আগামিকাল থেকে শুরু হচ্ছে শীতলা সপ্তমী তিথি, জেনে নিন পরিবারকে রোগমুক্ত ও সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় মন্ত্র ও নিয়মাবলী

দেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয়ে থাকে ঠাণ্ডা জাতীয় ফল। কোন তিথিতে চলবে পূজাপাঠ, কোন মন্ত্র উচ্চারণে মনোবাঞ্ছা পূরণ হবে, জেনে নিন এখনই।

 

Web Desk - ANB | Published : Mar 12, 2023 5:28 AM IST
114

গাধার পিঠে চড়ে ঝাঁটা ও কলস হাতে নিয়ে আবির্ভূতা হন মা শীতলা।

214

বসন্তকালে গুটিবসন্ত, জল বসন্ত, হাম, ইত্যাদি রোগের প্রাদুর্ভাব কমাতে দেবী শীতলার স্মরণাপন্ন হন মর্ত্যবাসী।
 

314

দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিস্কার-পরিচ্ছন্নতার দেবী বলা হয়। তাঁর হাতে ঝাঁটা এবং ময়লা ফেলার পাত্র লক্ষ্য করা যায়।

414

শীতলা পুজোর মাধ্যমে আমরা স্বাস্থ্য বিধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হয়ে থাকি।

514

চলতি বছরে শীতলা সপ্তমী তিথি শুরু হবে ১৩ মার্চ ০৯.২৭ মিনিট থেকে। শেষ হবে ১৪ মার্চ ০৮.২২ মিনিটে।

614

পুজোর সময় সকাল ৬টা বেজে ৩১ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ৬টা বেজে ২৯ মিনিট পর্যন্ত চলবে।

714

শীতলা অষ্টমী শুরু হবে ১৪ মার্চ রাত ৮টা বেজে ২২ মিনিট থেকে। চলবে ১৫ মার্চ সন্ধ্যা ৬টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত।

814

পূজার প্রণাম মন্ত্রটি হল: ওঁ নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীম্। মার্জ্জনীকলসোপেতাং সূর্পালঙ্কৃতমস্তকাম্।

914

এর অর্থ, গর্দভ বাহন মার্জনী (ঝাঁটা) ও কলস-হস্তা শীতলা দেবীকে প্রণাম করি।

1014

দেবী শীতলার হাতে থাকে পূর্ণকুম্ভ ও সম্মার্জনী।

1114

কথিত আছে সম্মার্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ, তাপ, শোক দূর করে শীতল করেন।

1214

শীতলা মায়ের পুজোয় ঠাণ্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়।

1314

পেঁপে, নারিকেল, তরমুজ, কলা, আখের রস ও অন্যান্য মিষ্টিজাতীয় উপকরণ দেবীর উদ্দেশে সমর্পণ করা হয়।

1414

সপ্তমী তিথিতে ক্ষীর তৈরি করে অষ্টমীতে দেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয়ে থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos