মহারানা প্রতাপ জয়ন্তীতে সকলকে জানান শুভেচ্ছা, রইল মহারানা প্রতাপ সম্পর্কে একাধিক অজানা কাহিনি

১৫৪০ সালে ৯ মে মেওয়ারে জন্ম হল তাঁর। সেই তথ্য অনুসারে, আজ পালিত হচ্ছে তাঁর জন্ম জন্মবার্ষিকী। রাজস্থান ও হিমাচল প্রদেশ -সহ বিভিন্ন জায়গায় আজ সরকারি ছুটির দিন। এই সকল অঞ্চলে মহারানা প্রতাপকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিক হয় বিভিন্ন উৎসব। আজ আপনিও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান আপনার প্রিয় জন, বন্ধু ও আত্মীয়দের। 

পালিত হচ্ছে মহারানা প্রতাপ জয়ন্তী। মহারানা প্রতাপ ছিলেন মেওয়ারের খুব জনপ্রিয় রাজপুত রাজা। তিনি তাঁর সাহস ও বীরত্বের জন্য বিশ্বখ্যাত ছিলেন। তিনি মেওয়ারের ১৩তম রাজা ছিলেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৫৪০ সালে ৯ মে মেওয়ারে জন্ম হল তাঁর। সেই তথ্য অনুসারে, আজ পালিত হচ্ছে তাঁর জন্ম জন্মবার্ষিকী। রাজস্থান ও হিমাচল প্রদেশ -সহ বিভিন্ন জায়গায় আজ সরকারি ছুটির দিন। এই সকল অঞ্চলে মহারানা প্রতাপকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিক হয় বিভিন্ন উৎসব। আজ আপনিও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান আপনার প্রিয় জন, বন্ধু ও আত্মীয়দের। দেখে নিন কেমন বার্তা লিখবেন। 

মহারানা প্রতাপ তাঁর সাহস ও বীরত্ব দিয়ে বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আমাদের সকলের উচিত মেওয়ারের সাহসী রাজাকে স্মরণ করা এবং তাঁর জন্মবির্ষিকী উদযাপন করা। সবাইকে জানান, মহারানা প্রতাপ জয়ন্তী ২০২২-র শুভেচ্ছা। 
আমরা সকলের এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি বলে গর্বিত যেখানে মেওয়ারের সাহসী রাজা মহারানা প্রতাপের জন্ম হয়েছে। আপনাদের সকলকে মহারানা প্রতাপ জয়ন্তী ২০২২র অনেক অনেক শুভেচ্ছা জানাই। 
মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে আমাদের সকলের উচিত তাঁর মতো সাহসী হয়ে ওঠার প্রচেষ্টা চালানো। মহারান প্রতাপ জন্ম জয়ন্তীতে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। 

জানা যায় মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত ছিলেন মহারানা প্রতাপ। বর্তমানের এই প্রদেশটি রাজস্থানে অবস্থিত। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করে গিয়েছেন। এবং বার বার তাঁর পরাজিত করেছেন। মেওয়ারের বীরপুত্র ১৫৪০ সালে ৯ মে কুম্বলগড়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহারানা উদয় সিং দ্বিতীয় এবং মা ছিলেন জয়বন্তা বাঈ। মহারানা প্রতাপ তাঁর গুরু আচার্য রাঘবেন্দ্রর কাছে শিক্ষালাভ করেন। তাঁর পতা মুঘল সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ ত্যাগ করেন। 

জানা যায়, রাজ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি ছোট থেকে ছিলেন বন্ধুবৎসল ও নিরহংকার। তিনি বিভিন্ন পর্বতে ও জঙ্গলে ঘুরতে পছন্দ করতেন। তিনি মেওয়ারী রানা উপাধি পেয়েছিলেন। ঐতিহাসিকদের মতে, তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি মেওয়ারের সমস্ত রকম উন্নতিসাধন করে গিয়েছএন ১৫৯৭ সালের ১৯ জানুয়ারি ৫৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   

আরও পড়ুন- মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে এই ৪টি রাশির উপর, জীবনে কখনও হয় না টাকার অভাব

Latest Videos

আরও পড়ুন- ভুলেও অন্যের ব্যবহৃত ঘড়ি পরবেন না, আপনার জীবনে আসতে পারে খারাপ সময়

আরও পড়ুন- কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল? জেনে নিন চন্দ্রের অবস্থানে ব্যক্তি জীবনে কী প্রভাব পড়ে
 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র