'নারী কাপড় খুললেই নোংরা আর ছেলেদের নগ্নতা প্রশংসার', রণবীরের ন্যুড ছবিতে ঘোর আপত্তি মিমির

বলিউড হোক বা টলিউড নারী ও পুরুষ অর্থাৎ লিঙ্গ বৈষম্য রয়েই গেছে এখনও পর্যন্ত। তবে এই বিভেদ আর কতদিন থাকবে তা নিয়েই প্রবল আপত্তি তুলেছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে ছেলেরা শার্টলেস ছবি দিলে প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা। আর মেয়েদের অন্তর্বাস দেখা গেলেই সেখান থেকে শুরু হয়ে যায় বিতর্ক। কিন্তু আর কতদিন চলবে এই বিভেদ, এবার চর্চিত এই প্রশ্নই প্রকাশ্যে তুলে ধরলেন মিমি চক্রবর্তী। নারী যদি নগ্ন হয় তা হলে তা নাকি নোংরামি। আর পুরুষ যদি নগ্ন হয় তাহলে তা প্রশংসার।  বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ছবি পোস্ট করে এই প্রশ্নই তুলেছেন মিমি চক্রবর্তী।
 

বলিউড হোক বা টলিউড নারী ও পুরুষ অর্থাৎ লিঙ্গ বৈষম্য রয়েই গেছে এখনও পর্যন্ত। তবে এই বিভেদ আর কতদিন থাকবে তা নিয়েই প্রবল আপত্তি তুলেছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে ছেলেরা শার্টলেস ছবি দিলে প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা। আর মেয়েদের অন্তর্বাস দেখা গেলেই সেখান থেকে শুরু হয়ে যায় বিতর্ক। কিন্তু আর কতদিন চলবে এই বিভেদ, এবার চর্চিত এই প্রশ্নই প্রকাশ্যে তুলে ধরলেন মিমি চক্রবর্তী। নারী যদি নগ্ন হয় তা হলে তা নাকি নোংরামি। আর পুরুষ যদি নগ্ন হয় তাহলে তা প্রশংসার।  বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ছবি পোস্ট করে এই প্রশ্নই তুলেছেন মিমি চক্রবর্তী।

শরীরে নেই কোনও  সুতো। পুরোপুরি নগ্ন হয়েই অন ক্যামেরায় সেক্সি পোজ দিয়েছেন রণবীর সিং। পোশাক খুলে ন্যুড অবস্থায় পেপার ম্যাগাজিন কভারের জন্য প্রথমবার ক্যামেরায় সামনে এলেন বলিউডের খিলজি। অভিনেতার সেক্সি ন্যুড ফিগার দেখতেই হামলে পড়েছেন ভক্তরা। একাধিক ভঙ্গিমায় তোলা রণবীরের নগ্ন ছবিই এখন নেটদুনিয়ার হটকেক। ছবিতে দেখা যাচ্ছে নগ্ন হয়ে কার্পেটের উপর শুয়ে রয়েছেন রণবীর কাপুর। তবে পুরো ন্য়ুড হলেও বেশ কায়দা করেই নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন রণবীর কাপুর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় হট পোজ দিয়েছেন রণবীর। নগ্ন রণবীর দেখতেই  যেভাবে ভক্তরা ভিড় জমাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনেতার এই সাহসী পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন ভক্তরা। অন ক্যামেরায় এতটা সাহসী যে তিনি হয়েছেন তা যেন চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। নানা ধরনের মন্তব্যে ভরে গিয়েছে রণবীরের সোশ্যাল মিডিয়ার পাতা। তবে এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে বি-টাউন থেকে টলিপাড়ায়। তবে নিন্দা কিংবা সমালোচনা নয় বরং রণবীরের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আর এখানেই প্রবল আপত্তি তুলেছেন মিমি চক্রবর্তী। কারণ তার মতে, এখানেই স্পষ্ট ফুটে উঠেছে লিঙ্গ বৈষম্য।

Latest Videos

আক্ষেপের সুরে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছেন, একদিকে নারী পুরুষের সাম্যতা নিয়ে কথা বলা হয়। আর অন্যদিকে নারী যদি নগ্ন হয় তাহলেই সে নোংরা।  অথচ সেই একই কাজ পুরুষ করলে তা ভীষণই প্রশংসার। এ প্রসঙ্গে মিমি সটান বলেছেন এভাবে কোনওদিনও নারীদের ক্ষমতায়ন সম্ভভ নয়। তবে নগ্নতা  কথা বাদ রেখে যদি নারীদের পোশাকের দিকে তাকানো যায় সেখানেও রয়েছে একাধিক বিতর্ক। কোনও কাটাছেড়া পোশাক পরলেই একজন মেয়েকে সমালোচনা, কটাক্ষের শিকার হতে হয়। নোংরা মন্তব্য, তকমা লেগে যায় নারীর সঙ্গে। তবে ওই একই কাজ যদি কোনও পুরুষ করে তখনই তা প্রশংসার হয়ে যায়। আর এখানেই প্রশ্ন তুলেছেন মিমি চক্রবর্তী।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
Puri-র সৈকতে পর্যটকদের ঢেউ! খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বাঙালির শীত উদযাপন, দেখুন
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'মাননীয়া আপনি রেখা পাত্রের কাছে হারবেন', মমতাকে একহাত নিলেন শুভেন্দু | Suvendu on Mamata