Mangalahat Closed: সুপার স্প্রেডার হওয়া থেকে আটকাতে বন্ধ করা হল হাওড়ার মঙ্গলাহাট

মঙ্গলাহাট কোভিড সুপারস্প্রেডার হওয়ার আগেই এই হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। চলতি সপ্তাহে খোলা থাকলেও আগামী রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি থেকে বন্ধ থাকবে হাওড়ার শতাব্দী প্রাচীন এই হাট। 

এশিয়ার (Asia) সবকটি বড় হাটের মধ্যে মঙ্গলাহাট (Manglahat) অন্যতম। প্রতি সপ্তাহের সোম (Monday) ও মঙ্গলবার (Tuesday) হাওড়া থানা (Howrah Police Station) এলাকার সামনে বসে এই হাট। এই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হন। কিন্তু সামান্য অসতর্কতা থাকলে এই হাট কোভিড ও ওমিক্রনের সুপারস্প্রেডার হয়ে উঠতে পারে। তাই রাজ্যে সদ্য লাগু হওয়া বিশেষ কোভিড বিধির পরেই জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। বিনা মাস্কে যাতে কেউ বাজারে ও রাস্তায় ঘুরে না বেড়ায় তার জন্য সতর্ক নজরদারি রেখেছে হাওড়া থানা। 

কিন্তু কোনোভাবেই সংক্রমনকে বাগে আনা সম্ভব হচ্ছে না। তাই মঙ্গলাহাট কোভিড সুপারস্প্রেডার হওয়ার আগেই এই হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। চলতি সপ্তাহে খোলা থাকলেও আগামী রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি থেকে বন্ধ থাকবে হাওড়ার শতাব্দী প্রাচীন এই হাট। সূত্রের খবর হাওড়া জেলা প্রশাসন বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাওড়ার জেলাশাসক, হাওড়া সিটি পুলিশ কমিশনার ও পৌরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের যৌথ ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই জানা গেছে। 

Latest Videos

পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে হাট বন্ধের মেয়াদ নির্ধারণ করা হবে। এই প্রসঙ্গে হাওড়া পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান তার সঙ্গে জেলা শাসক ও হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে। সকলের সম্মতি অনুযায়ী এই হাট ১৫ তারিখ অব্দি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন রাজ্য সরকার বিশেষ কোভিড বিধি নিষেধ জারি করেছে ১৫ জানুয়ারি অব্দি। সেই মতোই আগামী এক সপ্তাহ হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করা হবে। যেহেতু এই হাটের চৌহদ্দির মধ্যে হাওড়া হাসপাতাল রয়েছে, সেক্ষেত্রে এখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি। পাশাপাশি তিনি দাবি করেন এই হাটের সঙ্গে বহু মানুষের রুটি-রোজগার জড়িয়ে আছে। সেটা মাথায় রেখেই তারা পরবর্তীকালে আবার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবেন। প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলাহাট বন্ধ করার সিদ্ধান্ত হাটের ব্যবসায়ীদেরকে জানিয়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত রাজ্য সরকারের বিশেষ কোভিড বিধি নিষেধ লাগু হওয়ার পর থেকেই মঙ্গলাহাটে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে। এই অভিযানে মুখে মাস্ক না পড়ার জন্য গ্রেফতার করা হয় বহু মানুষকে। দফায় দফায় হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় হাওড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালায়। মুখে মাস্ক না পরার কারনে রাজ্যে জারি থাকা বিপর্যয় মোকাবিলা আইনে অনেক মানুষকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়েছে। 

এর পাশাপাশি শহরবাসীকে সচেতন, সতর্ক ও সুরক্ষিত থাকতে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হয়। কিন্তু কোভিডের গ্রাফ নিয়ন্ত্রণে না থাকার কারণে এই সিদ্ধান্তে উপনীত হলো জেলা প্রশাসন।

Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের