Budget 2021-22 Live- পেট্রোপন্যে বসল কৃষি সেস, নিত্য পন্যের দাম আরও বাড়ার আশঙ্কা

সংক্ষিপ্ত

অতিমারির মধ্যে শেষ হয়ে গিয়েছে একটি অর্থবর্ষ। এই এক বছরের আর্থিক ঘাটতির হার বাড়তে বাড়তে ধরাছোঁয়ার বাইরে। এই অবস্থা শুধু ভারতবর্ষের নয়, গোটা বিশ্বই এখন প্রবলভাবে ধাক্কা খেয়েছে করোনাভাইরাস নামক অতিমারিতে। দীর্ঘ লকডাউনের যাত্রা বেরিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে রয়েছে ভারত-সহ বিশ্ব। ভারতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আনলক পর্ব। ধীরে ধীরে জীবনযাত্রাকে স্বাভাবিক করার চেষ্টা চলছে। এহেন এক পরিস্থিতিতে পেশ হতে চলেছে সাধারণ বাজেট ২০২১-২২। অতিমারি-তে যে আর্থিক মন্দা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করে অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায় এখন সেদিকেই ফোকাস করতে চাইছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হল কর্মসংস্থান এবং আর্থিক মন্দা কাটানোর চ্যালেঞ্জ। 
 

03:45 PM (IST) Feb 01

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট - এমন ভাবেই কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ বাজেটকে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কৃষক মানুষ বিরোধী এই বাজেট। আরও দাবি করলেন, কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা তাঁরাই বানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নতুন করে কিছু করার নেই।

03:40 PM (IST) Feb 01

আত্মনির্ভরতার বাজেট

এই বাজেট ভারতে এবং বিশ্বে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। বাজেটের স্বাবলম্বনের দৃষ্টি রয়েছে এবং এতে সমাজের প্রতিটি বিভাগের কথা রয়েছে। কৃষকদের আয় বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। কৃষকরা সহজেই ঋণ পাবেন।

02:40 PM (IST) Feb 01

'রোড ফর ভোট'

'রোড ফর ভোট', অর্থাৎ ভোটের কথা মাায় রেখে রাস্তা তৈরি। এক কথায় কেন্দ্রীয় বাজেটকে এভাবেইব ব্যখ্যা করলেন কংগ্রেস পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী।

02:39 PM (IST) Feb 01

বিশ্বাস তৈরি হয় ট্র্যাকরেকর্ড দেখে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে বিশ্বাস রাখতে বলছেন। কিন্তু বিশ্বাস তৈরি হয় ট্র্যাক রেকর্ড থেকে। মোদী সরকারের ট্র্যাক রেকর্ডে সেই বিশ্বাস তৈরি হচ্ছে না বলে জানালেন কংগ্রেস নেতা শশী থারুর।

02:37 PM (IST) Feb 01

'সময়োপযোগী বাজেট'

বাজেটে প্রত্যাশা পূরণ করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট সময়োপযোগী এবং ভারতের প্রবৃদ্ধির দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে বলে জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

02:34 PM (IST) Feb 01

‘কৃষক বিদ্রোহী’ বাজেট

কংগ্রেস দল বাজেট পেশের পর কৃষি সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থতার জন্য কেন্দ্রের সমালোচনা করেছে। কেন্দ্রীয় বাজেটকে ‘কৃষক বিদ্রোহী’ বলে আখ্যায়িত করেছে।

02:30 PM (IST) Feb 01

বাড়ল সেনসেক্স, নিফটি

২০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স ৪৮,৩৪৬.৮৮-এ দাঁড়িয়েছে। অন্যদিকে নিফটি-ও ১৯১.৮৫ পয়েন্ট বেড়ে বর্তমানে ১৩,৮২৬.৪৫-এ পৌঁছেছে।

02:23 PM (IST) Feb 01

আয়করে কী কী বদল

বাজেটে কী কী বদল এল আয়করে

02:21 PM (IST) Feb 01

কী পেল কৃষিক্ষেত্র

কেন্দ্রীয় বাজেট ২০২১-এ কী কী পেল কৃষিক্ষেত্র

01:35 PM (IST) Feb 01

পেট্রোল ও ডি়জেলে কৃষি সেস

আয় বাড়াতে পেট্রো পন্যে কৃষি সেস বসালো মোদী সরকার। ডিজেলে ৪ টাকা প্রতি লিটার এবং পোট্রোলে ২.৫ টাকা প্রতি লিটার হিসাবে সেস বসানো হল। ফলে নিত্য ব্যবহার্য সকল পন্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

01:07 PM (IST) Feb 01

শেষ হল বাজেট পেশ

শেষ হল কেন্দ্রীয় বাজেট পেশ।

01:06 PM (IST) Feb 01

বদলালো আমদানি শুল্ক

তামার ছাঁটের আমদানি শুল্ক কমিয়ে ২.৫ শতাংশ করা হল। ন্যাপথার শুল্কও কমে ২.৫ শতাংশ হল। সোনা ও রূপার আমদানী শুল্ক যৌক্তিক করা হচ্ছে। সৌরশক্তি চালিত ইনভার্টার, সৌর লণ্ঠনেরও আমদানি শুল্ক বেড়েছে। সমস্ত নাইলন পণ্যের আমদানি শুল্ক ৫ শতাংশ হয়েছে। টানেল বোরিং মেশিন-এর আমদানি শুল্ক ৭ শতাংশ।

12:59 PM (IST) Feb 01

জিএসটি, কাস্টমস

গত দুই মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ হয়েছে। জিএসটি কাঠামোকে আরও মসৃণ করার এবং অসঙ্গতিগুলি দূর করার চেষ্টা চলছে। একটি নতুন কাস্টমস শুল্ক কাঠামো তৈরি হরা হবে।

12:55 PM (IST) Feb 01

প্রভিডেন্ট ফান্ড

নিয়োগকর্তারা অনেকসময় কর্মচারীদের বেতন থেকে  প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের অবদানগুলি কেটে নিলেও সময়মতো তাদের অর্থ প্রদান করেন না। এই অর্থ সময়মতো জমা দেওয়া নিশ্চিত করতে দেরিতে জমা দেওয়ার বিষয়টি নিয়োগকর্তাদের ছাড় হিসাবে ধরা হবে না।

12:49 PM (IST) Feb 01

আবাসন ক্ষেত্রে ছাড়

সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পগুলি এক বছরের জন্য ট্যাক্সের ছুটি পাবে। এছাড়া নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ টাকা আয়করে ছাড় মিলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। শেয়ারের ডিভিডেন্ট থেকেও টিডিএস কাটা হবে না।

 

12:38 PM (IST) Feb 01

৭৫-ঊর্ধ্বদের সম্পূর্ণ কর ছাড়

করদাতাদের চাপ কমাতে, বিশেষত বয়স্কদের কথা মাথায় রেখে ৭৫-ঊর্ধ্ব বয়সী পেনশনভোগীদের প্রাপ্ত সূদ সম্পূর্ণ করমুক্ত করা হল। তাদের আয়কর রিটার্নও জমা দিতে হবে না।

12:33 PM (IST) Feb 01

আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ

গত আর্থিক বছরে আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ ধরা হয়েছে। সরকারী ঋণ, বহুপক্ষীয় তহবিল এবং স্বল্পমেয়াদী ঋণ গ্রহণের মাধ্যমে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হচ্ছে। আরও ৮০,০০০ কোটি টাকা প্রয়োজন। ২০২১-২২'এ জিডিপির ৬.৮ শতাংশ আর্থিক ঘাটতি হতে পরে বলে অনুমান করা হয়েছে। এর জন্য বাজার থেকে ঋণ গ্রহণ করা হবে ১২ লক্ষ কোটি টাকা।

12:27 PM (IST) Feb 01

চাশ্রমিকদের জন্য ১ হাজার কোটি

অসম ও বাংলার চা বগানের শ্রমিকদের জন্য বাজেটে ১ হাজদার কোটি টাকা বরাদ্দ করা হল।

12:26 PM (IST) Feb 01

প্রথম ডিজিটাল আদমশুমারি

আসন্ন আদমশুমারি হবে প্রথম ডিজিটাল জনগণনা। এর জন্য, এই বছর ৩,৭৫৮ কোটি টাকা বরাদ্দ।

 

12:22 PM (IST) Feb 01

অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা

অসংগঠিত শ্রমিক এবং নির্মাণ কর্মীদের তথ্য রাখার জন্য একটি পোর্টাল চালু করা হবে। এতে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। এছাড়া এই কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়ানো হবে। এটি চারটি নতুন শ্রম কোড আনা হবে। মহিলা শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা সহ রাতে কাজ করার অনুমতি দেওয়া হবে।

12:16 PM (IST) Feb 01

মানবসম্পদ উন্নয়ন

১৫ হাজার স্কুলকে নতুন শিক্ষা নীতির আওতায় আনা হচ্ছে। এছাড়া তৈরি করা হবে একচি উচ্চ শিক্ষা কমিশন। এর আওতায় থাকবে ভরতের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। সেইসঙ্গে আদিবাসী এলাকায় ৭৫৮টি নতুন স্কতুল তৈরি করা হবে।

12:10 PM (IST) Feb 01

এক দেশ এক রেশন কার্ড

পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হচ্ছে এক দেশ এক রেশনকার্ড প্রকল্প। প্রাথমিকভাবে ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে বাকি ৪টি রাজ্যেও এই প্রকল্প চালু হবে। 

12:05 PM (IST) Feb 01

বেসরকারিকরণ

জ্যগুলিকে বিপুল পরিমাণ পড়ে তাকা সরকারি জমি বিক্রির নির্দেশ। এই অর্থ প্রকল্পের কাজে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর মতো অলাভজনক সংস্থআ বিক্রি করে দেওয়া হবে। এলআইসির শেয়ারও বেসরকারিকরণ হবে। 

11:59 AM (IST) Feb 01

ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস

উৎপাদন মূল্যের দেড়গুণ অর্থ দেওযা হবে ন্যূনতম সহায়ক মূল্য বা MSP হিসাবে। আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া ৪৩.৬ লক্ষ কৃষক ৭৫ হাজার কোটি টাকা পাবেন। সেইসঙ্গে, ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা ব্যয় করা হবে শস্য সংগ্রহে। 

11:51 AM (IST) Feb 01

উজ্জ্বলা প্রকল্প এবং গ্যাস বন্টন

উজ্জ্বলা প্রকল্পের আওতায় আরও ১ কোটি মানুষকে আনা হবে। শহরাঞ্চলে উন্নয়ন ঘটানো হবে গ্যাস বন্টনে।

11:49 AM (IST) Feb 01

সৌর শক্তিতে ১ হাজার কোটি

১ হাজার কোটি টাকা বরাদ্দ সৌরশক্তি উৎপাদন খাতে। বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পাবে একের বেশি সংস্থা।

11:49 AM (IST) Feb 01

বিমা আইনে বদল

৪৯ শতাংশের বদলে ৭৪ শতাংশ পর্যন্ত বিজদেশি বিনিয়োগে অনুমোদন।

11:45 AM (IST) Feb 01

বন্দর বেসরকারিকরণ

সমুদ্র বন্দরগুলির ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে সরকার ভর্তুকিও দেবে। এছাড়া জাপান থেকে জাহাজ এনে পুনর্নির্মাণ করা হবে, যাতে ১.৫ লক্ষ কর্মসংস্খান হবে বলে আশা করা হচ্চে।

11:43 AM (IST) Feb 01

রেলে বরাদ্দ ১ লক্ষ ২৫ হাজার কোটি

রেল খাতে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। মূলধন খাতে ব্যয় করা হবে ১ লক্ষ কোটি টাকা। রেলের জন্য তৈরি করা হয়েছে জাতীয় রেল পরিকল্পনা। খড়গপুর থেকে বিজয়ওয়ারা পর্যন্ত তৈরি করা হবে ফ্রেইট করিডোর। এছাড়া মেট্রো নিউ এবং মেট্র্রো লাইট নামে দুটি নতুন রেল প্রকল্প চালু করা হবে। এতে করে যুব সমাজের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

11:36 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:35 AM (IST) Feb 01

সম্পত্তির নগদীকরণ

অ্যাসেট মনিটাইজেশন বা সম্পত্তির নগদীকরণের জন্য একটি জাতীয় মুদ্রাঞ্চল পাইপলাইন চালু করা হবে এবং এর জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হবে।

11:32 AM (IST) Feb 01

পশ্চিমবঙ্গে ৬৭৫ কিমি রাস্তা

পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি করা হবে। কলকাতা শিলিগুড়ি রাস্তার মেরামত করা হবে। এর জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা।

11:27 AM (IST) Feb 01

বস্ত্রশিল্প পার্ক

তৈরি করা হবে বস্ত্রশিল্পের পার্ক। থাকবে রফতানির বিশ্বমানের পরিকাঠামো। হবে কর্মসংস্থান।

11:24 AM (IST) Feb 01

টিকারকরণ

করোনা টিকারকরণ অভিযানের জন্য বরাদ্দ হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

11:23 AM (IST) Feb 01

বাজেট লাইভ সারসরি সংসদ থেকে