এই চার রাশির ছেলে মেয়েদের সম্পর্ক নিয়ে আছে ভিন্ন মত, তারা পার্টনারের ওপর নির্ভর করতে ভালোবাসেন। এরা চান পার্টনার এদের ওপর কর্তৃত্ব ফলাক, এরা ছোট খাটো সব বিষয় পার্টনারের ওপর নির্ভর করে থাকতে ভালোবাসেন।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। ছেলে মেয়েদের সম্পর্ক নিয়ে আছে ভিন্ন মত। তারা পার্টনারের ওপর নির্ভর করতে ভালোবাসেন। এরা এমন স্বভাবের হয়ে থাকেন।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা সঙ্গীর ওপর নির্ভর করতে ভালোবাসেন। পার্টনার তার সব ব্যাপারে হস্তক্ষেপ করবে এমনই চেয়ে থাকেন এরা। এরাও একেবারে অন্যরকম হয়ে থাকেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা এমন স্বভাবের হয়ে থাকেন। এরা কারও জীবনে আধিপত্য বিস্তার করতে চান না। কারও জীবন নিয়ন্ত্রণ করতে চান না। বরং এরা চান এদের জীবনের ওপর আধিপত্য বিস্তার করুন এদের প্রেমিক। এমন ভিন্ন স্বভাবের মানুষ হন বৃষ রাশি।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। কর্কট রাশির ছেলে মেয়েরা পার্টনারের ওপর নির্ভর করতে ভালোবাসেন। এরা এমন স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সঙ্গীর প্রতি অনুগত থাকেন। এরা সঙ্গীর প্রতি সব সময় কৃতজ্ঞ থাকেন। ভালোবাসা নিয়ে এদের একেবারে অন্যরকম মানসিকতা।