সেন্সর বোর্ডকে করা বার্তা বম্বে হাইকোর্টের, শিশুদের একটি ছবিকে ঘিরে ঘোর বিপত্তি

  • বম্বে হাইকোর্টের রায়-এ চমক
  • সেন্সর বোর্ড শেষ কথা নয়
  • ছোটদের ছবিকে পারিবারিক ছবি বলতে নারাজ বোর্ড
  • হািকোর্টের দ্বারস্থ নির্মাতা

Jayita Chandra | Published : Jul 6, 2019 9:36 AM IST

যে কোনও ছবি মুক্তির আগেই তা পৌঁচ্ছে যায় সেন্সর বোর্ডের কাছে। ছবির কোন অংশ থাকবে, কোন অংশ বাদ পরবে তা নিয়ে শেষ কথা বলে থাকে সেন্সর বোর্ড। ছবির নাম, ধাম সকলই যেন তারই হাতে বাধা পরে রয়েছে। ফলেই বেশ কয়েকবার বিপাকে পড়তে হয়েছিল চলচ্চিত্র নির্মাতাদের। প্রশ্নের মুখে পড়তে হয়েছে কখনও ছবির নামকে কখনও বা ছবির চিত্রনাট্যকে। কোন ছবি পারিবারিক, কোন ছবি প্রাপ্তবয়স্কদের জন্য তার নির্দেশিকাও দিয়ে থাকে সেন্সর বোর্ড। 

সম্প্রতি এক ছবিকে ঘিরে জল ঘোলা হল, শুরু হল জোড় বিকর্ত। শিশুদের জন্য তৈরি একটি ছবিকে ইউ  দেবে না সেন্সর বোর্ড। খবর প্রকাশ্যে আসা মাত্রই সরব হাইকোর্ট। প্রশ্ন তোলে কোন ছবি কে দেখবে তা ঠিক করার সেন্সর বোর্ড কে! বম্বে হাইকোর্টের বিচারপতি এস সি ধর্মাধিকারি এবং গৌতম পটেলের ডিভিশন বেঞ্চের আক্রমণের মুখে পরে সেন্সর বোর্ড।

Latest Videos

এদিন হাইকোর্ট স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন বোর্ডের ভ্রান্ত ধারনা তৈরি হয়েছে, যে তারা ছাড়া ছবি বাজারে আসতে পারবে না। তারা ছারা এই বিষয় আর কেউ কথা বলতে পারবে না। সম্প্রতি সমস্যার মুখে পরে চিড়িয়াখানা ছবির নির্মাতারা। সেই ছবিকে পারিবারিক ছবি বলতে নারাজ সেন্সর বোর্ড। তাই জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিলড্রেনস ফিল্ম সোসাইটি। তারই মামলার রায়তে এমনই মন্তব্য করে বম্বে হাইকোর্ট। 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি