আদালতের প্রধান বিচারপতি, বিচারক সহ অনেকেই করোনার আক্রান্ত হয়েছেন। যার ফলে আদালত থেকে তিনটি গেটের মধ্যে একটি গেট খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাটে (Balurghat) জেলা আদালতেও (district court) করোনার হানা। ইতিমধ্যেই জেলার প্রধান বিচারপতি করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছে। এছাড়াও বিচারক ও আইনজীবী, ল'ক্লার্ক ও মিলিয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে। যার ফলে বালুরঘাটে জেলা আদালতের তিনটি মূল গেটের মধ্যে দু'টির দ্বার বন্ধ হয়ে গেল। এছাড়াও একটি গেটের আংশিক বন্ধ থাকছে।
গত দু'দিন থেকে শুধুমাত্র একটি গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করছেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশমত জরুরি মামলাগুলির কাজেই হাত লাগানো হচ্ছে। বাকিরা অনেকেই ঘুরে যাচ্ছে বলে জেলা আদালত সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। এই আদালতে মূলত জেলার পাঁচটি থানা বালুরঘাট, কুমারগঞ্জ, হিলি, পতিরাম ও তপন থানার অন্তর্গত মামলার শুনানি হয়।
জেলা আদালত হওয়ায় প্রায় প্রত্যেক দিনই ব্যাপক ভিড় থাকে আদালত চত্বরে। মামলাকারী থেকে আইনজীবী, বিচারক থেকে সরকারি কর্মীর সংখ্যাও অনেক বেশি। ইতিমধ্যেই বালুরঘাট জেলা আদালতের একাধিক আইনজীবী, সরকারি কর্মী ও বিচারকরা করোনা আক্রান্ত হয়েছেন। করোনার প্রকোপ বাড়তেই বালুরঘাট জেলা আদালত চত্বর স্যানিটাইজেশন করেছে দমকল কর্মীরা। এবার সংক্রমণ রুখতে আদালতে প্রবেশের উপর বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
পাশাপাশি তিনটি মূল গেটের মধ্যে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, আদালতের প্রধান বিচারপতি, বিচারক সহ অনেকেই করোনার আক্রান্ত হয়েছেন। যার ফলে আদালত থেকে তিনটি গেটের মধ্যে একটি গেট খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জরুরী মামলাগুলির ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে এবিষয়ে এবিষয়ে জেলা আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি মলয় চৌধুরী বলেন, আদালতে কঠর করোনাবিধি করায় অনেক কেস ঝুলে থাকছে। যার ফলে মানুষ কাজে এসেও ঘুরে যেতে বাধ্য হচ্ছে।
তবে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত (Corona infection in West Bengal in the last 24 hours) হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। যা গতদিন ছিল ৪ হাজার ৪৯৪। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজার ২৫৪ জন। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল সংখ্যাটা ছিল ৩৬। বর্তমানে বাংলায় সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ। মৃত্যু হার ১.০৩ শতাংশ। পজিটিভিটি রেট ৭.৩২ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৪ জন।