টলিপাড়ার 'সেক্সিয়েস্ট' ইশা সাহা যেন একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। কখনও সিরিয়াল কখনও বা ওয়েবসিরিজ অভিনেত্রীর শরীর বিহঙ্গে চোখ ফেরায়ো দায়। ওয়েব সিরিজ ছাড়াও ফোটোশ্যুটে ক্রমশ ভাইরাল অভিনেত্রী। ইশা সাহার বোল্ডনেসে কাঁপছে গোটা টলিপাড়া। মাত্র কয়েকদিনের মধ্যেই রাতারাতি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন মিষ্টি মেয়েটি।
বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা। বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে হট অবতারের একের পর এক ছবি। যা দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের ইনস্টা-তে রেড হট লুকে পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। ছবি ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি, দেখে নিন ছবিটি,
লাল লং গাউন, উন্মুক্ত বক্ষ-বিভাজিকার খাঁজ, সেক্সি লেডি কিলার লুকে নিজেকে মেলে ধরেছেন ইশা। খোলা চুল, সাহসী চাহনিতেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রাতারাতি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন ইশা সাহা। 'প্রজাপতি বিস্কুট' সিনেমা করেই সকলের মন জিতে নিয়েছেন ইশা।
এখানেই থেমে নেই বঙ্গতনয়া। ইতিমধ্যেই জনপ্রিয় অভিনেত্রী ইশা টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয়। ছবি, ভিডি, ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার ক্যুইন। হট মুভসে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বঙ্গতনয়া। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে লাস্যময়ীর এই ছবি। ব্যোমকেশের সত্যবতীর এই হট লুক দেখে ভক্তরা সকলেই হতবাক। লাইক ও কমেন্টও উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।