10:13 PM (IST) May 30
ব্যাটিংসর্বোচ্চ রান করেছেন। অনবিক ক্যাচ নিয়েছেন। সেই সঙ্গে শেষের দিকে এসে ২টি উইকেটও নিয়েছেন। স্বাভাবিকভাবেই ম্যান অবদ্য ম্যাচ হলেন বেন স্টোকস।
10:08 PM (IST) May 30
১০৪ রানে বিশাল পেল ইংল্যান্ড। ৩৯,৫ ওভারেই শেষ হল প্রোটিয়া ইনিংস।
10:07 PM (IST) May 30
পরের বলেই নতুন ব্য়াটসম্য়ান ইমরান তাহিরকে আউট করলেন স্টোকস।
10:05 PM (IST) May 30
৮৯ রান করেছেন, দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, এবার উইকেটও নিলেন। তুলোে মারতে গিয়ে প্লাঙ্কেটের হাতে ধরা পড়লেন রাবাডা।
রাবাডা ক্যাচ প্লাঙ্কেট বল স্টোকস ১১ (১৯) (চার - ২টি)
10:03 PM (IST) May 30
প্রথম বলেই ফিরে গেলেন আমলা। দক্ষিণ আফ্রিকার হারের ছবিটা প্রায় পরিষ্কার হয়ে গেল। কিন্তু চতুর্থ বলে লুঙ্গি এনগিদি অসাধারণ ছয় মারলেন। এল ওই ত্র রানই।
দক্ষিণ আফ্রিকা - ১৯৯/৮, এনগিদি - ৬ (৫), রাবাডা - ৭ (১৫)
10:01 PM (IST) May 30
৩৮তম ওভারের প্রথম বলেই স্লো শর্ট বল না বুঝতে পেরে চালাতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ দি.য়ে ফিরে গেলেন আমলা।
আমলা ক্য়াচ বাটলার বল প্লাঙ্কেট ১৩ (২৩) (চার ১টি)
09:58 PM (IST) May 30
৩৮ তম ওভারের দ্বিতীয় বলে রাবাজা এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরেছইলেন। মর্গান স্টোকস-এর মতো একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। রান এল ৭। দক্ষিণ আফঅরিকার জিততে চাই ৭২ বলে ১১৯।
দক্ষিণ আফ্রিকা - ১৯৩/৭, আমলা - ১৩ (২২), রাবাডা - ৭ (১৫)
09:53 PM (IST) May 30
অন্য প্রান্তেও বোলিং পরিবর্তন। ফেরানো হল প্লাঙ্কেটকে। মাত্র ৩ রান এল।
দক্ষিণ আফ্রিকা - ১৮৬/৭, আমলা - ১১ (২০), রাবাডা - ২ (১১)
09:49 PM (IST) May 30
বোলিং পরিবর্তন। বল দেওয়া হল বেন স্টোকস-কে। ব্য়াট ও ফিল্ডিং-এর পর বল হাতেও ভালো শুরু করলেন তিনি। মাত্র ১টি রান দিলেন।
দক্ষিণ আফ্রিকা - ১৮৩/৭, আমলা - ৯ (১৭), রাবাডা - ১ (৮)
09:46 PM (IST) May 30
আদিল রশিদের ওভার থেকে এল ২ রান। বেন স্টোকস-এর দারুণ ক্যাচে ফিরে গেলেন ফেহলুকাওইও।
দক্ষিণ আফ্রিকা - ১৮২/৭, আমলা - ৭ (১৪), রাবাডা - ১ (৩)
09:43 PM (IST) May 30
আদিল রশিদের বলে তুলে মেরেছিলেন ফেলহুকাওইও। কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্তভাবে নিজের শরীর ছুড়ে ক্যাচ নিলেন বেন স্টোকস।
ফেলহুকাওইও ক্যাচ স্টোকস বল আদিল রশিদ ২৪ (২৫) (চার- ৪টি)
09:37 PM (IST) May 30
একটু লাইনের গন্ডোগোল করে ফেললেন আর্চার। চতুর্থ বলে যার সুযোগ নিয়ে লেগ সাইডে গ্লান্স করে বাউন্ডারি মারলেন ফেহলুকাওইও। পরের বলটি আবার ওয়াইড করলেন। ওভার থেকে এল ৭ রান।
দক্ষিণ আফ্রিকা - ১৮০/৬, ফেলহুকাওইও - ২৪ (২৪), আমলা - ৭ (১৪)
09:34 PM (IST) May 30
আদিল রশিদের প্রথম বলেই চার মারলেন ফেলহুকাওইও। ওভার থেকে এল ৬ রান।
দক্ষিণ আফ্রিকা - ১৭৩/৬, ফেলহুকাওইও - ১৯ (২০), আমলা - ৬ (১২)
09:31 PM (IST) May 30
আক্রমণে ফিরলেন আর্চার। আর তারপরেই দলকে খেলায় ফেরালেন। একটিও রান না দিয়ে নিলেন ভ্য়ান ডার জুসেনের উইকেট।
দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৬, আমলা - ৫ (৯), ফেলহুকাওইও - ১৪ (১৭),
09:30 PM (IST) May 30
মাথায় চোট লাগায মাঠ ছেড়েছিলেন হাশিম আমলা। স্ক্যান করে ফিরে এসে ফের মাঠে নামলেন তিনি।
09:28 PM (IST) May 30
অর্ধশতরান করার পরে জোফ্রা আর্চার ফিরতেই তাঁর বলে হুক করতে গিয়ে সময়ের ভুলে আউট হলেন ভ্যান ডার ডুসেন - ৫০ (৬১)
ভ্যান ডার ডুসেন ক্যাচ মইন আলি বল জোফ্রা আর্চার - ৫০ (৬১) (চার - ৪টি, ছয় - ১টি)
09:25 PM (IST) May 30
মাত্র ১ রান দিলেন আদিল রশিদ। পঞ্চম বলে ফেলহুকাওইও -র বিরুদ্ধে এলবিডব্লুর রিভিউ নিল ইংল্যান্ড। কিন্তু থার্ড আম্পায়ার নটআউট দিলেন।
দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৫, ফেলহুকাওইও - ১৪ (১৭),ভ্যান ডার ডুসেন - ৫০ (৫৬)
09:21 PM (IST) May 30
নিজের শেষ ওভারে ১০ রান দিলেন মইন আলি। প্রথম বলেই এগিয়ে এসে মিড অন এলাকা দিয়ে চার মারলেন ফেলহুকাওইও। আর চতুর্থ বলে ব্যাকফুটে এসে দুর্দান্ত অফ ড্রাইভ করলেন ভ্যান ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকা - ১৬৬/৪, ফেলহুকাওইও - ১৪ (১৫),ভ্যান ডার ডুসেন - ৪৯ (৫২)
09:16 PM (IST) May 30
বোলিং আক্রমণে ফিরলেন রশিদ। চতুর্থ বলে এগিয়ে এসে চার মারলেন ফেলহুকাওইও। মোট ৬ রান এল ওভার থেকে।
দক্ষিণ আফ্রিকা - ১৫৬/৪, ফেলহুকাওইও - ৯ (১২),ভ্যান ডার ডুসেন - ৪৪ (৪৯),
09:14 PM (IST) May 30
২৮তম ওভারে এল মাত্র ৪ রান। দক্ষিণ আফ্রিকার চাই ১৬২ রান। প্রয়োজনীয় রানরেট ৭.৩৬।
দক্ষিণ আফ্রিকা - ১৫০/৫, ভ্যান ডার ডুসেন - ৪৩ (৪৮), ফেলহুকাওইও - ৪ (৭)
09:11 PM (IST) May 30
আরও একটি ভালো ওভার গেল ইংল্যান্ডের জন্য রান আউট হলেন প্রিটোরিয়াস। প্লাঙ্কেটের ওভার থেকে এল মাত্র ৪ রান। ক্রিজে এলেন ফেলহুকাওইও
দক্ষিণ আফ্রিকা - ১৪২/৪, ভ্যান ডার ডুসেন - ৪০ (৪৪), ফেলহুকাওইও
- ১ (২)
09:08 PM (IST) May 30
আরও একটি উইকেটের পতন। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন প্রিটোরিয়াস, ১ (১)। ভ্যান ডার ডুসেন ইফে মেরে দুই রান নিতে গিয়েছিলন। আর স্টোকস-এর নিখুঁত থ্রো-এর দৌলতে রান আউট হলেন প্রিটোরিয়া।
দক্ষিণ আফ্রিকা - ১৪৪/৫
09:06 PM (IST) May 30
আরও একটি উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। তৃতীয় বলেই এগিয়ে এসে মিড উইকেটেরপর দিয়ে চার মেরেছিলেন ডুমিনি। পরের বলে ফের তুলে মারতে গিয়ে তিনি ক্য়াচ দিলেন। রান এল ৫।
ক্রিজে এলেন প্রিটোরিয়াস
দক্ষিণ আফ্রিকা - ১৪২/৪, ভ্যান ডার ডুসেন - ৪০ (৪৪), প্রিটোরিয়াস - ০ (০)
09:03 PM (IST) May 30
মইন আলিকে তুলে মারতে গিয়ে লঙ অফে স্টোকস-এর হাতে সহজ ক্য়াচ লেন ডুমিনি।
ডুমিনি ক্য়াচ স্টোকস বোল মইন আলি ৮ (১১) (চার-১টি)
09:00 PM (IST) May 30
মাত্র ২ রান দিলেন প্লাঙ্কেট। একটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে রানের গতিো পড়ে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকা - ১৩৭/৩, ডুমিনি - ৪ (৮), ভ্যান ডার ডুসেন - ৩৯ (৪২)
08:57 PM (IST) May 30
৬ রান দিলেন মইন আলি
দক্ষিণ আফ্রিকা - ১৩৫/৩, ডুমিনি - ৩ (৩), ভ্যান ডার ডুসেন - ৩৮ (৪০)
08:56 PM (IST) May 30
এক ওভারেই ম্যাচ অনেকটা ঘুরিয়ে গদিললেন প্লাঙ্কেট। মাত্র ৪ দিলেন। প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন ডি কক-কে। ক্রিজে এলেন ডুমিনি
দক্ষিণ আফ্রিকা - ১২৯/৩, ডুমিনি - ০ (০), ভ্যান ডার ডুসেন - ৩২ (৩৩),
08:52 PM (IST) May 30
প্লাঙ্কেটের বলে তুলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন ডিকক। ৬টি চার ও ২টি ছয় মেরে ৬৮ করলেন তিনি।
ডি কক ক্যাচ জো রুট বল প্লাঙ্কেট ৬৮ (৭৪)
08:48 PM (IST) May 30
ধীরে হাত খুলছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্য়াটসম্যানই। মইন আলির ওভারের প্রথম বলেই একেবারে সলোজা তুলে মেরে ছয় রান নেন ভ্যান ডার ডুসেন। তার পরের বলটি চতুরভাবে রিভার্স সুইপে চার মারলেন তিনি। পঞ্চম বলে উইকেটের পিছন দিক থেকে চার রান তুলে নিলেন তিনি। স্লিপ না থাকার সুযোগ নিলেন। রান এল ১৬।
দক্ষিণ আফ্রিকা - ১২৫/২, ভ্যান ডার ডুসেন - ৩২ (৩৩), ডি কক - ৬৭ (৭২),
08:45 PM (IST) May 30
ওভারভালো দক্ষিণ আফ্রিকার জন্য। প্রথম বলেই এগিয়ে এসে বাউন্ডারি মেরেছিলেন ডি কক। পঞ্চম বলে ফের একস্ট্রা কভারের উপর দিয়ে দুর্দান্ত ছয় মারলেন তিনি। ওভার থেকে ১২ রান এল।
দক্ষিণ আফ্রিকা - ১০৯/২, ডি কক - ৬৬ (৭১), ভ্যান ডার ডুসেন - ১৭ (২৮)
08:40 PM (IST) May 30
মাত্র ২ রান দিলেন মইন আলি। দ্বিতীয় বেলই ডি ককের বিরুদ্ধে এলবি়ব্লুর আবেদন উঠেছিল। কিন্তু থার্ড আম্পায়ার নটআউট দিলেন। শেষ বলে ভ্যান ডার ডুসেন কট অ্যান্ড বোল্ড হতে পারতেন।
দক্ষিণ আফ্রিকা - ৯৭/২, ভ্যান ডার ডুসেন - ১৬ (২৭), ডি কক - ৫৫ (৬৬)
08:37 PM (IST) May 30
বোলিং পরিবর্তন। আক্রমণে এলেন প্লাঙ্কেট। ওভার থেকে এল ৬ রান।
দক্ষিণ আফ্রিকা - ৯৫/২, ভ্যান ডার ডুসেন - ১৫ (২৫), ডি কক - ৫৪ (৬২)
08:31 PM (IST) May 30
এই ওভারে মইন আলি দিলেন ৩ রান। অর্ধশতরান করলেন ডি কক।
দক্ষিণ আফ্রিকা - ৮৯/২, ডি কক - ৫০ (৫৮), ভ্যান ডার ডুসেন - ১৩ (২৩)
08:30 PM (IST) May 30
৫ টি ও ১টি ছয় মেরে ৫৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ডি কক
08:28 PM (IST) May 30
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৩৩ ওভারে দরকার ২২৬ রান
08:25 PM (IST) May 30
প্রথম বলেই দের গুগলি পড়ে নিয়ে আলতো ছোঁয়ায় বাটলারের পাশ দিয়ে চার মারলেন ডি কক। ওভার থেকে রান এল ৭।
দক্ষিণ আফ্রিকা - ৮৬/২, ডি কক - ৪৯ (৫৪), ভ্যান ডার ডুসেন - ১১ (২১),
08:23 PM (IST) May 30
দ্বিতীয় বলেই দুর্দান্ত রিভার্স সুইপে বাউন্ডারি মারলেন ভ্যান ডার ডুসেন। রান এল ৫।
দক্ষিণ আফ্রিকা - ৭৯/২, ভ্যান ডার ডুসেন - ১০ (২০), ডি কক - ৪৩ (৪৯)
08:20 PM (IST) May 30
দক্ষিণ আফ্রিকাকে একেবারে চেপে ধরেছে ইংল্যান্ড। আদিল রশিদ এই ওভারে দিলেন ৩ রান। প্রয়োজনীয় রানরেট ৭ ছুঁই-ছুঁই।
দক্ষিণ আফ্রিকা - ৭৪/২, ভ্যান ডার ডুসেন - ৬ (১৫), ডি কক - ৪২ (৪৮)
08:18 PM (IST) May 30
মইন আলিুর শেষ বলে বাইচার রান পেল ণ আফ্রিকা। ওভার থেকে এল ৫ রান।
দক্ষিণ আফ্রিকা - ৭১/২, ভ্যান ডার ডুসেন - ৬ (১১), ডি কক - ৩৯ (৪৬)
08:15 PM (IST) May 30
আদিল রশিদদ্বিতীয় ওভারে দিলেন ৪ রান।
দক্ষিণ আফ্রিকা - ৬৬/২, ডি কক - ৩৮ (৪৩), ভ্যান ডার ডুসেন - ৬ (৮)