Mutual Fund: লাফিয়ে লাফিয়ে উঠছে গ্রাফ! গত এক বছরে ৪৬% রিটার্ন? চমক দেখাচ্ছে এই ফান্ডটি

Published : Dec 15, 2024, 05:51 PM IST
Mutual Fund SIP

সংক্ষিপ্ত

প্রচুর মানুষ আজকাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। 

আর সেটি হল টাটার একটি ব্র্যান্ড। ভারতীয় শিল্পজগতে অন্যতম একটি নাম হল টাটা গোষ্ঠী। বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই সংস্থা। সেই ১৯৯৪ সাল থেকেই মিউচুয়াল ফান্ডের ব্যবসায় নেমে গেছে টাটারা। আর তিন দশকে টাটা অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড একাধিক মিউচুয়াল ফান্ড একের পর এক বাজারে নিয়ে এসেছে।

প্রচুর মানুষ সেই সব ফান্ডে বিনিয়োগ করে মোটা অঙ্কের টাকা ঘরে তুলেছেন। এইরকমই টাটাদের একটি ফান্ডের বিষয়ে জেনে রাখা জরুরি। যে ফান্ডটি গত ৬ মাসে রিটার্ন দিয়েছে প্রায় ৩৬% এবং গত এক বছরে রিটার্ন দিয়েছে প্রায় ৪৬%।

আজ থেকে প্রায় ৯ বছর আগে, সেই ২০১৫ সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড - ডিরেক্ট প্ল্যান। তখন এই ফান্ড গড়ার উদ্দেশ্যই ছিল ইক্যুইটিতে বহুল পরিমাণে বিনিয়োগ। সেইমতো, ভারত এবং বিদেশের একাধিক তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারে বিনিয়োগ করতে শুরু করে টাটার এই ফান্ড।

যার মধ্যে রয়েছে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রো, এইচসিএল টেকনোলজির মতো একাধিক সংস্থা। গত এক বছরে এই ফান্ডের রিটার্ন প্রায় ৪৮ শতাংশেরও বেশি। আর গত পাঁচ বছরে বার্ষিক প্রায় ৩৩ শতাংশ রিটার্ন পাওয়া গেছে এই ফান্ডটি থেকে।

এই ফান্ডের শুরুর সময় থেকে যদি কেউ প্রতি মাসে ৯ হাজার টাকার এসআইপি করে থাকেন, তাহলে গত ৯ বছরে তিনি জমা দিয়েছেন প্রায় ৯ লক্ষ ৭২ হাজার টাকা। আর তার থেকে বর্তমানে রিটার্ন পাচ্ছেন প্রায় ৩৫ লক্ষ টাকা। অর্থাৎ, জমা দেওয়া টাকার সাড়ে তিন গুণেরও বেশি রিটার্ন দিচ্ছে এই ফান্ডটি।

তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাঁজারগত ঝুঁকি সাপেক্ষ একটি বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Post Office MIS Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে মিলবে ৫৫০০ টাকা?
Share Market News: বুধবার সকালে কী অবস্থা শেয়ার বাজারের? দেখে নিন একঝলকে