নোটবন্দির পর বড় অঙ্কের নোট বলতে বাজারে রয়েছে ৫০০ টাকার নোট। কারণ আগেই ১০০০ টাকার নোট তুলে নিয়েছে সরকার। সম্প্রতি ২০০০ টাকার নোটও ফিরত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
৫০০ টাকার জাল নোট
সম্প্রতি একাধিক প্রতিবেদন দাবি করা হয়েছে বাজার ছেয়ে গেছে ৫০০ টাকার নোটে। গত ৫ বছরে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ বেড়েছে ৩১৭ শতাংশ।
সংসদের তথ্য
সংসদে উপস্থিত তথ্য অনুসারে ২০১৮-১৯ অর্থবর্ষে ২১,৮৬৫ মিলিয়ন পিস থেকে ২০২২-২৩ অর্থবছরে ৯১,১১০ মিলিয়ন পিস জাল রুপির নোট বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে, এটি ১৫ শতাংশ কমেছে এবং এই সংখ্যা ৮৫,৭১১ মিলিয়ন পিস হয়েছে।
জাল নোট থেকে সাবধান
সাধারণ মানুষ জাল নোট নিয়ে সচেতন না হলে কোন দিনই এই সমস্যার সমাধান সুত্র বেরোনো সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।
জাল নোট চেনার উপায়
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জাল নোট চেনার উপায় জানিয়েছে। সেগুলি মেনে চললেই জাল থেকে সাবধান হতে পারেন।
প্রথম ধাপ
৫০০ টাকার আসল নোটের আকার ৬৬ মিমি x ১৫০ মিমি হবে। নোট একটু বাঁকিয়ে ধরলে সুতোর রং সবুজ থেকে নীল হয়ে যাবে।
দ্বিতীয় ধাপ
নোটের ওপর দেবনাগরী বা সংস্কৃত ভাষায় লেখা থাকবে ৫০০। ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক নোটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি ও ৫০০ সংখ্যা ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্কে লেখা থাকবে।
তৃতীয় ধাপ
নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি স্পষ্ট করে দেখা যাবে।
চতুর্থ ধাপ
নোটে ভারত আর RBI মাইক্রো অক্ষরে লেখা থাকবে। নোটের উপরের বাদিকে এবং নিচের ডান দিকে আরোহী ফন্টে সংখ্যা লেখা থাকবে।
শেষ ধাপ
নোটের বাম দিকে ছাপানোর সাল উল্লেখ থাকবে। আর ডান দিকে থাকবে অশোকস্তম্ভের একটি প্রতীক।