প্রভিডেন্ট ফান্ডে মজুরির উর্ধ্বসীমা ১৫ থেকে বেড় ২১ হাজার! প্রশ্ন কতটা ফুলেফেঁপে উঠবে লক্ষ্মীর ভাণ্ডার

প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যার সুফল পেতে পারবেন দেশের সরকারি কর্মীরা। বাড়ছে মজুরিসীমা বৃদ্ধি।

 

Saborni Mitra | Published : Nov 29, 2024 4:42 AM IST / Updated: Nov 29 2024, 10:21 AM IST
112
এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়ম বদল

এমপ্লয়িজ ফান্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। বেসরকারি সংস্থায় কর্মরতদের সামাজিক নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ।

212
বর্তমান ইপিএফও

বর্তমানে ইপিএফও-র নিয়ম অনুযায়ী বেসরকারি সংস্থার কোনও কর্মীর মূল বেতন (বেসিক পে) ১৫ হাজার টাকা পর্যন্ত হলে তাঁকে বাধ্যতামূলক ভাবে পেনশন স্কিমের আওতায় আনতে হয়।

312
নতুন নিয়ম

আগামী দিনে এই নিয়মের বদল ঘটাতে চাইছে কেন্দ্র। পিএফের ক্ষেত্রে ন্যূনতম মজুরি ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।

412
সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়

যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার সূত্রের খবর শ্রমমন্ত্রক নতুন নিয়ম চালু করতে পারে খুব তাড়াতাড়ি।

512
ইপিএফও-র নিয়ম

বেসরকারি সংস্থার এক জন চাকরিজীবীর মূল বেতনের (বেসিক পে) ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নিতে হবে। ওই টাকা ইপিএফও-র তহবিলে জমা পড়বে। সম পরিমাণ টাকা সংশ্লিষ্ট তহবিলে জমা করবে ওই ব্যক্তির নিয়োগকারী সংস্থাও।

612
প্রভিডেন্ট ফান্ডের দুটি নিয়ম

ইপিএফও-র তহবিলের দু’টি অংশ রয়েছে। একটি হল, এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)। অপরটির নাম, এমপ্লয়িজ় পেনশন স্কিম (ইপিএস)। বেসরকারি সংস্থার কর্মীর বেতনের যে অংশটি কেটে নেওয়া হয়, তার পুরোটাই জমা হয় ইপিএফ তহবিলে।

712
নিয়োগকারী সংস্থার টাকা

নিয়োগকারী সংস্থা যে টাকা জমা করবে, তার ৮.৩৩ শতাংশ পেনশন অ্যাকাউন্টে জমা পড়ে। বাকি ৩.৬৭ শতাংশ চলে যায় প্রভিডেন্ট ফান্ড তহবিলে। ইপিএফের উপর বছরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে কেন্দ্র। ২০২৩-’২৪ অর্থবর্ষে এর পরিমাণ ৮.২৫ শতাংশ রেখেছে সরকার।

812
পেনশন তহবিল

বর্তমানে পেনশন তহবিলে আর ইচ্ছেমত টাকা জমা করা যাবে না। এক্ষেত্রে একটি উর্ধ্বসীমা ঠিক করে দিয়েছে। এক জন কর্মীর ইপিএস অ্যাকাউন্টে সর্বোচ্চ মাসিক ১,২৫০ টাকা জমা করা যাবে। ইপিএসের টাকা অবসরের আগে কোনও ভাবেই তোলা যাবে না।

912
প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত অর্থ

প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থ কিন্তু প্রয়োজন অনুযায়ী কর্মীর তোলার অধিকার রয়েছে। এই তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নিতে পারেন তিনি। আবার ইচ্ছা করলে অবসরের পরেও এই তহবিল থেকে টাকা পেতে পারেন সংশ্লিষ্ট কর্মী।

1012
নতুন নিয়ম

কেন্দ্রের দাবি, মজুরি সীমা ২১ হাজার টাকা করলে বেসরকারি সংস্থার অধিকাংশ কর্মীকে পেনশন তহবিলের আওতায় আনা যাবে। এখনকার আইন অনুযায়ী, কোনও ব্যক্তির মূল বেতন (বেসিক পে) ১৫ হাজার টাকা ছাড়িয়ে গেলে তিনি পেনশন তহবিলে অর্থ জমা করতে পারবেন না। তাঁর বেতন থেকে যে টাকা কাটা হবে, তার পুরোটাই যাবে প্রভিডেন্ট ফান্ড তহবিলে।

1112
অর্থের পরিমান বৃদ্ধি

সূত্রের খবর, মজুরি সীমা বাড়িয়ে ২১ হাজার টাকা করা হলে পেনশন তহবিলে প্রদেয় অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। ১,২৫০ টাকা থেকে বেড়ে ওই অঙ্ক দাঁড়াবে ১,৭৪৯ টাকা

1212
প্রভিডেন্ট ফান্ড কী হবে

অন্য দিকে প্রভিডেন্ট ফান্ডে কমবে বিনিয়োগের পরিমাণ। বিনিয়োগের আগে মাথায় রাখুন প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থের উপর সুদ দিয়ে থাকে সরকার। কিন্তু, ইপিএস আমানতের উপর কোনও সুদ দেওয়া হয় না।

Share this Photo Gallery
click me!

Latest Videos