Corona Cases In Bengal: রাজ্যে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৩ হাজার ৮০৫। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন। 

কয়েকদিন আগেও রাজ্যে হু হু করে বাড়ছিল করোনার দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। ছাড়িয়ে গিয়েছিল ২৪ হাজারের গণ্ডি। তবে এই মুহূর্তে রাজ্যে করোনার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী রয়েছে। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের নিচে রয়েছে। আর তার মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায়। শুধু কলকাতাতেই সংক্রমণ সাড়ে চারশোর উপরে রয়েছে। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বেশি রয়েছে দুই ২৪ পরগনা, দার্জিলিং (Darjeeling), নদিয়া (Nadia) ও হুগলিতে (Hooghly)। 

শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৩ হাজার ৮০৫। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশ। 

Latest Videos

আরও পড়ুন- বর্ধমান মেডিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত্যু কোভিড রোগীর

দৈনিক সংক্রমিতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গতকালের থেকে মৃতের সংখ্যা কিছুটা বেশি রয়েছে। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৮৮ জন। রাজ্যে সুস্থতার হার আরও অনেকটাই বেড়ে গিয়েছে। শুক্রবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৬.৬৭ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০৬ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩৭ হাজার ৯১৮।

আরও পড়ুন, Post Poll Violence: 'ভোট পরবর্তী হিংসায় আদালতের বিচারে ভয় পেয়েছে তৃণমূল', তোপ প্রিয়াঙ্কার

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পংয়ে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ১১৯, কোচবিহারে ১৩৫, দার্জিলিংয়ে ৩১৩, জলপাইগুড়িতে ১৫৩, উত্তর দিনাজপুরে ৭৮, দক্ষিণ দিনাজপুরে ৮১ ও মালদহে ১২৫।

রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে দার্জিলিং। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৩ জন। এছাড়া নদিয়ায় আক্রান্ত ২০৭ জন ও হুগলিতে আক্রান্তের সংখ্যা ১৫৫। 

আরও পড়ুন- করোনার টিকা নেওয়া যাবে নাক দিয়ে, পরীক্ষার অনুমতি পেল Bharat Biotech

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ঝাড়গ্রামে। ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩টি জেলার বাসিন্দার। তার মধ্যে কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ২ জন, উত্তর দিনাজপুরে ২ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ১ জন, বীরভূমে ১ জন, পূর্ব মেদিনীপুরে ২ জুন, পশ্চিম বর্ধমানে ১ জন, হাওড়ায় ২ জন, হুগলিতে ৪ জন, উত্তর ২৪ পরগনায় ১০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন ও কলকাতায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today