TDS থেকে পেনশন- ১ এপ্রিল থেকে বদল হচ্ছে এই ৯টি নিয়ম, না জানলে পড়বেন বিপদে, খোয়া যাবে মোটা টাকা

Published : Apr 01, 2025, 10:18 AM IST

আয়কর, UPI, প্যান-আধার লিঙ্ক, মিউচুয়াল ফান্ড KYC সহ একাধিক ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৫ থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। জেনে নিন এই পরিবর্তনগুলি আপনার জন্য কী প্রভাব ফেলবে।

PREV
110

আয়কর

১ এপ্রিল ২০২৫ থেকে ধারা ৮৭এ-র অধীনে কর রেয়াত ২৫ হজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। এই রেয়াতটি-তে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলেছে।

210

UPI বন্ধ হবে

এপ্রিল থেকে UPI নম্বরগুলো বন্ধ করা হবে যা গত ১২ মাস ধরে ব্যবহার করা হয়নি। ৩১ মার্চ পর্যন্ত যে সকল নম্বর সক্রিয় থাকবে কেবল সেগুলো চালু থাকবে।

310

প্যান-আধার লিঙ্ক না থাকলে মিলবে না ডিভিডেন্ট

৩১ মার্চের মধ্যে যদি আপনার প্যান ও আধার লিঙ্ক না করে থাকেন তাহলে ডিভিডেন্ট পাওয়া যাবে না। ডিভিডেন্টে মূলধন লাভের ওপর টিডিএস-ও বাড়বে।

410

মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট KYC

১ এপ্রিল ২০২৫ থেকে মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট KYC করা হবে। এর অধীনে সমস্ত মনোনীত বিবরণ যাচাই করা হবে।

510

ব্যাঙ্ক অ্যাকাউন্টে রক্ষণাবেক্ষণের খরচ

১ এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে কড়া হচ্ছে ব্যাঙ্ক। এবার থেকে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক না। না হলে শাস্তি পেতে পারেন।

610

চেক ক্লিয়ারেন্সে নয়া নিমম

১ এপ্রিল থেকে চেক ক্লিয়ারেন্সে নয়া নিমম জারি হবে। নিরাপত্তা জোরদার করতে ৫০ হাজারের বেশি টাকার চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে চেকের নম্বর, তারিখ, পরিমাণ ও প্রাপকের নাম সহ অন্যান্য তথ্য ইলেকট্রনিকভাবে শেয়ার করতে হবে।

710

ঋণ

১ এপ্রিল থেকে ঋণের নিয়মে এসেছে বদল। প্রধান শহরে ৫০ লক্ষ টাকা পর্যন্ত, মাঝারি আকারের শহরে ৪৫ লক্ষ এবং ছোট শহরে ৩৫ লক্ষ টাকা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং-র আওতায় ঋণ পেতে পারেন।

810

TDS থ্রেশহোল্ড বৃদ্ধি

১ এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য TDS থ্রেশহোল্ড বাড়ল। প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের TDS সীমা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ।

910

মোবাইল নম্বর আপডেট

ব্যবহারকারীদের ১ এপ্রিলের আগে মোবাইল নম্বর আপডেট করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। না হলে ইউপিআই অ্যাক্সেস ব্লক হয়ে যেতে পারে।

1010

পেনশন নিয়ম বদল

১ এপ্রিল থেকে পেনশন নিয়ম বদল হচ্ছে। ২৫ বছরের বেশি সময় ধরে চাকরি করা কর্মীরা গত ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

click me!

Recommended Stories