সীরা, তেমনই গোপীনাথের প্রতি ভাবে আকুল থাকেন তাঁর পুরুষ ভক্তরাও। বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব রাস পূর্ণিমার মাহাত্ম্য তাই অপরিসীম। চলতি বছরে কবে পড়েছে রাস পূর্ণিমা? জেনে নিন শুভ সময়সূচি। 

শ্রী কৃষ্ণের রাসযাত্রা

আগামী ২৭ নভেম্বর, ১০ অগ্রহায়ণ সোমবার।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –

Latest Videos

পূর্ণিমা তিথি আরম্ভ হবে,

বাংলার - ৯ অগ্রহায়ণ, রবিবার।

ইং - ২৬ নভেম্বর, রবিবার।

সময় - দিবা ঘ ৩ টে ৫৫ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ হবে,

বাংলার - ১০ অগ্রহায়ণ, সোমবার।

ইং - ২৭ নভেম্বর, সোমবার।

সময় - দিবা ঘ ২ টো ৪৬ মিনিটে।

পূর্ণিমার ব্রতপবাস , গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী তুলসী দেব্যাবির্ভাব , রাহু গ্রহ আবির্ভাব। ,

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে –

পূর্ণিমা তিথি আরম্ভ হবে,

বাংলার - ৯ অগ্রহায়ণ, রবিবার।

ইং - ২৬ নভেম্বর, রবিবার।

সময় - দিবা ঘ ৩ টে ১৩ মিনিট ১৯ সেকেন্ডে।

স্মার্তমতে রাত্রৌ শ্রী শ্রী কৃষ্ণস্য রাসযাত্রা। গোস্বামী মতে অখণ্ডমণ্ডল ও রাকাপূর্ণিমানুরধে পরাহে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।

পূর্ণিমা তিথি শেষ হবে,

বাংলার - ১০ অগ্রাহয়ণ, সোমবার।

ইং - ২৭ নভেম্বর, সোমবার।

সময় - ঘ ২ টো ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh