India's Covid-19 Tally: দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল ইতিবাচকতার হার, ২৪ ঘন্টায় মৃত ৪৩৯


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) বুলেটিন অনুযায়ী, রবিবারের তুলনায় ৮ শতাংশ কমল ভারতের দৈনিক নতুন কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ। তবে, ইতিবাচকতার হার (Positivity Rate) আরও বেড়েছে। 

অনেকটাই কমল ভারতের দৈনিক নতুন কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের সংখ্য়া। সোমবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) বুলেটিন অনুযায়ী, রবিবারের তুলনায় ৮ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। তবে এই নিয়ে টানা পঞ্চম দিনে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের বেশিই রয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে মোট ৩.০৬ লক্ষ (৩,০৬,০৬৪) নতুন করোনা আক্রান্তকে সনাক্ত করা হয়েছে। ফলে, বর্তমানে ভারতের মোট কোভিড সংক্রমণের সংখ্যা ৩.৯৫ কোটিতে পৌঁছে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) পর, ভারতই এখন  বিশ্বের মধ্যে কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দ্বিতীয় দেশ।

দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, ভারতে করোনাভাইরাস মহামারির তৃতীয় তরঙ্গের (COVID-19 Third Wave) প্রভাব কিন্তু কমেনি। মহামারি কী অবস্থার আছে, তা বোঝা যায় দৈনিক ইতিবাচকতার হার (Positivity Rate) দিয়ে। অর্থাৎ, করোনাভাইরাস পরীক্ষার কত শতাংশ ইতিবাচক হচ্ছে। ভারতের দৈনিক ইতিবাচকতার হার ১৭.৭৮ শতাংশ থেকে বেড়ে ২০.৭৫ শতাংশ হয়েছে। সাপ্তাহিক ইতিবাচকতার হার রয়েছে ১৭.০৩ শতাংশে। অন্যদিকে দেশের সক্রিয় কেস, অর্থাৎ, চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে, ২২,৪৯,৩৩৫, যা মোট সংক্রমণের ৫.৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২,৪৩,৪৯৫ জন। জাতীয় সুস্থতার হার ৯৩.০৭ শতাংশে নেমে এসেছে। 

Latest Videos

আরও পড়ুন - Anti-vax Czech Singer Dies: স্বেচ্ছায় সংক্রামিত হয়েছিলেন, কোভিড-১৯'এ মৃত্যু টিকা-বিরোধী গায়িকার

আরও পড়ুন - WHO on Omicron: শীঘ্রই বিশ্বব্যাপী ডেল্টার জায়গা নেবে ওমিক্রন, চাপ বাড়ছে চিকিৎসা ক্ষেত্রে

আরও পড়ুন - COVID-19 Third Wave: ভারতে তৃতীয় তরঙ্গ, কতটা আতঙ্কের - কী বলছেন কোভিড টাস্ক ফোর্সের প্রধান

স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা জনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। কোভিড মহামারির বর্তমান তরঙ্গের সময় মৃত রোগীদের ৬০ শতাংশই, হয় টিকার (Coronavirus Vaccine) আংশিক ডোজ নিয়েছিলেন, অথবা কোনও ডোজই নেননি। তবে, এরমধ্যেই ভারতের কোভিড টিকাকরণের আরও এক মাইলফলক অতিক্রম করল। রবিবার পর্যন্ত দেশে ১৬২.২৬ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কমপক্ষে ৭২ শতাংশ সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। আর ১৫-১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের প্রায় ৫২ শতাংশ কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছে। 

মহারাষ্ট্র থেকে এদিন ৪০,৮০৫ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৪৪ জনের। মুম্বই শহর থেকেই ২,৫৫০ টি নতুন কোভিড কেসের খবর দেওয়া হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বেড়েছে  ৯,১৯৭ জন, রবিবারের থেকে ১৯ শতাংশ কম। দক্ষিণের কর্ণাটকে গত ২৪ ঘন্টায় ৫০,২১০ টি কোভিড কেস রিপোর্ট করা হয়েছে। তামিলনাড়ুতে সামান্য কমে, দৈনিক কোভিড সংক্রমণ দাঁড়িয়েছে ৩০,৫৮০ তে। 

অন্যদিকে, সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে কমপক্ষে ৫৫,৭২,২২৪ জনের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি মৃত্যু ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ৮,৬০,২৪৮ জনের। তারপর রয়েছে যথাক্রমে ব্রাজিল (৬,২২,২০৫), ভারত (৪,৮৯,৮৪৮) এবং রাশিয়া (৩,২৪,৭৫২)।
 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল