বাজারে চলে এল বিশ্বের প্রথম সিএনজি বাইক, তাও আবার এক লাখ টাকারও কম দামে?

বাইকপ্রেমীদের জন্য সুখবর। এসে গেল বিশ্বের প্রথম সিএনজি (CNG) বাইক। তাও আবার এক লাখ টাকারও কম দামে।

বাইকপ্রেমীদের জন্য সুখবর। এসে গেল বিশ্বের প্রথম সিএনজি (CNG) বাইক। তাও আবার এক লাখ টাকারও কম দামে।

বাজাজ অটো (Bajaj Auto) বাজারে নিয়ে এল তাদের ফ্রিডম ১২৫ (Freedom 125) মোটরসাইকেল। যে বাইকটি পেট্রোলেও চলবে। সঙ্গে আবার চলবে সিএনজিতেও। ফলে, বাইক চালকের কাছে থাকবে বিকল্পও ব্যবস্থাও।

Latest Videos

আর এই ফ্রিডম-এনজিও৪ (NGO4) ১২৫-এর দাম শুরু হচ্ছে ৯৫,০০০ টাকা থেকে। অন্যদিকে, মিড-স্পেক এনজিও৪ ড্রাম এলইডির (Mid-Spec NGO4 Drum LED) দাম ধার্য করা হয়েছে ১.০৫ লক্ষ টাকা এবং টপ-স্পেক এনজিও৪ ডিস্ক এলইডির (Top-Spec NGO4 Disc LED) দাম হচ্ছে ১.১০ লক্ষ টাকা।

ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং গুজরাটের ক্রেতাদের জন্য বুকিং শুরু হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই দেশের বাকি অংশেও বুকিং চালু করা হবে বলে জানিয়েছে বাজাজ (Bajaj) কর্তৃপক্ষ।

ফ্রিডম ১২৫ বাইকটিতে থাকছে ৯.৭ এনএম (NM) পিক টর্ক যুক্ত একটি ১২৫সিসির (125CC) ইঞ্জিন। যার শক্তি প্রায় ৯.৫ এইচপি (HP)। সেইসঙ্গে, থাকছে একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক। শুধু তাই নয়, এটি বিশ্বের প্রথম সিএনজি বাইক। তাই একটি ২ কেজির সিএনজি ট্যাঙ্কও থাকছে এই বাইকটিতে। প্রায় 330 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে পারবে ফ্রিডম ১২৫।

অন্যদিকে, বাইকটি চালানোর সময় চালক পেট্রোল এবং সিএনজি জ্বালানির মধ্যে পরিবর্তনও করতে পারবেন। সেইসঙ্গে, ফ্রিডম ১২৫-এ সিএনজি এবং পেট্রোল রিফিলিংয়ের জন্য একটিই ফুয়েল ক্যাপ কভার থাকছে।

বাজাজ জানিয়েছে, এটি অন্যান্য পেট্রোল চালিত বাইকের তুলনায় ২৬% কম কার্বন-ডাই-অক্সাইড এবং ৪৩% কম নাইট্রোজেন-অক্সাইড নির্গত করে। পুরো বাইকটি তৈরি হয়েছে ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে। গড়িটির সামনে রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে রয়েছে একটি লিঙ্কযুক্ত সাসপেনশন।

বসার জায়গা ৭৮৫ মিমি লম্বা এবং উচ্চতা প্রায় ৮২৫ মিমি। আপাতত এই মডেলটি ৭টি ভিন্ন রঙে ক্রেতাদের জন্য বাজারে আনছে বাজাজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M