বিশ্বকাপ ২০১৯-এর সপ্তম ম্য়াচ। মুখোমুখি দুই এশিয় দেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এখনও অবধি তিনটি একদিনের ম্যাচে সাক্ষাতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ২টি ম্য়াচে ১টিতে আফগানিস্তান। বিশ্বকাপে ২০১৫ সালেই একবার মাত্র মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানেও জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু গত চার বছরে একদিকে যেমন আফগানিস্তানের পারফরম্যান্স গ্রাফ ক্রমেই উঠেছে, অন্যদিকে বেশ কয়েকদজন তারকা ক্রিকেটারের একসঙ্গে অবসরের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০১৮-র শেষ সাক্ষাতে শ্রীলঙ্কাকে কিন্তু হারিয়ে দিয়েছিল আফগনিস্তান। আজ কি হবে?
11:47 PM (IST) Jun 04
৯ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ। তিনিই এদিন ভাঙেন আপগান ব্যাটিং-কে। তিনিই হলেন ম্যাচের সেরা।
11:44 PM (IST) Jun 04
৩২.৪ ওভারে ১৫২ রানেই শেষ হল আফগানিস্তানে ইনিংস। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ রানে জয়ী হল শ্রীলঙ্কা।
11:41 PM (IST) Jun 04
মালিঙ্গার বিষাক্ত ইয়র্কারেই পডৃ়ল আফগানিস্তানের শে। উইকেট। হামিদকে আউট করলেন তিনি।
হামিদ বোল্ড মালিঙ্গা ৬ (৫) (ছয় ১টি)
11:39 PM (IST) Jun 04
ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে ধরা পড়ে যাচ্ছএ আফগানিস্তানের অনভিজ্ঢতা। ৩২তম ওবারে দুটি চার মেরে ৯ রান নিয়েও শেষ বলে স্ট্রাইক নিজের হাতে রাখতে গিয়ে রান আউট হলেন তিনি।
নাজিবুল্লা রানআউট ৪৫ (৫৬)
আফগানিস্তান: ১৪৫/৯, মুজিব ০ (১), হামিদ ০ (২)
11:32 PM (IST) Jun 04
৩১তম ওবারে আক্রমণে ফিরেই ফের একটি উইকেট তুলে নিলেন সলাসিথ মালিঙ্গা। চতুর্থ বলে আউট হয়ে ফিরে গেলেন দৌলত জাদরান।
দৌলত জাদরান বোল্ড মালিঙ্গা ৬ (১৮) (চার ১টি)
ক্রিজে এলেন হামিদ হাসান
৩১ ওভার শেষে
আফগানিস্তান: ১৩৬-৮, হামিদ ০ (২), নাজিবুল্লা ৩৫ (৪৯)
দরকার ৬০ বলে ৪৯
11:04 PM (IST) Jun 04
ধীরে ধীরে এই ম্যাচে শ্রীলঙ্কার নায়ক হয়ে উঠছেন নুযান প্রদীপ। এবার রশিদ খানকেও ফিরিয়ে দিলেন তিনি। মোট ৪টি উইকেট শিকার করেছএন প্রদীপ এখনও পর্যন্ত।
রশিদ খান বোল্ড প্রদীপ ২ (৪)
10:58 PM (IST) Jun 04
আউট হয়ে গেলেন অধিনায়ক গুলবদিন নইব।
নইব এলবিডব্লু প্রদীপ ২৩ (৩২) (চার ২টি)
নতুন ব্যাচটসলম্যান রশিদ খান
২৫ ওভার শেষে
আফগানিস্তান: ১২২/৬, রশিদ খান ১ (১), নাজিবুল্লা ২৮ (৩৬)
10:51 PM (IST) Jun 04
৫০ রানের জুটি গড়ে ফেললেন গুলবদিন নইব ও নাজিবুল্লা জাদরান। হাঁটি হাঁটি পা পা করে জয়ের রানের দিকে এগোচ্ছে আৎগানিস্তান।
২৩ ওবারের শেষে
আফহগানিস্তান: ১০৭/৫, নাজিবুল্লা ২৩ (৩২), নইব ২০ (২৫)
10:41 PM (IST) Jun 04
২২তম ওভারের প্রথম বলেই ১০০ রানে পৌঁছল আফগানিস্তান। অপরাজিত নইব ১৬, নাজিবুল্লা ২৩। দরকার আর ৮৭ রান।
10:31 PM (IST) Jun 04
১৯তম ওভারে ফেরানো হল মালিঙ্গাকে। প্রথম দুই বলেি স্টেট ড্রাইভে ও মিড উইকেট দিয়ে দুটি দারুণ চার মারলেন তিনি। ওভার থেকে ১২ রান এল।
১৯ ওভারে শেষে
আফগানিস্তান: ৯৪-৫, নাজিবুল্লা ২১ (২৩), নইব ১১ (১০)
10:17 PM (IST) Jun 04
১৬তম ওভারে দুটি অসাধারণ চার মারলেন নাজিবুল্লা। ৫ উিকেট পড়ে যাওয়ার পরেও তিনি আশা দেখাচ্ছেন আফগানিস্তানকে।
১৬ ওভারের শেষে
আফগানিস্তান: ৭৩-৫, নৈাজিবুল্লা ১৬ (১২), নইব ০ (৩)
10:07 PM (IST) Jun 04
পরের ওভারেই আরও একটি উইকেট খোয়ালো আফগানিস্তান। পিচে বল অসমান বাউন্স হচ্ছে। তারই শিকার হলেন নবি।
নবি ক্যাচ পেরেরা বল উদানা ১১ (১৬) (চার -১টি)
ক্রিজে এলেন নাজিবুল্লা জাদরান
১৪ ওভার শেষে
আফগানিস্তান: ৬০-৫, নাজিবুল্লা ৩ (২), নইব ০ (১)
10:04 PM (IST) Jun 04
আরও একটি উইকেটের পতন ঘটল। দারুণ বল করছেন নুয়ান প্রদীপ। রানও দিচ্ছএন না। আরও একটি উইকেট তুলে নিলেন তিনি। ১৩তম ওবারের পঞ্চম বলে আউট হলেন বাশমতউল্লা শহিদি।
শহিদি ক্যাচ কুশল পেরেরা বল প্রদীপ ৪ (১৭)
আফগানিস্তান: ৫৭-৪, নইব - ০ (১), নবি ১১ (১২)
09:47 PM (IST) Jun 04
প্রথম পাওয়ার প্লে-র সেষে আক্রমণে আসলেন নুয়ান প্রদীপ। চতুর্থ বলেই আউট হলেন হজরতুল্লা জাজাই। তবে মূল কৃতিত্ব কুশল পেরেরার। থার্ডম্যান এলাকায় দারুণ একটি ক্যাচ নিলেন তিনি।
জাজাই ক্যাচ পেরেরা বল প্রদীপ ৩০ (২৫) (চার ৩টি, ছয় ১টি)
ক্রিজে এলেন মহম্মদ নবি
৯ ওভারের শেষে
আফগানিস্তান: ৪৪-৩, নবি ০ (২), শহিদি ২ (৪)
09:42 PM (IST) Jun 04
প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে রহমত শাহকে ফিরিয়ে দিলেন উদানা। তবে অপরদিকে এখনও অপ্রতিরোধ্য জাজাই।
৮ ওবারের শেষে
আফগানিস্তান: ৪৩-২, শহিদি - ১ (১), জাজাই - ৩০ (২৪)
09:22 PM (IST) Jun 04
পঞ্চম ওভারেই আঘাত হানলেন মালিঙ্গা। করুনারত্র হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাহাজাদ।
শাহজাদ ক্যাচ করুনারত্নে মালিঙ্গা ৭ (১২) (চার - ১টি)
ক্রিজে এলেন রহমত শাহ।
৫ ওভারের পর
আফগানিস্তান: ৩৪-১, রহমত - ০ (২), জাজাই - ২৫ (১৬)
08:58 PM (IST) Jun 04
শুরু হল আফগানিস্তচানের ইনিংস ওপেন করলেন মহম্মদ শাহজাদ ও হজরতুল্লা জাজাই।
শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করলেন মালিঙ্গা।
08:48 PM (IST) Jun 04
বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট হওয়ায় খেলার ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হয়েছে। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা ২০১ রান করলেও আফগানিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াল ৪১ ওভারে ১৮৭।
08:46 PM (IST) Jun 04
১৩ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন লাকমল। সব মিলিয়ে ২০১ রানেই অলআউট হল শ্রীলঙ্কা।
08:45 PM (IST) Jun 04
৩৭ তম ওভারের পঞ্চম বলে প্রদীপকে আউট করলেন রশিদ খান
প্রদীপ বোল্ড রশিদ ০ (৪)
08:43 PM (IST) Jun 04
দুর্দান্ত স্লো ইয়র্কারে লাসিথ মালিঙ্গাকে আউট করলেন দৌলত জাদরান।
মালিঙ্গা বোল্ড দৌলত ৪ (১৪)
ক্রিজে এলেন নুয়ান প্রদীপ
৩৬ ওভারের শেষে
শ্রীলঙ্কা; ১৯৯/৯, নুয়ান প্রদীপ ০ (০), লাকমল ১৪ (১২)
08:29 PM (IST) Jun 04
আড়াই ঘন্টা পর বৃষ্টি অবশেষে থামল। খেলার ওভার সংখ্যা কমিয়ে ৪১ করা হল।
06:57 PM (IST) Jun 04
বৃষ্টিতে খেলা ২৫-৩০ ভারে নেমে আসতে পারে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে আফগানিস,্তানের সামনে রানের লক্ষ্যমাত্রা দাঁড়াতে পারে ১৭৫-২১০ এ। অর্থাত বৃষ্টিতে খএলা যত ছোট হবে, ততই লাভ শ্রীলঙ্কার।
06:54 PM (IST) Jun 04
কার্ডিফে এখনও অঝোরে বঋষ্টি পড়ে চলেছে। আম্পাাররা একবার মাঠ পরিদর্শন করে গিয়েছেন। খএলা শুরু নিয়ে কোনও তথ্য তাঁরে দেননি। তবে বৃষ্টির যা অবস্থা তাতে প্রথম ইনিংস-এর খেলা আর না হওয়ারই সম্ভাবনা।
05:42 PM (IST) Jun 04
মাছে বেশ জোরে বৃষ্টি এল। সাময়িকভাবে বন্ধ রাখা হল খেলা। পিচ ও মাছের অনেকটা অংশ ঢেকে দেওয়া হল।
৩৩ ওভারের শেষে
শ্রীলঙ্কা: ১৮২-৮, মালিঙ্গা ০ (৪), লাকমল ২ (৪)
05:32 PM (IST) Jun 04
আউট হলেন কুশল পেরেরা। রশিদ খানের ৩৩তম ওভারের দ্বিতীয় বলেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
কুশল পেরেরা ক্যাচ শাহজাদ বল রশিদ ৭৮ (৮১) (চার ৮টি)
ক্রিজে আসলেন মালিঙ্গা
05:27 PM (IST) Jun 04
৩৩তম ওভারে আক্রমণে ফিরেই উদানাকে আউট করলেন দৌলত। বলা উটিত উইকেট ছুড়ে দিলেন উদানা। ওলোপাথারি ব্যাট চালাতে গিয়ে বোল্ডলেন তিনি।
উদানা বোল্ড দৌলত ১০ (২১) (ছয় - ১টি)
05:25 PM (IST) Jun 04
৩০ ওভার খেলা হয়ে গেল।
শ্রীলঙ্কা: ১৭৭-৬, কুশল পেরেরা: ৭৭, উদানা- ১০
05:05 PM (IST) Jun 04
কুশল পেরেরার সঙ্গেভুল বোঝাবুঝি তে রান আউট হয়ে গেলেন থিসারা পেরেরা। একেবারে কাছাকাছি থাকা ফিল্ডারের হাতে বল মেরেই রান নিতে দৌড়েছিেলন তিনি। শহিদি বল ছুড়তে ভুল করেননি।
থিসারা পেরেরা রান আউট (শহিদি) ২ (৪)
২৬ ওভারের শেষে
শ্রীলঙ্কা: ১৬০-৬, উদানা - ০ (২), কুশল পেরেরা - ৭৪ (৬৬)
04:52 PM (IST) Jun 04
আরও এক শ্রীলঙ্কা উইকেটের পতন ২৩তম ওভারের ষষ্ঠ বলে দাঁড়িয়ে দাঁডি়য়ে হামিদের অফস্টাম্পের বাইরের বলে চালাতে গিয়ে উইকেটরক্ষক শাহজাদের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ধনঞ্জয়।
ধনঞ্জয় ক্যাচ শাহজাদ বল হামিদ ০ (৪)
04:46 PM (IST) Jun 04
২২ তম ওভারে পর পর তিন উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে ম্যাচে ফেরালেন মহম্মদ নবি।
দ্বিতীয় বলে থিরিমানেকে বোল্ড করলেন। অফ স্টাম্পের বাইরে গতি কমিয়ে ভাসিয়ে দিয়েছিলেন বল। থিরিমানে চালাতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগে বল উইকেট ভেঙে দিল।
থিরিমানে বোল্ড নবি ২৫ (৩৪) (চার ১টি)
আর পরের ব্যাটসম্যান কুশল মেন্ডিস করলেন মাত্র ২। চতুর্থ বলে ফের অফ স্টাম্পের বাইরে বল রেখেছিলেন নবি। স্পিন হবে ভেবে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল গেল স্লিপে রহমত শাহ-এর হাতে।
কুশল মেন্ডিস ক্যাচ রহমত শাহ বল নবি ২ (২)
শে, বলে এল আরও বড় সাফল্য। প্রায় একই ভঙ্গিতে নবি ফিরিয়ে দিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসকে
অ্যাঞ্জেলো ম্যাথুস ক্যাচ রহমত শাহ বল নবি ০ (২)
২২ ওভার শেষে
শ্রীলঙ্কা: ১৪৬-৪, ধনঞ্জয়: ০ (০), কুশল পেরেরা - ৬৫ (৫২)
04:36 PM (IST) Jun 04
২০ ওভারের খেলা শেষ হয়ে গেল। আফগান বোলারদের অনভিজ্ঞতা ধরা পড়ছে। বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। করুনারত্নের উইকেট পড়ার পর রান ওঠার গতিতে কিছুটা লাগাম লাগলেও, কুশল পেরেরা ও থিরিমানে আপাতত ইনিংস গড়ার কাজ করছেন।
শ্রীলঙ্কা: ১৩৯-১, থিরিমানে- ২২ (৩০), কুশল পেরেরা: ৬৩ (৪৮)
04:24 PM (IST) Jun 04
৪২বলে অর্ধধশতরান পূর্ণ করলেন শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা। এখনও পর্যন্ত ৭টি চার মেরেছেন তিনি।
শ্রাীলঙ্কা: ১১৮-১, কুশল পেরেরা: ৫২, থিরিমানে- ১৩
04:09 PM (IST) Jun 04
১৬তম ওভারে ফের বোলিং পরিবর্তন। আনা হল প্রখ্যাত আফগান স্পিনার রশিদ খানকে
04:08 PM (IST) Jun 04
১৫ তম ওভারে ১০০ রানের গণ্ডি পার করে গেল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা - ১০৪-১, থিরিমানে - ৭ (৭), কুশল পেরেরা - ৪৭ (৩৯)
04:01 PM (IST) Jun 04
১৪তম ওভারের প্রথম বলেই নবির বলে ছয় মারতে গিয়ে লঙ অফে নাজিবুল্লা জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রীলঙ্কান অধিনায়ক।
করুনারত্নে ক্যাচ নাজিবুল্লা বল নবি ৩০ (৪৫) (চার - ৩টি)
নতুন ব্যাটসম্যান থিরিমানে
শ্রীলঙ্কা; ৯২-১
03:47 PM (IST) Jun 04
প্রথম পাওয়ার প্লে শেষ। এখনও একটিও উইকেট পড়েনি শ্রীলঙ্কার রানরেট প্রায় আট ছুঁই ছুঁই।
১০ ওভার শেষে
শ্রীলঙ্কা - ৭৯-০, কুশল পেরেরা - ৩৭ (২৮), করুনারত্নে - ৩২ (২৩)
03:36 PM (IST) Jun 04
অপর প্রান্তে আনা হল মহম্মদ নবিকেও। তিনি সপ্তম ওভারে ৩ রান দিলেও তার আগের ওভারে মুজিব দিলেন ৭টি বরান।
৭ ওভারের শেষে
শ্রীলঙ্কা - ৬২-০, কুশল পেরেরা - ২৭ (১৮), করুনারত্নে - ১৭ (২৪),
03:29 PM (IST) Jun 04
ষষ্ঠ ওভারে হল প্রথম বোলিং পরিবর্কতন। বলকরতে এলেন ডানহাতি অফস্পিনার মুজিব উর রহমান
03:28 PM (IST) Jun 04
দারুণ মারকুটে ভঙ্গিতে ব্যাটিং করচেন কুশল পেরেরা। যোগ্য সঙ্গত দিচ্ছেন করুনারত্নেও।
শ্রীলঙ্কা - ৫২-০, করুনারত্নে -১১ (১৮), কুশল পেরেরা - ২৪ (১২)