ফাল্গুন ও চিত্র জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন কোন কোন দেব-দেবী পুজিত হবেন

Published : Feb 20, 2022, 03:19 PM ISTUpdated : Feb 20, 2022, 03:23 PM IST
ফাল্গুন ও চিত্র জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন কোন কোন দেব-দেবী পুজিত হবেন

সংক্ষিপ্ত

এই দু মাস বাংলা বছরের শেষ মাস। তারপর নতুন বছরকে স্বাগত জানানোর সময়। হিন্দু শাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ এই দুই মাস। এই সময় একাধিক দেব দেবী পুজিত হন। প্রতি বছর ফাল্গুন মাসে বেশ কয়টি উৎসব (Festival) হয়। বিয়ে, পৈতে, অন্নপ্রাসনের মতো একাধিক শুভ অনুষ্ঠান হয়ে এই মাসে। এছাড়া গৃহপ্রবেশের দিন থাকে এই মাসে। অন্যদিকে, এই সময় পালিত হয় বসন্ত উৎসব। এপ্রিল মাসে পুজিত হন ভগবান রাম।  

বাংলা বছরের একাদশ ও দ্বাদশ মাস হল ফাল্গুন (Falgul) ও চৈত্র (Chaitra)। ফেব্রুয়ারির মাঝ বরাবর শুরু হয় ফাল্গুন মাস তারপর আসে চৈত্র মাস। এপ্রিলের মাঝ বরাবর শেষ হয় চৈত্র মাস। এই দু মাস বাংলা বছরের শেষ মাস। তারপর নতুন বছরকে স্বাগত জানানোর সময়। হিন্দু শাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ এই দুই মাস। এই সময় একাধিক দেব দেবী পুজিত হন। প্রতি বছর ফাল্গুন মাসে বেশ কয়টি উৎসব (Festival) হয়। বিয়ে, পৈতে, অন্নপ্রাসনের মতো একাধিক শুভ অনুষ্ঠান হয়ে এই মাসে। এছাড়া গৃহপ্রবেশের দিন থাকে এই মাসে। অন্যদিকে, এই সময় পালিত হয় বসন্ত উৎসব। এপ্রিল মাসে পুজিত হন ভগবান রাম।  

শিবরাত্রি 
ফাল্গুন মাসের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহা শিবরাত্রি। ১ মার্চ পালিত হয় এই উৎসব। এবছর মহাশিবরাত্রি (Shivratri) ২৮ ফেব্রুয়ারি রাত ২টো ২৩ মিনিট থেকে শুরু হচ্ছে। ১ মার্চ রাত ১২টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে। মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজো ১ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর ১ মার্চ রাত ৯টা ২৭ মিনিট থেকে রাত ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর ১ মার্চ ১২টা ৩৩ মিনিট থেকে সকাল ৩টে ৩৯ মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহর ২ মার্চ সকাল ৩টে ৩৯ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত।   

মীনা সংক্রান্তি 
১৫ মার্চ পালিত হবে মীনা সংক্রান্তি।  মীনা সংক্রান্তির পূণ্য কলা শুরু হচ্ছে সকাল ৬.৩১ মিনিটে। ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে। অন্য দিকে,  মীনা সংক্রান্তির মহা পূণ্য কলা চলবে দু ঘন্টা। যা শুরু হচ্ছে সকাল ৬.৩১ মিনিটে। আর শেষ হচ্ছে ৮.৩১ মিনিটে। 
  
দোল পূর্ণিমা 

১৮ মার্চ অনুষ্ঠিত হবে দোল উৎসব (Holi Festival)। এবছর দোল পূর্ণিমা পড়েছে চৈত্রের ৩ তারিখ। এই দিনটি ফাল্গুন পূর্ণিমা নামেও পরিচিত। এদিন ভগবান কৃষ্ণ ও রাধা পুজিত হন। রঙিন আবিরে রাঙা হয়ে উঠে চারিদিন। শাস্ত্রে এই দিনটি খুবই উল্লেখযোগ্য। রঙের উৎসব হিসেবেও পরিচিত এই দিনটি। 


রাম নবমী 
চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রামের জন্ম হয়েছিল। এই কারণে এই সময় পালিত হয় রাম নবমী (Ram Navami)। এবছর ১০ এপ্রিল পড়েছে দিনটি। এই দিন রাম নবমীর দিন ভগবান শ্রী রামের বিশেষ উপাসনা করা হয়। ভগবান রামের নাম কির্তন করা হয়। উপবাস করে পুজো করার রীতি আছে এই দিন। বিশিন্ন শহরে নানান অনুষ্ঠান হয় রাম নবমীকে ঘিরে। 

আরও পড়ুন: সর্বনাশ, বাড়িতে এই গাছ থাকলে দূর করুন এখনি, নয়তো দেখা দিতে পারে আর্থিক সঙ্কট

আরও পড়ুন: কীভাবে পালন করবেন দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী, রইল পালনের রীতি ও ব্রত কথা

আরও পড়ুন: শিবরাত্রিরের দিন ভুলেও এই কাজ করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে সংসারে


 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল