Budget 2024 Key Points: আয়কর ছাড় থেকে যুবদের কর্মসংস্থান, এবারের বাজেটে নজর দিন এই ১০টি পয়েন্টে

Published : Jul 23, 2024, 01:31 PM ISTUpdated : Jul 23, 2024, 01:47 PM IST
Budget

সংক্ষিপ্ত

মোদী সরকারের এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বাজেটে যুবদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন।

মঙ্গলবার লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সপ্তম বাজেট এবং মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।

বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ নজর দেওয়া হয়েছে

মোদী সরকারের এই বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বাজেটে যুবদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন। দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্পের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সাদা শাড়ি পরে লোকসভায় পৌঁছানো অর্থমন্ত্রী ১১টায় বাজেট বক্তৃতা শুরু করেন।

মোদী ৩.০-এর প্রথম বাজেটের হাইলাইটস:

১. ২ লক্ষ কোটি টাকার বিধান সহ যুবকদের জন্য ৫ প্রকল্প। ৫ কোটির বেশি যুবক উপকৃত হবে। কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার জন্য ৩টি প্রকল্প।

২. কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকার বিধান। ডিজিটাল পাবলিক অবকাঠামোর মাধ্যমে কৃষক ও তাদের জমি উপকৃত হবে। ৬ কোটি কৃষক কৃষক ও জমি রেজিস্ট্রির আওতায় আসবে।

৩. পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি উন্নত ভারতের ইঞ্জিনে পরিণত হবে। বিহার পেয়েছে ৩টি এক্সপ্রেসওয়ে। ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা তৈরি করা হবে। গয়াতে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব।

৪. উৎপাদন খাতে কর্মসংস্থান সৃষ্টি। প্রথমবারের মতো কর্মীরা EPFO-তে তাদের অবদান অনুযায়ী প্রণোদনা পাবেন। উপকৃত হবে ৩০ লাখ যুবক।

৫. প্রতিটি নতুন কর্মচারীর জন্য, কোম্পানিগুলি ২ বছরের জন্য প্রতি মাসে ৩-৩ হাজার টাকা রিইম্বারসমেন্ট পাবে। এতে উপকৃত হবেন ৫০ লাখ মানুষ।

৬. যারা আনুষ্ঠানিক সেক্টরে কর্মীবাহিনীতে যোগ দিচ্ছেন তাদের সরাসরি সুবিধা স্থানান্তরের অধীনে ১৫ হাজার টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা এর জন্য যোগ্য হবেন। ২ লাখের বেশি যুবক এতে উপকৃত হবে

৭. কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা। পরিবর্তিত আবহাওয়া অনুযায়ী ফসলের বিকাশ ঘটবে।

৮. মুদ্রা ঋণ সীমা বৃদ্ধি. এখন এই প্রকল্পের অধীনে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

৯. গ্রামীণ উন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকার বিধান।

১০, অর্থমন্ত্রী ১২টি শিল্প পার্ক ঘোষণা করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন