শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে মনের মানুষ খোঁজেন। নতুন কাজে যোগ দেওয়ার পর সেখানে ভালোবাসার মানুষের খোঁজ করেন |
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা আবেগপ্রবণ স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা নিজের কেরিয়ার নিয়ে সব সময় থাকেন সতর্ক। এরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। কর্মক্ষেত্রে দ্রুত সকলের মন জয় করেন এরা। এরা সৎ মানুষ হিসেবে চিহ্নিত হন। বৃষ রাশির ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করে থাকেন।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বাকি দুই রাশির সঙ্গে মিথুন রাশির মিল বিস্তর। এরা সহকর্মীকে ডেটিং করতে পছন্দ করেন। নিজের কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করে থাকেন। একেবারে ভিন্ন স্বভাবের হন মিথুন রাশি।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে মনের মানুষের সন্ধান করেন। এরা সহকর্মীর সঙ্গে ডেটিং করতে পছন্দ করেন। নতুন কাজে যোগ দিলে সেখানের মনের মানুষ খোঁজেন এরা।