চাহালের ৪ উইকেট, শতরান রোহিতের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ভারত

সংক্ষিপ্ত

বিশ্বকাপ ২০১৯-এর অষ্টম ম্য়াচ। অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। সামনে দক্ষিণ আফ্রিকা। এখনও অবধি চলতি বিশ্বকাপে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে প্রোটিয়ারা। তার উপর ভারত ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেইন। চোটের জন্য সম্ভবত খেলবেন না লুঙ্গি এনগিদিও। তবে বিশ্বকাপের অতীত রেকর্ড থেকে অনুপ্রেরণা পারে তারা। বিশ্বকাপে চারবার সাক্ষাতে তিনবারই ভারতকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরেও কেদার যাদবের চোট রয়েছে। তবে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে তাঁকে ১০০ শতাংশ সুস্থ বলেই দাবি করেছেন বিরাট কোহলি। আপাত দুর্বল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি সহজেই জয় পাবে বিরাট বাহিনী? না কি দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মরণ কামড় বসাবেন ডু প্লেসিস-রা? জানতে চোখ রাখুন এইখানে।

 

10:50 PM (IST) Jun 05

ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা

কঠিন উইকেটে ধৈর্যশীল ইনিংস খেলে শতরান করলেন রোহিত শর্মা। তিনিই হলেন ম্যাচেররা।

10:47 PM (IST) Jun 05

ভারত জিতে গেল ৬ উইকেটে

৪৮তম ওভারেই ম্য়াচ শেষ করে দিল ভারত। ফেহলুকাওইও-র ওভারের তৃতীয় লেই আরও একটি চার মারলেন হার্দিক পাণ্ডিয়া আর তাতেই ৬ উইকেটে জয় নিশ্চিত হল ভারতের।

৪৭.৩ ওবারের পর

ভারত ২৩০-৪, হার্দিক পাণ্ডিয়া ১৫ (৭), রোহিত শর্মা ১২২ (১৪৪), 

ফেহলুকাওইও ৮.৩-০-৪০-১

10:43 PM (IST) Jun 05

ক্রিজে এলেন হার্দিক, তুললেন ঝড়

নিজের শেষ ওভারের প্রথম বলেই ধোনির উইকেট নিলেন মরিস। ক্রিজে এলেন হার্দিক পাণ্ডিয়া আর এসেই পর পর দুটি চার মারলেন তিনি।

৪৭ ওভারের পর

ভারত ২২৩ - ৪, হার্দিক ৯ (৪), রোহিত ১২২ (১৪৪)

মরিস ১০-৩-৩৬-১

10:38 PM (IST) Jun 05

ধোনির পতন

অবশেষে ভাল বল করার পুরস্কার পেলেন ক্রিস মরিস।৪৬তম ওবারের প্রথম বলেই মারতে গিয়ে সময়ের ভুল করলেন ধোনি। সোজা উঠে গেল বলটি। নিজেই ক্যাচ ধরলেন মরিস

ধোনি ক্যাচ এবং বল মরিস ৩৪ (৪৬) (চার ২টি)

 

10:36 PM (IST) Jun 05

রাবাডার ওভাহর শেষ, ভারতের চাই ১৫ রান

 

রাবাডার ওভার শেষ।  ভারতের চাই ২৪ বলে ১৫ রান।

৪৬ ওভারের পর

ভারত ২১৩-৩, ধোনি ৩৪ (৪৫), রোহিত ১২১ (১৪৩),

রাবাডা ১০-১-৩৯-২

 

10:31 PM (IST) Jun 05

আর চাই ৩০ বলে ২০

আক্রমণে আনা হয়েছিল ইমরান তাহিরকে। টচতুর্থ বলে ডিপ স্কোয়ারসলেগ দিয়ে চার মারলেন রোহিত শর্মা।

৪৫ ওভারের পর

ভারত ২০৮-৩, ধোনি ৩০ (৪১), রোহিত ১২০ (১৪১),

তাহির ১০-০-৫৮-০

 

10:29 PM (IST) Jun 05

২০০ রানে পৌঁছল ভারত

৪৪.১ ওভারে ২০০ রানে পৌঁছল ভারত।

রোহিত ১১৪ (১৩৮), ধোনি ২৮ (৩৯)

10:27 PM (IST) Jun 05

শেষ ৬ ওভারে চাই ৩০

রাবাডার তৃতীয় বলে রোহিত শর্মার ক্যাচ পড়ল। আর পরের বলেি আপার কাট মেরে বল বাউন্ডারিতে পাঠালেন হিটম্যান। 

৪৪ ওভারের পর

ভারত ১৯৮-৩, রোহিত ১১২ (১৩৭), ধোনি ২৮ (৩৯),

রাবাডা ৯-১-৩৪-২

10:25 PM (IST) Jun 05

লোপ্পা ক্যাচ ফেল মিলর

৪৪তম ওভারে রাবাডার বলে মারতে গিয়ে সময়ের ভুল করেছিলেন রোহিত। একেবারে লোপ্পা ক্যাচ ছিল ডেভিড মিলারের হাতে। কিন্তু তা ফেলে দিলেন মিলার।

10:23 PM (IST) Jun 05

চাই ৪২ বলে ৩৫

৪৩তম ওভারে দুটি চার এল। দ্বিতীয় বেলই চার মারলেন ধোনি। আর চতুর্থ বলে বাউন্ডারি মারলেন রোহিত।

ভারত: ১৯৩-৩, ধোনি ২৮ (৩৯), রোহিত ১০৭ (১৩১)

শামসি ৯-০-৫৪-০

10:16 PM (IST) Jun 05

আর চাই ৫০ রান

৪২ তম ওবারে ভারত পৌঁছে গেল ১৭৮ রানে। আর চাই ৫০ বলে ৫০ রান।

10:14 PM (IST) Jun 05

রোহিতের শতরান

৪১তম ওভারে শামসির বলে শতরানে পৌঁছলেন রোহিত শর্মা।

১২৮টি বল নিলেন। এই ধৈর্যশীল ইনিংসেও ১০টি চার ও ২টি ছয় মারলেন।

10:08 PM (IST) Jun 05

শেষ হল দ্বিতীয় পাওয়ার প্লে

৪০ ওভারের খেলা শেষ

ভারত: ১৭১-৩, ধোনি ১৭ (২৭), রোহিত ৯৭ (১২৫)

মরিস ৯-৩-২৬-০

10:00 PM (IST) Jun 05

এলবিডব্লুর আবেদন, তারপরই ওড়ালেন ধোনি

আক্রমণে ফিরলেন ক্রিস মিসষ। তাঁর পঞ্চম বলে ধোনির বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন উঠল। আম্পায়ার লটআউট দিলেন। তারপরে বলেই পুল করে চার মারলেন তিনি।

৩৮ ওভারের পরে

ভারত ১৬৪-৩, ধোনি ১২ (১৯), রোহিত শর্মা ৯৫ (১২১),

মরিস ৮-৩-২৩-০

09:55 PM (IST) Jun 05

৯০-এর ঘরে রোহিত

ফেহলুকাওইও-র পঞ্চম বলে দুর্দান্ত পাঞ্চ করে সোজাসুজি চার মারলেন রোহিত শর্মা। এর শঙঅগে সঙ্গে ৯৪ রানৈে পৌঁছলেন তিনি।

৩৭ ওভারের পর

ভারত ১৫৮-৩, রোহিত শর্মা ৯৪ (১১৮), ধোনি ৭ (১৬)

ফেহলুকাওইও ৬-০-২৭-১

09:47 PM (IST) Jun 05

১৫০ রান এল ভারতের

৩৫তম ওবারে ১৫০ রানে পৌঁছল ভারত।

ভারতের প্রথম ৫০ রান এসেছিল ৯০ বলে, পরেরটি এসেছিল ৯৭ বলে, আর শেষ ৫০ রান এল ৭২ বলে।

৩৫ ওভারের শেষে

ভারত ১৫০-৩, রোহিত শর্মা ৮৮ (১১০), ধোনি ৫ (১২),

 

09:34 PM (IST) Jun 05

ওভার ৩২

অনেক ভাবনা চিন্তা করে রাবাডাকে আরও এক ওভার বল দেওয়া হল। তাতেই এল সাফল্য। একটি বাজে শট খেলে আউট হয়ে গেলেন কে এল রাহুল।

৩২ ওভার শেষে

ভারত ১৩৯-৩, ধোনি ০ (৩), রোহিত শর্মা ৮৩ (১০১),

রাবাডা ৮-১-২৯-২

 

 

 

09:31 PM (IST) Jun 05

ক্রিজে এলেন ধোনি

রাহুলের পতনে ক্রিজে এলেন এমএস ধোনি

09:30 PM (IST) Jun 05

আউট রাহুল

৩২তম ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে আউট হলেন রাহুল। খুবই অপরিণতের মতো খেললেন।

রাহুল ক্যাচ ডু প্লোেসিস বল রাবাডা ২৬ (৪২) (চার ২টি), ভারত ১৯৩-৩

09:27 PM (IST) Jun 05

ওভার ৩১

প্রথম বলে অফস্টান্পের বাইরে বল পেয়েই পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন রোহিত। ওভার থেকে এল ১০ রান।

৩১ ওভার শেষে

ভারত ১২৯-২, রোহিত শর্মা ৮৩ (১০১), রাহুল ২৬ (৩৯),

 

তাহির  ৭-০-৩৯-১

 

09:23 PM (IST) Jun 05

আর চাই ৯৯ রান

৩০তম ওভারে রাবাডার চতুর্থ বলে একতটু শর্ট বল পেয়েই পুল করে চার মারলেন রোহিত। ওভারকে এল ৬ রান।

৩০ ওভার শেষে

ভারত ১২৯-২, রোহিত শর্মা ৭৪ (৯৬), রাহুল ২৫ (৩৮),

১২০ বলে ৯৯ রান দরকার

09:19 PM (IST) Jun 05

অন্য প্রান্তে এলেন তাহির

২৯তম ওভারে আক্রমণে ফেরানো হল ইমরান তাহিরকে। চতুর্থ বলে ফাইন লেগে খেলে তিন রান নিলেন রাহু। পরের বলে অফ স্টাম্পের রে বল পেয়েই কাট মেরে বল বাউন্ডারির বাইরে পাঠালেন রোহিত শর্মা। 

২৯ ওভারের পর

ভারত ১২৩-২, রোহিত শর্মা ৬৯ (৯২), রাহুল ২৪ (৩৬),

তাহির ৬-০-২৯-০

09:15 PM (IST) Jun 05

ফেরানো হল রাবাডাকে

উইকেট তোলার লক্ষ্যে ফেরানো হল রাবাডাকে। তাঁর ওভার বেশ দেখেশুনে খেললেন রোহিত ও রাহুল। ওভার থেকে এল ২ উইকেট।

ভারত ১১৫-২, রাহুল ২১ (৩৩), রোহিত শর্মা ৫০ (৭৬), রোহিত শর্মা ৬৪ (৮৯),

রাবাডা  ৬-০-২৩-১

09:11 PM (IST) Jun 05

বড় ওভার ভারতের জন্য

ভারতের জন্য ২৭তম ওবারটা খুবই ভালো গেল। কিছুটা এলোমেলো বল করলেন শামসি। দ্বিতীয় বলে চার মারলেন রাহুল, পঞ্চম বলে চার মারলেন রোহিত। ওভার থেকে এল ১১ রান।

ভারত ১১৩-২, রোহিত শর্মা ৬৩ (৮৭), রাহুল ২০ (২৯),

শামসি ৫-০-২৯-০

09:08 PM (IST) Jun 05

অর্ধশতরানের জুটি

৬৬ বলে অর্ধশতরানে পৌঁছল রোহিত-রাহুল জুটি

09:07 PM (IST) Jun 05

১০০ রানে পৌঁছল ভারত

মরিসের পঞ্চম বলে ফাইন লেগ দিয়ে চার মারলেন ল।

ভারত ১০২-১, রাহুল ১৮ (২৭), রোহিত শর্মা ৫৫ (৮৩),

মরিস ৭-৩-১৭-০

 

09:01 PM (IST) Jun 05

অর্ধেক ইনিংস খেলা শেষ

২৫ ওভার শেষে

ভারত ৯৫-২, রোহিত শর্মা ৫৩ (৮২), রাহুল ১৩ (২২),

শামসি ৪-০-১৮-০

 

08:58 PM (IST) Jun 05

বেঁচে গেলেন রোহিত

২৪তম ওভারের চতুর্থ বলে ফের খোঁচা মারলেন রোহিত শর্মা। স্লিপে দাঁড়ানো আমলার ঠিক আগে বলটি পড়ল। অল্পের জন্য বেঁচে গেলেন রোহিত।

২৪ ওভার শেষে

ভারত ৯২-১, রোহিত শর্মা ৫০ (৭৬), রাহুল ১৩ (২২),

মরিস ৬-৩-১০-০

 

08:50 PM (IST) Jun 05

অর্ধশতরানে রোহিত শর্মা

৭০ বলে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত মেরেছেন ৪টি চার ও ২টি ছয়।

শামসির ওভারে দ্বিতীয় বলেই এগিয়ে এসে ছয় মারলেন রোহিত।

২৩ ওভারের শেষে

ভারতের ৮৯-২, রাহুল ১৩ (২২), রোহিত ৫০(৭০)

 

08:45 PM (IST) Jun 05

ফিরলেন মরিস

২২তম ওভারে আক্রমণে ফেরানো হল মরিসকে

08:42 PM (IST) Jun 05

বোলিং পরিবর্তন, এলেন শামসি

১তম ওভার বল করতে এলেন বাহাঁতি চায়নাম্যান বোলার তাব্রাইজ শামসি

 

08:40 PM (IST) Jun 05

বাউন্ডারি রোহিত-রাহুলের ব্য়াট থেকে

২০ ওভারের খেলা শেষ হল। কোহলি ধাওয়ানের পতনে কিছুটা হলেও বিপাকে ভারথ. খুব ধীর গতিতে ব্যাট করছেন রোহিত শর্মা ও কেএল রাহুল। তবে ১৯ তম ওভারে প্রথম বলেই ফেহলুকাওইও-র বলে একটি অনবদ্য অন ড্রাইভে চার মারলেন কেএল রাহুল। পঞ্চম বলে কাট মেরে চাার পেলেন রোহিতও। 

ভারত ৭৮-২, রাহুল ৯ (১৩), রোহিত ৪২ (৬১),

ফেহলুকাওইও ৫-০-২৩-১

 

08:20 PM (IST) Jun 05

ওভার ১৬


১৬তম ওভারের তৃতীয় বলে ফেহলুকাওইও-র বলে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। তার আগের বলটিই শর্ট করেছইলেন ব্রাট পুল করে চার মেরেছিলেন।
ক্রিজে এলেন কেএল রাহুল

ভারত ৪৭-১, রাহুল ০ (৩), রোহিত শর্মা ২৭ (৪৭),

ফেহলুকাওইও ৩-০-১০-০

08:16 PM (IST) Jun 05

বিরাট পতন

ফেহলুকাওইও-র বলে ১৬তম ওভারের তৃতীয় বলে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরের বল ঠার্ডম্যামন দিয়ে খেলতে গিয়েছিলন। ব্য়াটের কানায় লেগে গেল উইকেটরক্ষকের হাতে।

বিরাট ক্যাচ ডি কক বল ফেহলুকাওইও ১৮ (৩৪) (চার ১টি)

08:14 PM (IST) Jun 05

৫০-এ পৌঁছল ভারত

১৫তম ওভারে ৫০ রানে পৌঁছল ভারত।


১৫ ওভারের শেষে

ভারত ৫০-১, রোহিত শর্মা ২৭ (৪৭), কোহলি ১৪ (৩১),

তাহির ৪-০-১৩-০

 

08:11 PM (IST) Jun 05

ওভার ১৪

১৪ ওভারের শেষে

ভারত ৪৭-১, রোহিত শর্মা ২৬ (৪৪), কোহলি ১২ (২৮),

ফেহলুকাওইও -২-০-৬-০

08:05 PM (IST) Jun 05

ওভার ১২

দ্বাদশ ওভারে বল করতে আনা হল ফেহলুকাওইওকে। বেশ ভাল বল করলেন তিনি। রান উঠল মাত্র ৩।

১২ ওভারের শেষে

ভারত ৩৯-১, কোহলি ৭ (২২, রোহিত ২৩ (৩৮)

ফেহলুকাওইও ১-০-৩-০

08:01 PM (IST) Jun 05

রোহিতের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন

পেহলুকাওইও-এর বলে রোহিত শর্মার বিরুদ্ধে এলবিডবলুর আবেদন উঠল। মাঠের আম্পায়ার আউট দিলেন না। রিভিউ নিল দক্ষিণ আফ্রিকা। রিভিউ অবশ্য অসফল হল।

07:55 PM (IST) Jun 05

বোলিং পরিবর্তন

ফের বল করতে ডাকা হল ইমরান তাহিরকে।

07:54 PM (IST) Jun 05

শেষ প্রথম পাওয়ার প্লে

১০ ওভারের শেষে

ভারত ৩৪-১, রোহিত শর্মা ২১ (৩১), কোহলি ৪ (১৭),

রাবাডা ৫-০-২১-১