Budget 2024 Updates: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা, আর কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সংক্ষিপ্ত

এই নিয়ে টানা সাত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। তিনি এই দেশে প্রথম টানা সাতবারের অর্থমন্ত্রী। ২২ জুলাই শুরু হয়েছে বাজেট অধিবেশন। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। করদাতারা কর হারে সম্ভাব্য হ্রাস এবং ছাড়ের সীমা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৪ সালের বাজেটের জন্য, বিজেপি-নেতৃত্বাধীন সরকার কর নীতিতে বেশ কয়েকটি সংশোধন করেছে। এবারের বাজেটে বিশেষ কিছু ঘোষণা আশা করা হচ্ছে।

12:28 PM (IST) Jul 23

আয়কর নিয়ে ঘোষণা - স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে বেড়ে ৭৫

অর্থমন্ত্রী বলেন, 'আয়কর আইন ১৯৬১ ব্যাপকভাবে পর্যালোচনা করা হবে। যা কর সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা কমিয়ে দেবে। এটি ৬ মাসের মধ্যে শেষ করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে মধ্যবিত্তদের উপহার দিয়েছে সরকার। নতুন কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা ---

নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%

নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%

নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%

নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%

 

12:22 PM (IST) Jul 23

দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের

৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র

মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড়

সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪% কমল আমদানি শুল্ক

দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের

সস্তা হবে লিথিয়াম ব্যাটারি

তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা বাজেটে

পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ল

11:58 AM (IST) Jul 23

আবাস যোজনায় তিন কোটি বাড়ি, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা।

11:44 AM (IST) Jul 23

Union Budget : '১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'

'সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে'

'এর জন্য ছোট ব্যবসায়ী, ভেন্ডার এবং মহিলা উদ্যোগপতিদের সাহায্য় করব'

11:43 AM (IST) Jul 23

এক কোটি তরুণ আগামী পাঁচ বছরে শীর্ষ-৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"

11:38 AM (IST) Jul 23

বিনামূল্যে রেশন ব্যবস্থা ৫ বছর অব্যাহত থাকবে- অর্থমন্ত্রী

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামনের বড় ঘোষণা - বিনামূল্যে রেশন ব্যবস্থা ৫ বছর অব্যাহত থাকবে। - এ বছর কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকার বিধান। - সরকার কর্মসংস্থানের জন্য ৩টি বড় প্রকল্পে কাজ করবে। - বিহারে ৩টি এক্সপ্রেসওয়ের ঘোষণা। - বোধগয়া-বৈশালী এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। - পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ। - বক্সারের গঙ্গা নদীর উপর দুই লেনের সেতু। - বিহারে এক্সপ্রেসওয়ের জন্য ২৬ হাজার কোটি টাকার ব্যবস্থা। - শিক্ষার্থীদের জন্য ৭.৫ লাখ টাকার স্কিল মডেল ঋণ। - প্রথমবারের কর্মচারীদের জন্য অতিরিক্ত পিএফ - চাকরিতে মহিলাদের অগ্রাধিকার

11:32 AM (IST) Jul 23

'অন্ধ্রপ্রদেশকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে', ঘোষণা অর্থমন্ত্রীর

 

'অন্ধ্রপ্রদেশকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ হবে।'

11:30 AM (IST) Jul 23

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বড় ঘোষণা- নতুন কর্মসংস্থান তৈরি করলে ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি

'যাঁরা নতুন কর্মসংস্থান তৈরি করছেন তাঁরা ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি পাবেন' : অর্থমন্ত্রী

'কর্মসংস্থানের জন্য আমরা ৩টি প্রকল্প নিচ্ছি।

'এগুলি ইপিএফও-তে যারা প্রথম শ্রমের বাজারে ঢুকছেন তাদের জন্য'

'একমাসের বেতন তাদের দেওয়া হবে'

'৩টি ইনস্টলমেন্টে ৫০ হাজার টাকা অবধি এক মাসের বেতন দেওয়া হবে'

'এর ফলে ১০ লক্ষ মানুষ উপকৃত হবে'

'যাঁরা নতুন কর্মসংস্থান তৈরি করছেন তাঁরা ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি পাবেন'

'আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন'

'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'

'দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'

11:22 AM (IST) Jul 23

বাংলার জন্য বড় ঘোষণা বাজেটে

পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের উন্নয়নের ওপর বিশেষ নজর দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি ঘোষণা করলেন, বাংলা, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হয় আজকের বাজেটে।

11:21 AM (IST) Jul 23

নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার বড় পয়েন্ট

নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার বড় পয়েন্ট

এই বাজেট সবার উন্নয়নের জন্য

এটি উন্নত ভারতের রোডম্যাপ

জ্বালানি নিরাপত্তায় সরকারের মনোযোগ

কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের মনোযোগ

কর্মসংস্থান বৃদ্ধিই সরকারের অগ্রাধিকার

প্রাকৃতিক চাষ বাড়ানোর উপর জোর দেওয়া

৩২টি ফসলের জন্য ১০৯টি জাত চালু করবে

কৃষি খাতের উন্নয়নই প্রথম অগ্রাধিকার।

11:17 AM (IST) Jul 23

'১ কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিং-এ নিয়ে আসা হবে, কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে'

' কৃষিতে গবেষণার ওপর জোর দিচ্ছি যাতে উৎপাদশীলতা বাড়ে। সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই গবেষণায় ওপর জোর দেওয়া হবে। ৩২টি হর্টিকালচারাল শস্যের ওপর জোর দেওয়া হবে। ১ কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিং-এ নিয়ে আসা হবে। আমরা তৈলবীজ, সয়াবীন, চীনেবাদামে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করব। কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে। কিষাণ ক্রেডিট কার্ড ৫টি রাজ্যে চালু হবে।' ঘোষণা অর্থমন্ত্রীর।

11:07 AM (IST) Jul 23

নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক

নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দেওয়ার পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

10:42 AM (IST) Jul 23

Budget 2024 Updates: ক্রিম রঙের শাড়ি পরে সংসদের উদ্দেশে রওনা অর্থমন্ত্রী নির্মলার

ক্রিম রঙের শাড়ি পরে সংসদের উদ্দেশে রওনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। সপ্তম বাজেট পেশ করবেন তিনি।

10:06 AM (IST) Jul 23

বাজেট পেশ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিলেন সীতারামন

 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দলের সাথে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেন এবং বাজেটের একটি অনুলিপি তাঁর হাতে তুলে দেন। বাজেট পেশ করতে রাষ্ট্রপতির অনুমোদনও নেন অর্থমন্ত্রী। এই সময় রাষ্ট্রপতি মুর্মু নির্মলা সীতারামনকে দই এবং চিনি খাওয়ান।

09:38 AM (IST) Jul 23

'এটা মোদী সরকারের নয়, এনডিএ-র বাজেট'- সঞ্জয় রাউত

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, এই বাজেট এনডিএ সরকারের প্রথম বাজেট। এটা মোদী সরকারের প্রথম বাজেট নয়, আমরা দেখতে চাই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কতটা প্রভাব ফেলবে। ভালো বাজেট হলে আমরা স্বাগত জানাব। দেশে এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি মাথাচাড়া দিচ্ছে। এবারের বাজেটে তার সমাধান থাকা দরকার। 

09:36 AM (IST) Jul 23

অভিনন্দন জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু

আজ সংসদে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাজেটের আগে নির্মলা সীতারামনকে শুভেচ্ছা জানিয়েছেন। কিরেন রিজিজু টুইটারে লিখেছেন, "অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকাল ১১টায় লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের রেকর্ড তৃতীয় মেয়াদে বাজেট পেশ করা ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি দুর্দান্ত বাজেটের জন্য নির্মলা সীতারামনের জন্য শুভকামনা।"

 

 

09:34 AM (IST) Jul 23

Budget 2024 Live Updates: বাজেটের দিনে শেয়ার বাজারের খবর

বাজেট পেশের আগে শেয়ারবাজার খুলেছে লাভে। BSE স্টক মার্কেট ১২৪ পয়েন্ট বৃদ্ধির সাথে খুলল। বাজেটের আগে বাজারে ইতিবাচক সংকেত দেখা গেছে। নিফটিও বেড়েছে।

09:00 AM (IST) Jul 23

General Budget 2024 Live: নর্থব্লকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

কেন্দ্রীয় বাজেট পেশের নর্থব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অফিসে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ আয়কর নিয়ে তিনি কী ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে আছেন মধ্যবিত্তরা। রাজনৈতিক বাস্তব বুঝেই তাঁকে অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

08:55 AM (IST) Jul 23

Budget 2024 Live Updates: 'গ্যাস সিলিন্ডারের দাম কমানো উচিত'

'প্রথমত, গ্যাস সিলিন্ডারের দাম কমানো উচিত। এরজন্য মহিলাদের অনেক সমস্যায় পড়তে হয়। মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করা উচিত।' সংবাদ সংস্থা ANI-এর কাছে মন্তব্য রাজ্যের মহিলা কোমল সিংয়ের।

08:18 AM (IST) Jul 23

Rail Budget 2024:একের পর এক রেল দুর্ঘটনা, যাত্রী সুরক্ষা নিয়ে বাজেট কি নতুন কোনও দিশা দেখাবে

এবারের বাজেটে অধিবেশনে ৬টি বিল পাস হওয়ার কথা। একই সঙ্গে সরকারের আগামী পাঁচ বছরের রূপরেখার আভাসও মিলবে। সেখানে রেলযাত্রীদের সুরক্ষা নিয়ে সত্যি কি কোনও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা শোনাবেন নির্মলা সীতারমণ, কৌতূহলী সব মহল।

08:14 AM (IST) Jul 23

Income Tax Announcements in Budget 2024: নয়া আয়কর কাঠামোয় আগ্রহ বাড়াতে আরও বেশি ছাড়?

পুরনো আয়কর কাঠামো: ২.৫ লাখ টাকা পর্যন্ত আয় হলে আয়করের হার শূন্য। ২,৫০,০০১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় হলে আয়করের হার হল ৫ শতাংশ। ৫,০০,০০১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয় হলে আয়করের হার হল ২০ শতাংশ। ১০ লাখ টাকার বেশি আয় হলে আয়করের হার হল ৩০ শতাংশ।

08:12 AM (IST) Jul 23

Union Budget 2024 Live Updates : আজ বাজেটে মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম?

আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কি চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।


More Trending News