চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে মায়েরা শিবের পুজো করে থাকেন। এই দিনটির জন্য বছরভর অপেক্ষা করে থাকেন মায়েরা। মহাদেব শিবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তানের সুখ প্রার্থনা করে থাকেন মায়েরা। চলতি বছর ১৩ এপ্রিল, বুধবার পালিত হচ্ছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তি কিংবা চড়ক উৎসবের আগের দিনই নীল পুজো পালন করা হয়। আজও বাঙালির ঘরে ঘরে পালিক হচ্ছে নীল ষষ্ঠী। নিষ্ঠাভরে এই পুজো করলে মহাদেব প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ভাগ্য ফেরে সন্তানদের। সারাদিন উপোস থেকে সন্ধ্যা বেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এবং শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙতে হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য নীল ষষ্ঠীকরে থাকেন সমস্ত মায়েরা। তবে এই নীলষষ্ঠীর বিশেষ কিছু নিয়মিবিধি রয়েছে। পুজো করতে হয় বলে পুজো করে ফেললাম তাহলে কিন্তু হবে না। কারণ নিয়ম না মেন পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । নিষ্ঠাভরে এই নিয়মবিধি মেনে নীল ষষ্ঠী করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়।
চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে মায়েরা শিবের পুজো করে থাকেন। এই দিনটির জন্য বছরভর অপেক্ষা করে থাকেন মায়েরা। মহাদেব শিবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তানের সুখ প্রার্থনা করে থাকেন মায়েরা। চলতি বছর ১৩ এপ্রিল, বুধবার পালিত হচ্ছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তি কিংবা চড়ক উৎসবের আগের দিনই নীল পুজো পালন করা হয়। আজও বাঙালির ঘরে ঘরে পালিক হচ্ছে নীল ষষ্ঠী। নিষ্ঠাভরে এই পুজো করলে মহাদেব প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ভাগ্য ফেরে সন্তানদের। সারাদিন উপোস থেকে সন্ধ্যা বেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এবং শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙতে হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য নীল ষষ্ঠীকরে থাকেন সমস্ত মায়েরা। তবে এই নীলষষ্ঠীর বিশেষ কিছু নিয়মিবিধি রয়েছে। পুজো করতে হয় বলে পুজো করে ফেললাম তাহলে কিন্তু হবে না। কারণ নিয়ম না মেন পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । নিষ্ঠাভরে এই নিয়মবিধি মেনে নীল ষষ্ঠী করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়।
নীল ষষ্ঠীর দিন নিষ্ঠাভরে পালন করুন এই নিয়মবিধি, প্রসন্ন হবেন মহাদেব
নীল ষষ্ঠীর দিন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, গঙ্গাজল, বেলপাতা, দুধ, দই, ঘি, কলা, মধু, বেল, বেলের কাটা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল দিয়ে মহাদেবকে নিষ্ঠাভরে পুজো করুন।
নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা, ফল, একটি ফুল ছুঁয়ে রাখতে হয়। তারপর আকন্দ ফুল কিংবা অপরাজিতা ফুল মহাদেবকে অপর্ণ করুন।
নীল ষষ্ঠীর দিন নিজের সন্তানের নাম করে অবশ্যই শিবের সামনে মোমবাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করুন।
নীল ষষ্ঠীর দিন সারাদিন পুজোর পর ভাত কিংবা আটার তৈরি কোনও জিনিস ভুল করেও খাবেন না। ফল, সাবু, খেয়ে তবেই উপোস ভাঙবেন। উপোস ভাঙার সময় সন্ধৈব লবণ খেতে পারেন, যা শুভ বলে মনে করা হয়।
নীলষষ্ঠীর দিন যারা নির্জলা উপোস করে সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখেন তাদের উপর প্রসন্ন হন মহাদেব। এবং তাদের সন্তানদের উপরও মহাদেবের আশীার্বাদ সর্বদা থাকে।
নীলষষ্ঠীর দিন নিষ্ঠাভরে শিবের পুজো করলে দেবী নীলচন্ডিকা ও মা ষষ্ঠীর কৃপা লাভ হয়। যার ফলে সন্তানের কল্যাণ হয়। এবং সন্তানের উপর থেকেও সমস্ত বাধা-বিপত্তি দূর হয়।