ডিজিটাল লেনদেন! খুব সাবধান নয়তো মিলতে পারে আয়কর নোটিশ, জেনে নিন বিস্তারিত

আজকাল ডিজিটাল লেনদেন বেড়েছে। ব্যাংকে না গিয়ে, বসেই টাকা পাঠানো বা নেওয়া যায়। কিন্তু, বড় অঙ্কের লেনদেন করলে আয়কর বিভাগের নোটিশ আসতে পারে। কোন লেনদেনে আয়কর নোটিশ আসতে পারে জেনে নিন। 
 

deblina dey | Published : Oct 17, 2024 9:57 AM IST
15

ডিজিটাল লেনদেনের মাধ্যমে বড় অঙ্কের টাকা লেনদেন করলে আয়কর নোটিশ পেতে পারেন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের নিয়ম অনুযায়ী, এক আর্থিক বছরে ১০ লক্ষ বা তার বেশি টাকা জমা করলে আয়কর বিভাগকে জানাতে হয়। এক বা একাধিক অ্যাকাউন্টে টাকা জমা করলেও নোটিশ আসতে পারে।
 

25

স্থায়ী আমানত

এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি স্থায়ী আমানত জমা করলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে। 
 

35

সম্পত্তি লেনদেন

৩০ লক্ষ বা তার বেশি টাকার সম্পত্তি কিনলে, রেজিস্ট্রার অফিস আয়কর বিভাগকে জানায়। তখন আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে। 
 

45

ক্রেডিট কার্ড বিল

এক আর্থিক বছরে ১০ লক্ষ বা তার বেশি টাকার ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করলে আয়কর নোটিশ আসতে পারে।
 

55

শেয়ার, বন্ড কেনা

শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার কেনার জন্য বড় অঙ্কের টাকা ব্যবহার করলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos