বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব রাস পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। চলতি বছরে কবে পড়েছে রাস পূর্ণিমা? জেনে নিন শুভ সময়সূচি।
কৃষ্ণ প্রেমে যেমন আকুল প্রেয়সীরা, তেমনই গোপীনাথের প্রতি ভাবে আকুল থাকেন তাঁর পুরুষ ভক্তরাও। বৈষ্ণব ধর্মের প্রধান উৎসব রাস পূর্ণিমার মাহাত্ম্য তাই অপরিসীম। চলতি বছরে কবে পড়েছে রাস পূর্ণিমা? জেনে নিন শুভ সময়সূচি।
শ্রী কৃষ্ণের রাসযাত্রা
আগামী ২৭ নভেম্বর, ১০ অগ্রহায়ণ সোমবার।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –
পূর্ণিমা তিথি আরম্ভ হবে,
বাংলার - ৯ অগ্রহায়ণ, রবিবার।
ইং - ২৬ নভেম্বর, রবিবার।
সময় - দিবা ঘ ৩ টে ৫৫ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ হবে,
বাংলার - ১০ অগ্রহায়ণ, সোমবার।
ইং - ২৭ নভেম্বর, সোমবার।
সময় - দিবা ঘ ২ টো ৪৬ মিনিটে।
পূর্ণিমার ব্রতপবাস , গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী তুলসী দেব্যাবির্ভাব , রাহু গ্রহ আবির্ভাব। ,
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে –
পূর্ণিমা তিথি আরম্ভ হবে,
বাংলার - ৯ অগ্রহায়ণ, রবিবার।
ইং - ২৬ নভেম্বর, রবিবার।
সময় - দিবা ঘ ৩ টে ১৩ মিনিট ১৯ সেকেন্ডে।
স্মার্তমতে রাত্রৌ শ্রী শ্রী কৃষ্ণস্য রাসযাত্রা। গোস্বামী মতে অখণ্ডমণ্ডল ও রাকাপূর্ণিমানুরধে পরাহে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।
পূর্ণিমা তিথি শেষ হবে,
বাংলার - ১০ অগ্রাহয়ণ, সোমবার।
ইং - ২৭ নভেম্বর, সোমবার।
সময় - ঘ ২ টো ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে।