জাল ৫০০ টাকা থেকে সাবধান! RBI এর নির্দেশিকা অনুযায়ী এভাবেই আসল আর নকল নোট দেখেই চিনে নিন

৫০০ টাকার নোট নিয়ে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সূত্রের খবর বাজার ছেয়ে গেছে নকল ৫০০ টাকার নোটে। তাই রইল আসল আর নকল ৫০০ টাকার নোট চেনার সহজ উপায়।

 

Saborni Mitra | Published : Jan 14, 2025 4:04 PM
110
নোটবন্দির পর ৫০০ টাকাই ভরসা

নোটবন্দির পর বড় অঙ্কের নোট বলতে বাজারে রয়েছে ৫০০ টাকার নোট। কারণ আগেই ১০০০ টাকার নোট তুলে নিয়েছে সরকার। সম্প্রতি ২০০০ টাকার নোটও ফিরত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

210
৫০০ টাকার জাল নোট

সম্প্রতি একাধিক প্রতিবেদন দাবি করা হয়েছে বাজার ছেয়ে গেছে ৫০০ টাকার নোটে। গত ৫ বছরে ৫০০ টাকার জাল নোটের পরিমাণ বেড়েছে ৩১৭ শতাংশ।

310
সংসদের তথ্য

সংসদে উপস্থিত তথ্য অনুসারে ২০১৮-১৯ অর্থবর্ষে ২১,৮৬৫ মিলিয়ন পিস থেকে ২০২২-২৩ অর্থবছরে ৯১,১১০ মিলিয়ন পিস জাল রুপির নোট বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে, এটি ১৫ শতাংশ কমেছে এবং এই সংখ্যা ৮৫,৭১১ মিলিয়ন পিস হয়েছে।

410
জাল নোট থেকে সাবধান

সাধারণ মানুষ জাল নোট নিয়ে সচেতন না হলে কোন দিনই এই সমস্যার সমাধান সুত্র বেরোনো সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

510
জাল নোট চেনার উপায়

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জাল নোট চেনার উপায় জানিয়েছে। সেগুলি মেনে চললেই জাল থেকে সাবধান হতে পারেন।

610
প্রথম ধাপ

৫০০ টাকার আসল নোটের আকার ৬৬ মিমি x ১৫০ মিমি হবে। নোট একটু বাঁকিয়ে ধরলে সুতোর রং সবুজ থেকে নীল হয়ে যাবে।

710
দ্বিতীয় ধাপ

নোটের ওপর দেবনাগরী বা সংস্কৃত ভাষায় লেখা থাকবে ৫০০। ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক নোটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি ও ৫০০ সংখ্যা ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্কে লেখা থাকবে।

810
তৃতীয় ধাপ

নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি স্পষ্ট করে দেখা যাবে।

910
চতুর্থ ধাপ

নোটে ভারত আর RBI মাইক্রো অক্ষরে লেখা থাকবে। নোটের উপরের বাদিকে এবং নিচের ডান দিকে আরোহী ফন্টে সংখ্যা লেখা থাকবে।

1010
শেষ ধাপ

নোটের বাম দিকে ছাপানোর সাল উল্লেখ থাকবে। আর ডান দিকে থাকবে অশোকস্তম্ভের একটি প্রতীক।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos