ভুয়ো শিক্ষক, ভুয়ো চিকিৎসক, ভুয়ো আইনজীবী-র পর এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়। শিক্ষা নিয়ে ব্যবসা চলছে বহুদিন ধরেই। এবার প্রকাশ্যে এল তারই এক নতুন ঝলক। দেশের ২১ টি নকল বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করল UGC। তালিকায় বাংলার বিশ্ববিদ্যালয়ও আছে। তাও একটি নয় দুটি। এমনই এক লিস্ট প্রকাশ্যে আনল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন।
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রকাশ করা লিস্টে আছে ২১টি নকল বিশ্ববিদ্যালয়। তার মধ্যে আছে দিল্লির আটটি বিশ্ববিদ্যালয়। অন্ধ্রপ্রদেশের ২টি, উত্তর প্রদেশের ৪টে, কেরালার ২টি, পশ্চিমবঙ্গের ২টি, মহারাষ্ট্রের ১টি, কর্ণাটকের একটি, পদুচ্চেরীর একটি বিশ্ববিদ্যালয়। দেখে নিন তালিকা।
১. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস, দিল্লি।
২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি।
৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি।
৪. ভোকেশনার ইউনিভার্সিটি, দিল্লি।
৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইনস্টিটিউট, দিল্লি।
৬. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দিল্লি।
৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফোর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি।
৮. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি।
৯. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ।
১০. বাইবেল ওপেন ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ।
১১. গান্ধী হিন্দু বিদ্যাপীঠ, উত্তরপ্রদেশ।
১২. নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ।
১৩. ভারতীয় শিক্ষা পরিষদ, উত্তরপ্রদেশ।
১৪. মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ।
১৫. সেন্ট জোনস ইউনিভার্সিটি, কেরালা।
১৬. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন, কেরালা।
১৭. ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা।
১৮. ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন এবং রিসার্চ, কলকাতা ঠাকুরপুকুর।
১৯. রাজা আরবি ইউনিভার্সিটি, মহারাষ্ট্র।
২০. বদগনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কর্ণাটক।
২১. শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, পদুচ্চেরী।
এই তালিকায় স্থান পেয়েছে দুটি বাংলার ইউনিভার্সিটি। ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা এবং ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন এবং রিসার্চ, কলকাতা ঠাকুরপুকুর-এ রয়েছে এই ২১টি নকল বিশ্ববিদ্যালয়ের তালিকায়। তাই সময় থাকতে সতর্ক হন।