করোনার মাঝেই খোলা টলিপাড়া, পরিস্থিতি সামাল দিতে একগুচ্ছ নয়া নির্দেশিকা

  • করোনা পরিস্থিতিতে ভয়ানক ক্ষতি 
  • একে একে অধিকাংশ সেক্টর বন্ধের মুখে
  • সিনে জগতেও বড় ধ্বস
  • করোনার মাঝেই চলছে শ্যুটিং, জারি কড়া নির্দেশিকা

Jayita Chandra | Published : May 5, 2021 4:33 AM IST

ক্রমেই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে করোনায়। একের পর এক সিনে জগতের তারকারাও হচ্ছেন আক্রান্ত। বলিউড থেকে টলিউ, উত্তর থেকে দক্ষিণী, মারণ ভাইরাসের কোপ থেকে মুক্তি মিলছে না কারুরই। এই পরিস্থিতিতে খানিক স্বাভাবিকভাবে কাজ যাতে চালিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে এখন বিভিন্ন সেক্টর। লকডাউন মানেই বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি। তাই যতটা সম্ভব সতর্কতা মেনেই চালাতে হবে কাজ। তাই টলিপাড়া জাড়ি একাধিক নির্দেশিকা। 

আরও পড়ুন- বিধায়ক হতেই রাজের সঙ্গে 'Long Drive'-এ ইউভান, 'Covid'আক্রান্ত শুভশ্রী কোথায়, প্রশ্ন নেটিজেনদের 

বর্তমানে চালু থাকবে শ্যুটিং, যতক্ষণ না পর্যন্ত কোনও সরকারী নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। 
তবে করোনার কোনও উপসর্গ দেখা দিলেই তাঁকে ইউনিটকে জানাতে হবে। বন্ধ রাখতে হবে শ্যুটিং। 
যদি কেউ এই পরিস্থিতিতে শ্যুটিং করতে না চায় তবে তাঁদের ছুটি মুকুব করতে হবে। 
আগামী সপ্তাহের সিডিউল শনিবারের মধ্যেই পৌঁছে যেতে হবে অভিনেতা-অভিনেত্রীদের কাছে। 
কোনও অস্থায়ী অভিনেতা-অভিনেত্রীদের শ্যুটিং থেকে বাদ দিয়ে দেওয়া চলবে না। 
শ্যুটিং সেটে এক সঙ্গে ৩৫ জনের বেশি থাকা যাবে না। 
প্রত্যেককে করোনা বিধি মেনে চলতে হবে। নয়তো শ্যুটিং সেটে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। 

আরও পড়ুন- বেরিয়ে রয়েছে স্তনের অর্ধেক, বুকচেরা বিকিনির 'Cleavage'-এ অন্তর্জালে আগুন জ্বালালেন ঋতাভরী 

করোনার এই কঠিন পরিস্থিতিতে লকডাউন মানেই সিনে জগতে এক বড় ধস।  ইতিমধ্যেই একাধিক ছবির মুক্তি বন্ধ। এরই মাঝে কোনও ক্রমে চলছে ধারাবিহাকের শ্যুটিং, ও বেশ কয়েকটি ছবির শ্যুটিং বিক্ষিপ্তভাবে চলছে। এই সময় তাই করোনার কোপ থেকে বাঁচতেই কড়া নিয়ম জারি। 

Share this article
click me!