কোভিড-১৯ এর বংশধর XE-তে আক্রান্ত নিয়ে ধোঁয়াশা মুম্বইতে, সংক্রমণের লক্ষ্ণণগুলি জানুন

কোভিড-১৯এ নতুন বংশধর XEতে আক্রান্তের লক্ষ্ণণগুলি অনেকটা ওমিক্রনে আক্রান্তের মত। মুম্বইয়ের ব্যক্তি কোভিড আক্রান্ত নন বলে দাবি কেন্দ্রের।

ভারতের করোনাভাইরাস ভেরিয়েন্ট এক্সই এর প্রথম কেস রিপোর্ট হয়েছে মুম্বইতে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি বিবৃতি জারি করে একথা জানিয়েছে। কাপা জিনের মাধ্যমে সংক্রমিত হওয়ার এক ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। একই সঙ্গে মুম্বই প্রশাসন জানিয়েছেন রোগীদের এখনও পর্যন্ত গুরুতর কোনও লক্ষণ দেখা যায়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থা গত সপ্তাহেই জানিয়েছিল, নতুন মিউট্যান্ট কোভিড-১৯এর যে কোনও স্ট্রেইনের চেয়ে বেশি সংক্রমণযোগ্য হতে পারে। 
তাই যথাযথ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। 


অন্যদিকে  সরকারি সূত্রের খবর আক্রান্তের নমুনার বিষয় FastQ ফাইলগুলি, যেটিকে 'XE' ভেরিয়েন্ট বলা হচ্ছে, INSACOG-এর জিনোমিক বিশেষজ্ঞরা বিশদভাবে বিশ্লেষণ করেছেন যারা অনুমান করেছেন যে এই বৈকল্পিকটির জিনোমিক গঠনটি 'XE' ভেরিয়েন্টের জিনোমিক ছবির সাথে সম্পর্কিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর বর্তমান প্রমানগুলি এমন কোনও ইঙ্গিত দিচ্ছে না যে এটি এক্সই স্ট্রেইনের মাধ্যমে সংক্রিমন। 

Latest Videos

তবে আপনি যদি ওমিক্রনে আক্রান্ত হন তাহলে তার লক্ষ্ণণগুলি কী কী হবে- তাই দেখে নিন একনজরে-
XE মিউটেশন ওমিক্রনের BA.2র উপভ্যারিয়েন্টের তুলনায় ১০ শতংশ বেশি সংক্রমণ যোগ্য।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা  XE মিউটেশনকে ট্র্যাক করার চেষ্টা করছে। ওমিক্রনের উপসর্গগুলি এরমধ্যে দেখা যেতে পারে। ওমিক্রনের উপসর্গগুলি হল জ্বর, গলা ব্যাথা, ঘামাচি, কাশি, ও সর্দি। পাশাপাশি চামড়ায় জ্বালা করতে পারে। ব্রিটেনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ধরনের রূপগুলি পুনঃসংযোগকারী হিসেবে পরিচিত। এই রূপগুলি তুলনামূলতভাবে দ্রুত শেষ মারা যায়। তবে একটি কতটা বেশি সংক্রমিত করতে পারে - তা এখনও স্পষ্ট নয়। আরও বেশি পরীক্ষার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। XE মিউটেশন হল BA.1 BA.2 র রিকম্বিন্যান্ট মিউট্যান্ট। রিকম্বন্যান্ট মিউটেশন তখনই দেখা দেয় যখন একজন মানুষ কোভিডের একাধিক রূপ দ্বারা সংক্রমিত হয়। একদল বিশেষজ্ঞ বলেছেন এটির মাধ্যমে কোভিডের নতুন কোনয়ও রূপ তৈরি হতে পারে। 


এখনও পর্যন্ত ওমিক্রনের BA.2 সাব-ভ্যারিয়েন্টকে কোভিড-১৯এর সবথেকে সংক্রামক স্ট্রেইন হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু সেটিকেও হার মানিয়ে দিচ্ছে XE স্ট্রেইন। নতুন একটি গবেষণায় নিশ্চিত করা হয়েছে XE এখনও পর্যন্ত কোভিডের সবথেকে সংক্রমণযোগ্য মিউট্যান্ট। ইতিমধ্যেই ওমিক্রনের BA.2 উপ ভ্যারিয়েন্ট বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভার নতুন কোভিড কেসইও এই  BA.2 -র জন্য দায়ি।  সাউথ আফ্রিকা, ব্রিটেনসহ বিশ্বের একাধিক দেশে এটির প্রভাবও লক্ষ্য করা গেছে। কিন্তু  XE তাকেও ছাড়িয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News