TDS থেকে পেনশন- ১ এপ্রিল থেকে বদল হচ্ছে এই ৯টি নিয়ম, না জানলে পড়বেন বিপদে, খোয়া যাবে মোটা টাকা
আয়কর, UPI, প্যান-আধার লিঙ্ক, মিউচুয়াল ফান্ড KYC সহ একাধিক ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৫ থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। জেনে নিন এই পরিবর্তনগুলি আপনার জন্য কী প্রভাব ফেলবে।
১ এপ্রিল ২০২৫ থেকে মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট KYC করা হবে। এর অধীনে সমস্ত মনোনীত বিবরণ যাচাই করা হবে।
510
ব্যাঙ্ক অ্যাকাউন্টে রক্ষণাবেক্ষণের খরচ
১ এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে কড়া হচ্ছে ব্যাঙ্ক। এবার থেকে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক না। না হলে শাস্তি পেতে পারেন।
610
চেক ক্লিয়ারেন্সে নয়া নিমম
১ এপ্রিল থেকে চেক ক্লিয়ারেন্সে নয়া নিমম জারি হবে। নিরাপত্তা জোরদার করতে ৫০ হাজারের বেশি টাকার চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে চেকের নম্বর, তারিখ, পরিমাণ ও প্রাপকের নাম সহ অন্যান্য তথ্য ইলেকট্রনিকভাবে শেয়ার করতে হবে।
710
ঋণ
১ এপ্রিল থেকে ঋণের নিয়মে এসেছে বদল। প্রধান শহরে ৫০ লক্ষ টাকা পর্যন্ত, মাঝারি আকারের শহরে ৪৫ লক্ষ এবং ছোট শহরে ৩৫ লক্ষ টাকা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং-র আওতায় ঋণ পেতে পারেন।
810
TDS থ্রেশহোল্ড বৃদ্ধি
১ এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য TDS থ্রেশহোল্ড বাড়ল। প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের TDS সীমা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ।
910
মোবাইল নম্বর আপডেট
ব্যবহারকারীদের ১ এপ্রিলের আগে মোবাইল নম্বর আপডেট করতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। না হলে ইউপিআই অ্যাক্সেস ব্লক হয়ে যেতে পারে।
1010
পেনশন নিয়ম বদল
১ এপ্রিল থেকে পেনশন নিয়ম বদল হচ্ছে। ২৫ বছরের বেশি সময় ধরে চাকরি করা কর্মীরা গত ১২ মাসের গড় মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।