ডেবিট কার্ড থাকলেই মিলবে কয়েক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পলিসি! দিতে হবে না ১ টাকাও

Published : Dec 26, 2024, 03:55 PM IST

আপনি কি ডেবিট কার্ড ব্যবহার করেন? জানেন কি লক্ষ লক্ষ টাকার বিনামূল্যে দুর্ঘটনা বিমা পলিসি আপনার জন্য প্রযোজ্য? এই দুর্ঘটনা বিমা সম্পর্কে অনেকেরই জানা নেই। এখানে এর সম্পূর্ণ বিবরণ দেওয়া হল। এই পলিসি বিপদগ্রস্ত কোন পরিবারের জন্য উপকারী হতে পারে।  

PREV
15

সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর সবাই ডেবিট কার্ড ব্যবহার করেন। ডেবিট কার্ড ব্যবহারকারী প্রত্যেকের জন্য দুর্ঘটনা বিমা পলিসি প্রযোজ্য। তবে এটি সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। বেশিরভাগ ব্যাংক তাদের গ্রাহকদের দুর্ঘটনা বিমা পলিসি প্রদান করে। কিন্তু এই বিষয়টি তাদের অনেকেরই জানা নেই। কারণ বেশিরভাগ ব্যাংক এই বিষয়টি গ্রাহকদের জানানোর জন্য তেমন গুরুত্ব দেয় না। দুর্ঘটনা ঘটলে ব্যক্তি কষ্টে থাকেন, ব্যাংকের বিমা পলিসি নিয়ে ভাবার সময় পান না। 

25

ব্যাংকগুলি যে দুর্ঘটনা বিমা কভারেজ দেয় তা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম। দুর্ঘটনায় মৃত্যু বা বিকলাঙ্গতা হলে এই কভারেজ পাওয়া যায়। এই দুর্ঘটনা বিমা পলিসির পরিমাণ ব্যাংকভেদে ভিন্ন। বেশিরভাগ ব্যাংক ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দেয়। বিশেষ করে SBI, HDFC Bank ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দেয়। ICICI Bank ২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা দেয়। Axis Bank ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পলিসি প্রদান করে। 

35

দুর্ঘটনা বিমা পলিসির কভারেজ বিভিন্ন ধরণের ডেবিট কার্ডের জন্য আলাদা। সাধারণ ডেবিট কার্ডের জন্য কভারেজ কম, প্রিমিয়াম, প্ল্যাটিনাম কার্ডের জন্য বেশি। দুর্ঘটনা বিমা পেতে হলে পলিসির শর্তাবলী, কভারেজ, দাবির প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই জেনে রাখা ভালো। প্রতিটি ব্যাংকের পলিসি কভারেজ, দাবির প্রক্রিয়ায় পার্থক্য থাকে, তাই এই বিবরণগুলি জানা গুরুত্বপূর্ণ।

45

ডেবিট কার্ডের মাধ্যমে দুর্ঘটনা বিমা পেতে কিছু শর্ত আছে। ডেবিট কার্ড অবশ্যই সক্রিয় থাকতে হবে। অর্থাৎ গত ৩ মাসে এই ডেবিট কার্ডের মাধ্যমে কমপক্ষে একটি লেনদেন হতে হবে। এই পলিসি পেতে আলাদা করে টাকা দিতে হয় না। ডেবিট কার্ড নিয়মিত ব্যবহার করলেই পলিসি প্রযোজ্য। 

এছাড়াও অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। 

55

অ্যাকাউন্টধারীর দুর্ঘটনাজনিত মৃত্যুর এক মাসের মধ্যে ব্যাংককে জানাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ৬০ দিনের মধ্যে ব্যাংকের চাওয়া কাগজপত্র জমা দিতে হবে। সময় পেরিয়ে গেলে ব্যাংক আবেদন নিরস্ত করতে পারে। 

সাধারণত ব্যাংকগুলি যে কাগজপত্র চায় তা হল: পুলিশ অভিযোগ বা FIR এর কপি, হাসপাতালের বিল, OP, ডেবিট কার্ডের জেরক্স কপি, ব্যাংক স্টেটমেন্ট, মৃত্যু সনদ। সময়মতো কাগজপত্র জমা দিলে ১৪ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পলিসির টাকা পরিবার পাবে। 

click me!

Recommended Stories