অবসরের সময় এই স্কিম থেকে মিলতে পারে ১০ কোটি টাকা! এও কি সম্ভব? এখনই জানুন

অনেকেই একটু তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চান। 

এক্ষেত্রে অন্যতম একটি বিকল্প হতে পারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। মাত্র ৩০ বছরে পা দিয়েই এই প্রকল্পে বিনিয়োগ করলে অবসরের সময় ১০ কোটি টাকা পর্যন্ত হাতে পেতে পারেন একজন গ্রাহক। তবে সেক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ লগ্নি করতে হবে এই স্কিমে।

আর্থিক বিশ্লেষকদের একাংশের মতে, ৩০ বছর বয়স হল এসআইপি শুরু করার আদর্শ সময়। এতে গ্রাহক যখন ৬০ বছর বয়সে পৌঁছবেন, তখন ভালো রিটার্ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Latest Videos

তবে এসআইপি থেকে অবসরের সময় ১০ কোটি টাকা পেতে হলে প্রতি মাসে অন্তত ২৮,৩৫০ টাকা করে লগ্নি করতে হবে। এতে বছরে ১২ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন একজন গ্রাহক। তবে ৬০ বছর পর্যন্ত, প্রতি মাসে প্রায় ২৯ হাজার টাকা করে বিনিয়োগ করতে থাকলে মোট লগ্নির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ২ লক্ষ ৬ হাজার টাকা।

সেক্ষেত্রে বার্ষিক ১২ শতাংশ হারে মেয়াদ শেষে মোট সুদের পরিমাণ দাঁড়াবে ৮ কোটি ৯৮ লক্ষ ৬৭ হাজার ৫৫ টাকা। ফলে, সুদেমূলে গ্রাহক মোট ১০ কোটি ৭৩ হাজার ৫৫ টাকা ফেরত পেতে পারেন। উল্লেখ্য, বার্ষিক ১২% হারে সুদ পেলে তবেই এই বিপুল টাকা হাতে পাবেন একজন বিনিয়োগকারী। তবে সুদের হার ১০ শতাংশে নেমে গেলে প্রাপ্ত অর্থের পরিমাণ অনেকটাই কমে যাবে।

অন্যদিকে, আবার বাজার ঊর্ধ্বমুখী হলে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন একজন গ্রাহক। তখন আবার মূলধনের উপর সুদের পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News