বিশ্বকাপে প্রথমদিনই বিশাল জয় পেল ইংল্যান্ড! ম্যাচের সেরা বেন স্টোকস

সংক্ষিপ্ত

  • শুরু হয়ে গেল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
  • টসে জিতে আগে বল নিল দক্ষিণ আফ্রিকা
  • প্রথম একাদশে চমক দিল প্রোটিয়ারা

 

10:13 PM (IST) May 30

ম্যাচের সেরা স্টোকস

ব্যাটিংসর্বোচ্চ রান করেছেন। অনবিক ক্যাচ নিয়েছেন। সেই সঙ্গে শেষের দিকে এসে ২টি উইকেটও নিয়েছেন। স্বাভাবিকভাবেই ম্যান অবদ্য ম্যাচ হলেন বেন স্টোকস।

10:08 PM (IST) May 30

বিশাল জয় পেল ইংল্যান্ড

১০৪ রানে বিশাল  পেল ইংল্যান্ড। ৩৯,৫ ওভারেই শেষ হল প্রোটিয়া ইনিংস।

10:07 PM (IST) May 30

২০৭ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

 

পরের বলেই নতুন ব্য়াটসম্য়ান ইমরান তাহিরকে আউট করলেন স্টোকস। 

10:05 PM (IST) May 30

এবার উইকেটও নিলেন স্টোকস

৮৯ রান করেছেন, দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, এবার উইকেটও নিলেন। তুলোে মারতে গিয়ে প্লাঙ্কেটের হাতে ধরা পড়লেন রাবাডা।

রাবাডা ক্যাচ প্লাঙ্কেট বল স্টোকস ১১ (১৯) (চার - ২টি)

10:03 PM (IST) May 30

ওভার ৩৯

প্রথম বলেই ফিরে গেলেন আমলা। দক্ষিণ আফ্রিকার হারের ছবিটা প্রায় পরিষ্কার হয়ে গেল। কিন্তু চতুর্থ বলে লুঙ্গি এনগিদি অসাধারণ ছয় মারলেন। এল ওই ত্র রানই।

দক্ষিণ আফ্রিকা - ১৯৯/৮, এনগিদি - ৬ (৫), রাবাডা - ৭ (১৫)

10:01 PM (IST) May 30

বিদায় নিলেন আমলাও

 

৩৮তম ওভারের প্রথম বলেই স্লো শর্ট বল না বুঝতে পেরে চালাতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ দি.য়ে ফিরে গেলেন আমলা।

আমলা ক্য়াচ বাটলার বল প্লাঙ্কেট ১৩ (২৩) (চার ১টি)

09:58 PM (IST) May 30

চাই ৭২ বলে ১১৯

৩৮ তম ওভারের দ্বিতীয় বলে রাবাজা এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরেছইলেন। মর্গান স্টোকস-এর মতো একটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। রান এল ৭। দক্ষিণ আফঅরিকার জিততে চাই ৭২ বলে ১১৯।

দক্ষিণ আফ্রিকা - ১৯৩/৭, আমলা - ১৩ (২২), রাবাডা - ৭ (১৫)

09:53 PM (IST) May 30

ওভার - ৩৭

 

অন্য প্রান্তেও বোলিং পরিবর্তন। ফেরানো হল প্লাঙ্কেটকে। মাত্র ৩ রান এল।

দক্ষিণ আফ্রিকা - ১৮৬/৭, আমলা - ১১ (২০), রাবাডা - ২ (১১)

09:49 PM (IST) May 30

ওভার - ৩৬

বোলিং পরিবর্তন। বল দেওয়া হল বেন স্টোকস-কে। ব্য়াট ও ফিল্ডিং-এর পর বল হাতেও ভালো শুরু করলেন তিনি। মাত্র ১টি রান দিলেন।

দক্ষিণ আফ্রিকা - ১৮৩/৭, আমলা - ৯ (১৭), রাবাডা - ১ (৮)

09:46 PM (IST) May 30

ওভার - ৩৫

 

আদিল রশিদের ওভার থেকে এল ২ রান। বেন স্টোকস-এর দারুণ ক্যাচে ফিরে গেলেন ফেহলুকাওইও।

দক্ষিণ আফ্রিকা - ১৮২/৭, আমলা - ৭ (১৪), রাবাডা - ১ (৩)

09:43 PM (IST) May 30

দুর্দান্ত ক্যাচ, ফিরছেন ফেলহুকাওইও

 

আদিল রশিদের বলে তুলে মেরেছিলেন ফেলহুকাওইও। কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্তভাবে নিজের শরীর ছুড়ে ক্যাচ নিলেন বেন স্টোকস।

ফেলহুকাওইও ক্যাচ স্টোকস বল আদিল রশিদ ২৪ (২৫) (চার- ৪টি)

09:37 PM (IST) May 30

ওভার - ৩৪

 

একটু লাইনের গন্ডোগোল করে ফেললেন আর্চার। চতুর্থ বলে যার সুযোগ নিয়ে লেগ সাইডে গ্লান্স করে বাউন্ডারি মারলেন ফেহলুকাওইও। পরের বলটি আবার ওয়াইড করলেন। ওভার থেকে এল ৭ রান।

দক্ষিণ আফ্রিকা - ১৮০/৬, ফেলহুকাওইও - ২৪ (২৪), আমলা - ৭ (১৪)

09:34 PM (IST) May 30

ওভার - ৩৩

আদিল রশিদের প্রথম বলেই চার মারলেন ফেলহুকাওইও। ওভার থেকে এল ৬ রান।

দক্ষিণ আফ্রিকা - ১৭৩/৬, ফেলহুকাওইও - ১৯ (২০), আমলা - ৬ (১২)

09:31 PM (IST) May 30

ওভার - ৩২

 

আক্রমণে ফিরলেন আর্চার। আর তারপরেই দলকে খেলায় ফেরালেন। একটিও রান না দিয়ে নিলেন ভ্য়ান ডার জুসেনের উইকেট।

দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৬, আমলা - ৫ (৯), ফেলহুকাওইও - ১৪ (১৭),

09:30 PM (IST) May 30

মাঠে ফিরলেন আমলা

মাথায় চোট লাগায মাঠ ছেড়েছিলেন হাশিম আমলা। স্ক্যান করে ফিরে এসে ফের মাঠে নামলেন তিনি।

09:28 PM (IST) May 30

আর্চারের তৃতীয় উইকেট

অর্ধশতরান করার পরে জোফ্রা আর্চার ফিরতেই তাঁর বলে হুক করতে গিয়ে সময়ের ভুলে আউট হলেন  ভ্যান ডার ডুসেন - ৫০ (৬১)

ভ্যান ডার ডুসেন ক্যাচ মইন আলি বল জোফ্রা আর্চার - ৫০ (৬১) (চার - ৪টি, ছয় - ১টি)

09:25 PM (IST) May 30

ওভার - ৩১

 

মাত্র ১ রান দিলেন আদিল রশিদ। পঞ্চম বলে ফেলহুকাওইও -র বিরুদ্ধে এলবিডব্লুর রিভিউ নিল ইংল্যান্ড। কিন্তু থার্ড আম্পায়ার নটআউট দিলেন।

দক্ষিণ আফ্রিকা - ১৬৭/৫, ফেলহুকাওইও - ১৪ (১৭),ভ্যান ডার ডুসেন - ৫০ (৫৬)

 

09:21 PM (IST) May 30

ওভার - ৩০

নিজের শেষ ওভারে ১০ রান দিলেন মইন আলি। প্রথম বলেই এগিয়ে এসে মিড অন এলাকা দিয়ে চার মারলেন ফেলহুকাওইও। আর চতুর্থ বলে ব্যাকফুটে এসে দুর্দান্ত অফ ড্রাইভ করলেন ভ্যান ডার ডুসেন।

দক্ষিণ আফ্রিকা - ১৬৬/৪, ফেলহুকাওইও - ১৪ (১৫),ভ্যান ডার ডুসেন - ৪৯ (৫২)

09:16 PM (IST) May 30

ওভার - ২৯

 

বোলিং আক্রমণে ফিরলেন রশিদ। চতুর্থ বলে এগিয়ে এসে চার মারলেন ফেলহুকাওইও। মোট ৬ রান এল ওভার থেকে।

দক্ষিণ আফ্রিকা - ১৫৬/৪, ফেলহুকাওইও - ৯ (১২),ভ্যান ডার ডুসেন - ৪৪ (৪৯),

09:14 PM (IST) May 30

প্রয়োজনীয় রানরেট ৭.৩৬

২৮তম ওভারে এল মাত্র ৪ রান। দক্ষিণ আফ্রিকার চাই ১৬২ রান। প্রয়োজনীয় রানরেট ৭.৩৬।

দক্ষিণ আফ্রিকা - ১৫০/৫, ভ্যান ডার ডুসেন - ৪৩ (৪৮), ফেলহুকাওইও - ৪ (৭)

09:11 PM (IST) May 30

ওভার - ২৬

আরও একটি ভালো ওভার গেল ইংল্যান্ডের জন্য রান আউট হলেন প্রিটোরিয়াস। প্লাঙ্কেটের ওভার থেকে এল মাত্র ৪ রান। ক্রিজে এলেন ফেলহুকাওইও

দক্ষিণ আফ্রিকা - ১৪২/৪, ভ্যান ডার ডুসেন - ৪০ (৪৪), ফেলহুকাওইও
- ১ (২)

09:08 PM (IST) May 30

রান আউট প্রিটোরিয়াস

 

আরও একটি উইকেটের পতন। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন প্রিটোরিয়াস, ১ (১)।  ভ্যান ডার ডুসেন ইফে মেরে দুই রান নিতে গিয়েছিলন। আর স্টোকস-এর নিখুঁত থ্রো-এর দৌলতে রান আউট হলেন প্রিটোরিয়া।

দক্ষিণ আফ্রিকা - ১৪৪/৫

09:06 PM (IST) May 30

ওভার - ২৬

 

আরও একটি উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। তৃতীয় বলেই এগিয়ে এসে মিড উইকেটেরপর দিয়ে চার মেরেছিলেন ডুমিনি। পরের বলে ফের তুলে মারতে গিয়ে তিনি ক্য়াচ দিলেন। রান এল ৫।   

ক্রিজে এলেন প্রিটোরিয়াস

দক্ষিণ আফ্রিকা - ১৪২/৪, ভ্যান ডার ডুসেন - ৪০ (৪৪), প্রিটোরিয়াস - ০ (০)

 

09:03 PM (IST) May 30

ডুমিনির পতন

 

মইন আলিকে তুলে মারতে গিয়ে লঙ অফে স্টোকস-এর হাতে সহজ ক্য়াচ লেন ডুমিনি।

ডুমিনি ক্য়াচ স্টোকস বোল মইন আলি ৮ (১১) (চার-১টি)

09:00 PM (IST) May 30

ওভার - ২৫

 

মাত্র ২ রান দিলেন প্লাঙ্কেট। একটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে রানের গতিো পড়ে গিয়েছে।

দক্ষিণ আফ্রিকা - ১৩৭/৩, ডুমিনি - ৪ (৮), ভ্যান ডার ডুসেন - ৩৯ (৪২)

08:57 PM (IST) May 30

ওভার - ২৩

৬ রান দিলেন মইন আলি

দক্ষিণ আফ্রিকা - ১৩৫/৩, ডুমিনি - ৩ (৩), ভ্যান ডার ডুসেন - ৩৮ (৪০)

08:56 PM (IST) May 30

ওভার - ২২

এক ওভারেই ম্যাচ অনেকটা ঘুরিয়ে গদিললেন প্লাঙ্কেট। মাত্র ৪  দিলেন। প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন ডি কক-কে। ক্রিজে এলেন ডুমিনি

দক্ষিণ আফ্রিকা - ১২৯/৩, ডুমিনি - ০ (০), ভ্যান ডার ডুসেন - ৩২ (৩৩),

 

08:52 PM (IST) May 30

বিশাল উইকেটের পতন! ফিরে যাচ্ছেন ডি কক

প্লাঙ্কেটের বলে তুলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন ডিকক। ৬টি চার ও ২টি ছয় মেরে ৬৮ করলেন তিনি।

ডি কক ক্যাচ জো রুট বল প্লাঙ্কেট ৬৮ (৭৪)

08:48 PM (IST) May 30

ওভার - ২১

ধীরে  হাত খুলছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্য়াটসম্যানই। মইন আলির ওভারের প্রথম বলেই একেবারে সলোজা তুলে মেরে ছয় রান নেন ভ্যান ডার ডুসেন। তার পরের বলটি চতুরভাবে রিভার্স সুইপে চার মারলেন তিনি। পঞ্চম বলে উইকেটের পিছন দিক থেকে চার রান তুলে নিলেন তিনি। স্লিপ না থাকার সুযোগ নিলেন। রান এল ১৬।
 
দক্ষিণ আফ্রিকা - ১২৫/২, ভ্যান ডার ডুসেন - ৩২ (৩৩), ডি কক - ৬৭ (৭২),

08:45 PM (IST) May 30

ওভার - ২১

 

ওভারভালো দক্ষিণ আফ্রিকার জন্য। প্রথম বলেই এগিয়ে এসে বাউন্ডারি মেরেছিলেন ডি কক। পঞ্চম বলে ফের একস্ট্রা কভারের উপর দিয়ে দুর্দান্ত ছয় মারলেন তিনি। ওভার থেকে ১২ রান এল।
 
দক্ষিণ আফ্রিকা - ১০৯/২, ডি কক - ৬৬ (৭১), ভ্যান ডার ডুসেন - ১৭ (২৮)

08:40 PM (IST) May 30

ওভার - ২০

 

মাত্র ২ রান দিলেন মইন আলি। দ্বিতীয় বেলই ডি ককের বিরুদ্ধে এলবি়ব্লুর আবেদন উঠেছিল। কিন্তু থার্ড আম্পায়ার নটআউট দিলেন। শেষ বলে ভ্যান ডার ডুসেন কট অ্যান্ড বোল্ড হতে পারতেন।
 
দক্ষিণ আফ্রিকা - ৯৭/২, ভ্যান ডার ডুসেন - ১৬ (২৭), ডি কক - ৫৫ (৬৬)

08:37 PM (IST) May 30

ওভার - ১৯

 

বোলিং পরিবর্তন। আক্রমণে এলেন প্লাঙ্কেট। ওভার থেকে এল ৬ রান।
 
দক্ষিণ আফ্রিকা - ৯৫/২, ভ্যান ডার ডুসেন - ১৫ (২৫), ডি কক - ৫৪ (৬২)

08:31 PM (IST) May 30

ওভার - ১৮


এই ওভারে মইন আলি দিলেন ৩ রান। অর্ধশতরান করলেন ডি কক।
 
দক্ষিণ আফ্রিকা - ৮৯/২, ডি কক - ৫০ (৫৮), ভ্যান ডার ডুসেন - ১৩ (২৩)

08:30 PM (IST) May 30

ডি ককের অর্ধশতরান

৫ টি  ও ১টি ছয় মেরে ৫৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ডি কক

08:28 PM (IST) May 30

দরকার ২২৬

দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৩৩ ওভারে দরকার ২২৬ রান

 

08:25 PM (IST) May 30

ওভার - ১৭

প্রথম বলেই দের গুগলি পড়ে নিয়ে আলতো ছোঁয়ায় বাটলারের পাশ দিয়ে চার মারলেন ডি কক। ওভার থেকে রান এল ৭।
 
দক্ষিণ আফ্রিকা - ৮৬/২, ডি কক - ৪৯ (৫৪), ভ্যান ডার ডুসেন - ১১ (২১),

 

08:23 PM (IST) May 30

ওভার - ১৬

দ্বিতীয় বলেই দুর্দান্ত রিভার্স সুইপে বাউন্ডারি মারলেন ভ্যান ডার ডুসেন। রান এল ৫।
 
দক্ষিণ আফ্রিকা - ৭৯/২, ভ্যান ডার ডুসেন - ১০ (২০), ডি কক - ৪৩ (৪৯)

08:20 PM (IST) May 30

ওভার - ১৫

দক্ষিণ আফ্রিকাকে একেবারে চেপে ধরেছে ইংল্যান্ড। আদিল রশিদ এই ওভারে দিলেন ৩ রান। প্রয়োজনীয় রানরেট ৭ ছুঁই-ছুঁই।
 
দক্ষিণ আফ্রিকা - ৭৪/২, ভ্যান ডার ডুসেন - ৬ (১৫), ডি কক - ৪২ (৪৮)

08:18 PM (IST) May 30

ওভার - ১৪

 

মইন আলিুর শেষ বলে বাইচার রান পেল ণ আফ্রিকা। ওভার থেকে এল ৫ রান।

 
দক্ষিণ আফ্রিকা - ৭১/২, ভ্যান ডার ডুসেন - ৬ (১১), ডি কক - ৩৯ (৪৬)

08:15 PM (IST) May 30

ওভার - ১৩

আদিল রশিদদ্বিতীয় ওভারে দিলেন ৪ রান।

দক্ষিণ আফ্রিকা - ৬৬/২, ডি কক - ৩৮ (৪৩), ভ্যান ডার ডুসেন - ৬ (৮)