আজ কেন্দ্রীয় বাজেট পেশের সময় এই ডিজিটাল কারেন্সি প্রসঙ্গে নির্মলা বলেন, "চালু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সি। বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে লেন-দেনের জন্য এই ডিজিটাল কারেন্সি চালু করা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।"
এক চেটিয়া বাজার দখল করে রয়েছে ক্রিপ্টো কারেন্সি (Cryptocurrency)। আর এবার তার মোকাবিলা করতে নতুন উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (FM Nirmala Sitharaman Speech on Budget 2022)। ২০২২-২০২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নিয়ে আসছে ডিজিটাল কারেন্সি (Central Bank digital currency)। দেশের বাজারে ক্রিপ্টো কারেন্সির পাল্টা হিসেবে আনা হবে এই ডিজিটাল রুপি।
আজ কেন্দ্রীয় বাজেট পেশের সময় এই ডিজিটাল কারেন্সি প্রসঙ্গে নির্মলা বলেন, "চালু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সি। বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে লেন-দেনের জন্য এই ডিজিটাল কারেন্সি চালু করা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।"
আরও পড়ুন- তপশিলি জাতির শিশুদের শিক্ষার জন্য তৈরি হবে টেলিভিশন চ্যানেল, ঘোষণা নির্মলার
ইতিমধ্যেই অর্থমন্ত্রীর এই ডিজিটাল রুপির ঘোষণাকে স্বাগত জানিয়েছে অর্থনীতিবিদরা। এছাড়া বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, "যে কোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর থেকে আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। তবে অধিগ্রহণের খরচ ছাড়া এই জাতীয় আয় গণনা করার সময় কোনও ব্যয়ের জন্য টাকা কাটা হবে না।"
২০২১ সালের অক্টোবরে ব্যাঙ্ক নোট-এ মধ্যে ডিজিটাল নোট-কে অন্তর্ভুক্ত করার কথা শুরু হয়েছিল। অর্থমন্ত্রী তখনই বলেছিলেন, বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং সতর্ক ভাবে এগোতে হবে। আসলে ক্যাশ টাকার উপর ব্যাঙ্কগুলির নির্ভরতা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বাজেট প্রস্তাবে সেই ভবিষ্যতের কথাই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। বললেন, আগামী অর্থবর্ষেই ভারত পেতে চলেছে নিজস্ব ডিজিটাল কারেন্সি। এবার ডিজিটাল কারেন্সিকে আয়করের আওতায়ও আনা হচ্ছে।
আরও পড়ুন- বড় উপহার পেতে পারে রেল, বন্দে ভারত নিয়ে কী ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী
এছাড়া টেলিকম ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে। পাশাপাশি গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে।
আরও পড়ুন- আগামী ২৫ বছরে কোথায় গিয়ে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি, বড় ঘোষণা নির্মলার
গতকাল থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) বক্তব্য দিয়ে শুরু হয় অধিবেশন। প্রথম দফার অধিবেশ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথম দফার অধিবেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে দেশের করোনা সংক্রমণ এখন অনেকটাই নিম্নমুখী, সেই কারণে দ্বিতীয় দফার অধিবেশনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। তা পুরনো নিয়ম ও সূচি মেনেই হবে বলে জানানো হয়েছে।