Asianet News Bangla | Published : Apr 10, 2020 2:33 AM IST / Updated: Apr 10 2020, 10:24 PM IST

করোনাভাইরাস LIVE, ১০০০-এ মুম্বই, বিশ্বে মৃত্যু ছাড়ালো ১ লক্ষ

সংক্ষিপ্ত

বিশ্বে এবার ১৬ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রমণের ঘটনা। মৃতের সংখ্যা ৯৫ হাজারের বেশি। তবে আশার খবর এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজারেরও বেশি মানুষ। এদিকে ভারতে করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৬ হাজারের গণ্ডি। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল দুশোর সীমা। এর মধ্যেই নিজেদের রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করে দিল ওড়িশা সরকার। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

10:06 PM (IST) Apr 10

দিল্লিতে ২৪ ঘন্টায় বাড়ল ১৮৩

গত ২৪ ঘন্টায় দিল্লিতে মোট ১৮৩ টি নতুন করোনভাইরাস মামলার সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ১৫৪ জনই নিজামউদ্দিন মার্কাজে তাবলিগি জামাতের সমাবেশে ছিলেন।

10:03 PM (IST) Apr 10

১০০০-এর গণ্ডি ছাড়িয়ে গেল মুম্বই

মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগী সংখ্যা গত ২৪ ঘন্টায় ২১০ জন বেড়েছে। সবমিলিয়ে সুক্রবার রাত পর্যন্ত এই রাজ্যে মোট ১,৫৭৪ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা ১৩টি বেড়ে ১১০-এ পৌঁছেছে। শুধু মুম্বই শহরেই ১,০০৮ আক্রান্ত এবং ৬৪ জনে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

10:00 PM (IST) Apr 10

বিশ্বে ১ লক্ষ ছাড়ালো মৃতের সংখ্যা

করোনাভাইরাস মহামারীজনিত কারণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। এখন বিশ্বব্যপী এই রোগে মৃতের সংখ্যা ১,০০,০৯০। আর বিশ্বে আক্রান্তের সংখ্যা ১,৬৩৮,২১৬টি। তবে ৩,৬৯,০১৭ জন রোগী সুস্থও হয়ে গিয়েছেন।

07:24 PM (IST) Apr 10

মাস্ক বাধ্যতামূলক গুঁড়গাও-এ

দিল্লি ও মুম্বইয়ের পরে শুক্রবার গুড়গাঁও-তেও বাড়ি থেকে বেরোলে সুরক্ষামূলক মাস্ক পরা বাধ্যতামূলক করা হল।

06:14 PM (IST) Apr 10

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯৬, মৃত ৩৭

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৯৬ জন, আর মৃত্যুি হয়েছে ৩৭ জনের। সব মিলিয়ে ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬,৭৬১ জনের, মৃত্যু হয়েছে ২০৬ জনের।

05:10 PM (IST) Apr 10

দ্বিতীয় ডাক্তারের মৃত্যু

ফের মদ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হল এক করোনাভাইরাস আক্রান্ত ডাক্তারের। এই নিয়ে ভারতে দ্বিতীয় ডাক্তারের এই রোগে মৃত্যু হল। দুটি ঘটনাই ইন্দোরের।

05:09 PM (IST) Apr 10

পঞ্জাবে বাড়ল লকডাউন

ওড়িশার পর পঞ্জাব,  করোনাভাইরাসের জেরে লকডাউন-এর সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত

04:02 PM (IST) Apr 10

নিউইয়র্কে এবার খোড়া হচ্ছে গণকবর

নিউইয়র্ক শহরে মৃত্যু মিছিল অব্যাহত, পরিস্থিতি সামাল দিতে গণকবর খোড়া হচ্ছে, শহরের হার্ট আইল্যান্ডে দেহগুলি সমাহিত করার উদ্যোগ, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই গণকবরের ভিডিও।

 

01:33 PM (IST) Apr 10

হাসপাতালের কোয়ারেন্টাইনে-ই নার্স ও চিকিৎসকরা

চেন্নাইয়ের কিলপাউক মেডিক্যাল কলেজে কোভিড ১৯-এর চিকিৎসা পরিষেবায় ব্রত  চিকিৎসক ও নার্সরা হাসপাতালের কোয়ারেন্টাইনে-ই থাকছেন যাতে তাঁদের শরীর থেকে পরিবার বা বাইরের কোনও লোকের মধ্যে ভাইরাস সংক্রমণ না ঘটে। 
 

12:36 PM (IST) Apr 10

ছুটিতে পাঠান হল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের আমলাকে

লকডাউন বিধি ভেঙে সফর ২ কোটিপতি ব্যবসায়ীর, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন তাঁরা, সঙ্গে ছিল মহারাষ্ট্র সরকারের আধিকারিকের ছাড়পত্র, কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে সকলকে।আর এই কাজে মদত দেওয়ার শাস্তি স্বরূপ এক পুলিশ কর্তাকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। ওই বিত্তশালী পরিবারকে এই সফরের জন্য ছাড়পত্র দিয়েছিলেন খোদ এক আইপিএস আধিকারিক। মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব (বিশেষ) অমিতাভ গুপ্ত এই সফরকে নিজের চিঠিতে "পারিবারিক সংকট" বলে উল্লেখ করেছিলেন।

12:22 PM (IST) Apr 10

ছুটিতে পাঠান হল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের আমলাকে

লকডাউন বিধি ভেঙে সফর ২ কোটিপতি ব্যবসায়ীর, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন তাঁরা, সঙ্গে ছিল মহারাষ্ট্র সরকারের আধিকারিকের ছাড়পত্র, কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে সকলকে।আর এই কাজে মদত দেওয়ার শাস্তি স্বরূপ এক পুলিশ কর্তাকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। ওই বিত্তশালী পরিবারকে এই সফরের জন্য ছাড়পত্র দিয়েছিলেন খোদ এক আইপিএস আধিকারিক। মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব (বিশেষ) অমিতাভ গুপ্ত এই সফরকে নিজের চিঠিতে "পারিবারিক সংকট" বলে উল্লেখ করেছিলেন।

12:21 PM (IST) Apr 10

ছুটিতে পাঠান হল মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের আমলাকে

লকডাউন বিধি ভেঙে সফর ২ কোটিপতি ব্যবসায়ীর, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছিলেন তাঁরা, সঙ্গে ছিল মহারাষ্ট্র সরকারের আধিকারিকের ছাড়পত্র, কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে সকলকে।আর এই কাজে মদত দেওয়ার শাস্তি স্বরূপ এক পুলিশ কর্তাকে অনির্দিষ্ট কালের ছুটিতে পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। ওই বিত্তশালী পরিবারকে এই সফরের জন্য ছাড়পত্র দিয়েছিলেন খোদ এক আইপিএস আধিকারিক। মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব (বিশেষ) অমিতাভ গুপ্ত এই সফরকে নিজের চিঠিতে "পারিবারিক সংকট" বলে উল্লেখ করেছিলেন।

10:36 AM (IST) Apr 10

ধারাভিতে করোনা আক্রান্ত আরও ৫

মুম্বইয়ের ধারাভি এলাকায় নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন ৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২।

 

10:16 AM (IST) Apr 10

লকডাউন উঠতেই বিয়ের ধুম

চিনের উহানে ৭৬ দিনের লকডাউন উঠতেই বিয়ের ধুম।  বিয়ের রেজিস্ট্রেশনের সংখ্যা ৩০০ গুণ বাড়ল।

09:56 AM (IST) Apr 10

মৃত্যু বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে

স্পেনকেও টপকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১৬ হাজার। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও বেশি

09:13 AM (IST) Apr 10

দিল্লিতে চলছে ড্রোনের তল্লাশি

করোনা সংক্রমণ মোকাবিলায় দিল্লি পুলিশ ড্রোন দিয়ে চালাচ্ছে তল্লাশি।

 

08:52 AM (IST) Apr 10

রাজ্যেই তৈরি হবে এবার করোনার ওষুধ

রাজ্যেই  তৈরি হবে এবার করোনার ওষুধ।করোনা রুখতে 'বেঙ্গল কেমিক্যাল'কে হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। জানা গিয়েছে, মাসে দেড় কোটি ওষুধ তৈরি করতে পারবে 'বেঙ্গল কেমিক্যাল'।  

08:27 AM (IST) Apr 10

ভারতকে ধন্যবাদ নেতানিয়াহুর

ওষুধ পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 

08:25 AM (IST) Apr 10

ইতালিতে লকডাউনের সময় বাড়ল

আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে ইতালিতে।

08:24 AM (IST) Apr 10

ভারতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৬,৭২৫। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৬ জন।

 

08:22 AM (IST) Apr 10

মৃত্যু মিছিল অব্যাহত আমেরিকায়

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৭৮৩ জনের। 

 

08:21 AM (IST) Apr 10

পুরোপুরি বন্ধ বাঙালি বাজার

করোনা প্রবণ এলাকায় হওয়ায় দিল্লির বাঙালি বাজার  এলাকা সিল করে দেওয়া হয়েছে। পুরোপুরি বন্ধ দোকাটপাট। 

 

08:19 AM (IST) Apr 10

সাফাইকর্মীদের সংবর্ধনা

হরিয়ানার আম্বালায় সাফাইকর্মীদের সংবর্ধনা দিলেন স্থানীয় বাসিন্দারা।

 

08:18 AM (IST) Apr 10

সংশোধনাগারে লকডাউনের নোটিস

মহারাষ্ট্র ও পুনের ৫টি জেলে সম্পূর্ণ লকডাউনের নোটিস দিল মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রক। 

 

08:17 AM (IST) Apr 10

উত্তর-পূর্ব ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

উত্তর-পূর্ব ভারতে কোভিড ১৯ রোগের শিকার হয়ে প্রথম মৃত্যু। অসমে মারা গেলেন ৬৫ বছরের এক ব্যক্তি। 

 

 

08:12 AM (IST) Apr 10

করোনা মুক্ত ৩ লক্ষের বেশি

গোটা বিশ্বে করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষ।

 

08:11 AM (IST) Apr 10

মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল

 

বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ১৬ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ৯৫ হাজার ৭২২।