Asianet News Bangla | Published : Apr 7, 2020 2:32 AM IST / Updated: Apr 07 2020, 09:52 PM IST

করোনাভাইরাস LIVE, মহারাষ্ট্রে ১০০০ ছাড়ালো রোগীর সংখ্যা, আতঙ্ক মাতশ্রী-তেও

সংক্ষিপ্ত

করোনা পরিস্থিতির কোনও পরিবর্তন হল না গোটা দুনিয়ায়। বিশ্বে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ লক্ষের কাছাকাছি। আর মৃতের সংখ্যা বেড়ে পৌঁছে গেল ৭৫ হাজারে। বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদেশে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪,৭৫৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২। এদিকে ব্রিটেনবাসীর আশঙ্কা বাড়িয়ে হাসপাতালের আইসিইউতে পাঠানে হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

09:51 PM (IST) Apr 07

মাতশ্রী-তে করোনাতঙ্ক

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন মাতশ্রী থেকে ৫০ মিটার দূরে দোকান দেওয়া এক চা বিক্রেতার করোনাভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক আসার পরই ওই এলাকায় ছড়ালো তীব্র আতঙ্ক। মাতশ্রী-র সুরক্ষায় মোতায়েন থাকা প্রায় ১৭০ জন পুলিশ ও এসআরপিএফ সদস্যকে সরিয়ে দেওয়া হল। পুরো এলাকা সিল করে স্যানিটাইজ করার কাজ চলছে।

 

09:49 PM (IST) Apr 07

মহারাষ্ট্রে ১০০০

মঙ্গলবার, মহারাষ্ট্রে আরও ১৫০ জন নতুন কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এরমধ্যে শুধু মুম্বই শহর থেকেই আছেন ১০০ জন। সসব মিলিয়ে এই রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১,০১0 হয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। মুম্বই শহরে এদিন পাঁচজনের কোভিড-১৯ রোগীর মৃত্যু-ও হয়েছে, এতে করে শুধু মুম্বইতেই মৃত্যু হল ৪০ জনের।

08:52 PM (IST) Apr 07

পরিবারসহ করোনায় আক্রান্ত পুরব কোহলি

রক অন ছবির অভিনেতা পুরব কোহলি আক্রান্ত হলেন করোনায়। অভিনেতার পাশাপাশি তাঁর গোটা পরিবারও সংক্রমক হয়েছেন ভাইরাসে। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। 

07:51 PM (IST) Apr 07

৬৯ জন কোভিড-১৯ রোগীর ৬৩ জনই তাবলিগি

মঙ্গলবার তামিলনাড়ু-তে ৬৯ জন নতুন কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে। এর মধ্যে ৬৩ জনই দিল্লিতে তাবলিগি জামাত-এর জমায়েত উপলক্ষ্যে  দিল্লি গিয়েছিলেন। এই রাজ্যে এদিনের পর মোট আক্রান্তের সংখ্যা ৬৯০, এরমধ্যে ১৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

07:47 PM (IST) Apr 07

গগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫০৮, মৃত ১৩

গত ২৪ ঘন্টায় ভারতে ৫০৮ জন নতুন করোনাভাইরাস রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। মঙ্গলবার সরকার জানিয়েছে এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৭৮৯, আর মৃত্যু হয়েছে ১২৪-জনের।। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস-জনিত কারণে মৃত্যু হয়েছে ১৩ জনের।

06:08 PM (IST) Apr 07

শ্রীলঙ্কায় ওষুধ পাঠাল ভারত

শ্রীলঙ্কায় করোনা আক্রান্তদের জন্য ওষুধ পাঠাল ভারত। 

 

03:35 PM (IST) Apr 07

করোনাকে জয় বৃদ্ধে

করোনাকে জয় করেল সুস্থ হলেন ৮২ বছরের বৃদ্ধ।

 

03:33 PM (IST) Apr 07

করোনা মোকাবিলায় জরুরী অবস্থা

জাপানে করোনা মোকাবিলায় জারি করা হল জরুরী অবস্থা।

 

02:30 PM (IST) Apr 07

৬২ শতাংশ করোনা রোগীই বিশ্বের মাত্র ৫টি

বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় পৌঁছে গেছে ১৪ লক্ষে। কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর মাত্র ৫টি দেশেই রয়েছে মোট আক্রান্তের ৬২ শতাংশ।  জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে এগিয়েছে রয়েছে আমেরিকা। আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি। এর পরেই রয়েছে স্পেন, ইতালি, এবং জার্মানি। প্রতিটি দেশেই আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। অন্যদিকে ফ্রান্সেও কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় পৌঁছে গেছে এক লক্ষের দোড়গোড়ায়। 

10:30 AM (IST) Apr 07

করোনা নিয়ে রাজনাথের বৈঠক

মন্ত্রিগোষ্ঠীক সঙ্গে করোনা নিয়ে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

09:20 AM (IST) Apr 07

মোদীকে হুমকি ট্রাম্পের

বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ আমেরিকায়, আক্রান্তদের চিকিৎসা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধে, ভারতের কাছে ওষুধ ভিক্ষে চাইলেন ট্রাম্প, মোদী ওষুধ না পাঠালে ফল চরণ পরিণতির হুঁশিয়ারি।

 

08:24 AM (IST) Apr 07

ওষুধ রফতানির সিদ্ধান্ত

২৪ টি ওষুধ রফতানির সিদ্ধান্ত নিল ভারত।

 

08:22 AM (IST) Apr 07

বরিসের আরোগ্য কামনায় মোদী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে ট্যুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী।

 

08:21 AM (IST) Apr 07

১০ হাজার ছাড়াল আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।

 

08:19 AM (IST) Apr 07

সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের ঘটনা ৮৬৮। মৃতের সংখ্যা ৪৫। 

 

08:18 AM (IST) Apr 07

সবচেয়ে বিপদে বয়স্করাই

এদেশে করোনা সংক্রমণে মৃতের ৬৩ শতাংশ ৬০ বছরের উর্দ্ধে। দেখা যাচ্ছে পরিসংখ্যানে।

 

08:14 AM (IST) Apr 07

আমেরিকায় মৃত্যুমিছিল অব্যাহত

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,১৫০ জনের। জানাল জন হপকিনস বিশ্ববিদ্যালয়। 

 

08:11 AM (IST) Apr 07

চিনে ফের মৃত্যু

চিনে করোনা সংক্রমণে ফের নতুন করে  মৃত্যুর খবর পাওয়া গেল।

 

08:09 AM (IST) Apr 07

বরিসের আরোগ্য কামনায় ট্রাম্প

ব্রিটিশ  প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। আরোগ্য কামনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

08:08 AM (IST) Apr 07

ইনটেনসিভ কেয়ারে বরিস জনজন

অবস্থার অবনতি হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাসপাতালের আইসিইউতে পাঠাতে হয়েছে।

08:07 AM (IST) Apr 07

এখনও উর্দ্ধমুখী গ্রাফ

বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ১৩ লক্ষ ৪৬ হাজার ৫৬৬ জন। মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৬৯৭ জনের।