করোনা আক্রান্ত শঙ্খ ঘোষ, নিভৃতবাসে গেলেন ৯০ ছুঁই ছুঁই কবি

করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ। গত দিন দুই ধরে সামান্য জ্বর হয়েছিল তাঁর। এরপরই সতর্কতা হিসাবে কবির করোনা পরীক্ষা করানো হয়েছিল। বুধবার বিকেলে সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ অর্থাৎ ইতিবাচক এসেছে। তবে তাঁর শরীর-স্বাস্থ্যের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে। তাই হাসপাতালে নয়, আপাতত উল্টোডাঙ্গায় নিজের বাসভবনেই নিভৃতবাসে থাকছেন তিনি।

 

amartya lahiri | Published : Apr 14, 2021 3:25 PM IST / Updated: Apr 14 2021, 09:13 PM IST

কবির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে নিয়ে আশঙ্কা যাচ্ছে না। প্রথমত কবির বয়স এখন ৮৯। তার উপর একাধিক কো-মর্বিডিটি বা সহ-অসুস্থতাও রয়েছে। তাই, তাঁকে ২৪ ঘন্টাই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সেইরকম বুঝলে হাসপাতালেও দেওয়া হবে। তবে, শঙ্খ ঘোষের পরিবার সূত্রে জানা গিয়েছে, কোনওদিনই হাসপাতালে যেতে চান না তিনি। অসুস্থ হলেও বাড়িতে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি।

তবে, গত কয়েক বছর ধরেই বারবার বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন শঙ্খ ঘোষ। মাস কয়েক আগে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। করোনা মহামারির প্রথম তরঙ্গের সময়ও জ্বর ও পেটের সমস্যা দেখা দিয়েছিল। সেই সময়ও করোনা হয়েছে কবির, এমন আশঙ্কা করা হয়েছিল। তবে, সেইবার পরীক্ষার ফল নেতিবাচক এসেছিল। নিশ্চিন্ত হয়েছিলেন অনুরাগীরা। এদিন শঙ্খ ঘোষের করোনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য অনুজ কবি এবং অনুরাগীরা।

এদিকে কলকাতা-সহ রাজ্যের করোনা পরিস্থিতি দিন-দিন খারাপ হচ্ছে। ১৩ এপ্রিল মহামারির শুরুর দিন থেকে এখনও পর্যন্ত রাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগীর সংখ্যা নথিভুক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০০-এ পৌঁছেছে। চিকিৎসাধীন রোগীর চাপ দিন দিন বাড়ছে।

 

বিস্তারিত আসছে...

Share this article
click me!