খুব শীঘ্রই ভারতে শুরু হবে ৫ জি মোবাইল পরিষেবা, গ্রামাঞ্চলে পৌঁছাবে ব্রডব্যান্ড সার্ভিস, বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, ২০২২-২৩ অর্থবর্ষেই গোটা দেশ জুড়ে চালু করা হবে ৫ জি মোবাইল পরিষেবা। ৫ জি মোবাইল পরিষেবা চালু করতে পারফরমেন্স লিংকড ইনসেনটিভ স্কিম আনারও পরিকল্পনা রয়েছে। ৫ জি পরিষেবা চালু করতে স্পেকট্রাম নিলাম করার প্রক্রিয়াও শুরু করা হবে।

১ ফেব্রুয়ারি দিল্লির সংসদে বেলা ১১ টায় শুরু হয়েছে কেন্দ্রের ইউনিয়ন বাজেট (Union Budget)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala shitaraman) পেশ করছেন বাজেট। বাজেটে বিভিন্ন ক্ষেত্রে যেমন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তেমনি ইউনিয়ন বাজেটে তুলে ধরা হল ৫ জি মোবাইল পরিষেবাকেও (5G Mobile Service)। বাজেটের মঞ্চ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, ২০২২-২৩ অর্থবর্ষেই গোটা দেশ জুড়ে চালু করা হবে ৫ জি মোবাইল পরিষেবা। একইসঙ্গে টেলিকম সেক্টরের জন্য আরও বেশ কয়েকটি ঘোষণা করেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, ৫ জি পরিষেবা চালু (5G Mobile Service) করতে স্পেকট্রাম নিলাম করার প্রক্রিয়াও শুরু করা হবে। দেশে ৫ জি মোবাইল পরিষেবা চালু করতে পারফরমেন্স লিংকড ইনসেনটিভ (Performance Linked Incentive) বা পিএলআই স্কিম আনারও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। গ্রামাঞ্চলের মানুষদের জন্যও টেলিকম পরিষেবায় উন্নতি ঘটানোর লক্ষ্যে অঙ্গীকার সরকার। সেই জন্যই গ্রামাঞ্চলে (Rural area) ব্রডব্যান্ড পরিষেবা (Broadband Service) আরও বিস্তৃত করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala shitaraman)।  প্রসঙ্গত, আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের(Optical Fiver) পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।  

চলতি অর্থবর্ষে কোন কোন জায়গায় প্রথমে চালু হবে এই ৫ জি পরিষেবা....যতদূর জানা যাচ্ছে, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদের মতো শহরগুলিতে প্রাথমিকভাবে এই পরিষেবা চালু হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই এয়ারটেল, রিলায়েন্স জিও, ভিআই-এর মতো সব টেলিকম সংস্থাগুলো ৫ জি পরিষেবার ট্রায়াল শুরু করে দিয়েছে। একইসঙ্গে সংস্থাগুলোর সঙ্গে স্পেকট্রাম নিলাম সংক্রান্ত আলোচনা শুরু করেছে কেন্দ্র। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ৫ জি স্পেকট্রাম নিলামের সুপারিশ করার অপেক্ষা। একবার সুপারিশ করলেই ৫ জি স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বাজেটের দিন অর্থমন্ত্রী বলেন, টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে। সেই সঙ্গে বেসরকারি শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান করা হবে।

Latest Videos

আরও পড়ুন-Union Budget 2022 : মোদী জমানায় কতটা এগিয়েছে ভারত, একনজরে মোদী সরকারের শেষ ৯ বাজেট

আরও পড়ুন-Budget 2022: মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ জোর, ঘোষণা ৩টি প্রকল্পের

আরও পড়ুন-Union Budget 2022 : কর ব্যবস্থায় সরলীকরণে জোর, এবারের বাজেটে ঠিক কতটা উপকৃত হতে চলেছে করদাতারা

আসুন এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেট ও টেলি যোগাযোগের ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হবে---

গ্রামাঞ্চলে ও প্রত্যন্ত অঞ্চলে যাতে সহজে ও সস্তায় ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

ভারত নেট কানেকটিভিটি প্রজেক্ট সম্পর্কে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, শহরাঞ্চলের মতোই গ্রামের প্রত্যেকটি পরিবারে  যাতে ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই দিকেই লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের। 

গ্রামাঞ্চল গুলোতে অপটিক্যাল ফাইবারের বিস্তার বাড়িয়ে ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবাকে আরও উন্নত করে তোলা হবে। 

প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোকেও ভারত নেট কানেকটিভিটি প্রজেক্টের আওতায় আনা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে পিপিপি মডেলের মাধ্য়মে এই কাজ শুরু হবে। ২০২৫ সালের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন বাজেটে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি