বিশ্বকাপ ২০১৯-এর পঞ্চম ম্য়াচ। এদিন নামছে আরও এক এশিয় দেশ, বাংলাদেশ। এখনও অবধি পাকিস্তান ও আফগানিস্তানের পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। বেঙ্গল টাইারদের নিয়ে অবশ্য অনেক আশা রয়েছে। উল্টো দিকে এদিন বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং একেবারেই পরিকল্পনামাফিক হয়নি বলে জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। এর আগে বিশ্বকাপে তিনবার সাক্ষাতে মাত্র একবার জিতেছে বাংলাদেশ। কিন্তু ২০০৭ সালের সেই জয়ই বাংলাদেশের ক্রিকেটকে বদলে দিয়েছিল। এইবার তুলনায় কম শক্তির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা কি সেই ঘটনার পুণরাবৃত্তি ঘটাতে পারে কিনা, সেটাই দেখার।
11:03 PM (IST) Jun 02
ব্যাটে-বলে-ফিল্ডিং-এ দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা হলেন সাকিব আল হাসান।
10:59 PM (IST) Jun 02
শেষ ওভারের প্রথম বলে ৬ মারলেও ১১ রানের বেশি এল না মুস্তাফিজুরের বল থেকে।
তাহির ১০ বলে ১০ রানে ও রাবাডা ৯ বেল ১৩ রানে অপরাজিত থাকলেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস ৫০ রানে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানেই শেষ হল।
10:54 PM (IST) Jun 02
শেষ ওভার বল করতে এলেন মুস্তাফিজ। প্রথম বলেই থছয় মারলেন রাবাডা
10:53 PM (IST) Jun 02
৪৯ তম ওভারে মাত্র ৭ রান দিলেন সইফুদ্দিন।
দক্ষিণ আফ্রিকা: ২৯৮-৮, রাবাডা - ৬ (৬), তাহির (৭)
10:46 PM (IST) Jun 02
৪৭তম ওভারের প্রথম বলেই মুস্তাফিজের বলে বোল্ড হয়ে গেলেন জেপি ডুমিনি।
ডুমিনি বোল্ড মুস্তাফিজ ৪৫ (৩৭) (চার - ৪টি)
৪৬তম ওভারে সইফুদ্দিনের বলে থেকে ১১ রান আসে।
দরকার ১৬ বলে ৪৪
10:40 PM (IST) Jun 02
৪৬ তম ওভারের পঞ্চম বলে ক্রিস মরিস-এর উইকেট তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। আহগের বলেই স্লগ চালিয়ে একটি চার পেয়েছিলেন। পরের বল আবার তুলে মেরেছিলেন। কিন্তু বল চলে গেল সোজা বাউন্ডারি লাইনে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে। ৪৬ ওভার শেষে
দক্ষিণ আফ্রিকা: ২৭৬/৪, ডুমিনি ৩৫ (৩২), রাবাডা ০ (০)
জিততে দরকার ২৪ বলে ৫৫
10:32 PM (IST) Jun 02
৪৫ ওভারের শেষে
দক্ষিণ আফ্রিকা ২৬৮-৬, ডুমিনি ৩১ (২৯), মরিস ৬ (৭)
৩০ বলে দরকার ৬৩
10:24 PM (IST) Jun 02
৪৩তম ওভারের পঞ্চম বলে ফেহলুকাওইও-কে আউট করলেন সইফুদ্দিন। ম্যাচে দ্বিতীয় উইকেট পেলেন তিনি। কতবে এই উইকেটে উল্লেখ করতেই হবে সাকিব আল হাসানের কথা। ফুলটস বলে ঠিকঠাক সময় করতে পারেননি প্রোটিয়া অলরাউন্ডার। সাকিব দারুণভাবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন।
ক্রিজে এলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার দরকার ৪১ বলে ৭৮
৪৩ ওভারের শেষে
দক্ষিণ আফ্রিকা: ২৫২/৬, ডুমিনি ২৩ (২২), মরিস ০ (১)
10:08 PM (IST) Jun 02
দুর্দান্ত ৪০ তম ওবার করলেন সইফুদ্দিন। ভ্যান ডার ডুসেনকে ফেরানোর সঙ্গে সঙ্গে একটিও রান দিলেন না ওভারে।
দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ৬০ বলে ১০৩।
দক্ষিণ আফ্রিকা: ২২৮/৫, ফেহলুকাইও - ০ (৫), ডুমিনি - ৮ (১৩)
10:05 PM (IST) Jun 02
৪০ তম ওভারকরতে এসে বিশ্বকাপে নিজের প্রথম উইকেট তুলে নিলেন মহম্ম সইফুদ্দিন। প্রথম বলেি বোল্ড হয়ে ফিরে গেলেন ভ্যান ডার ডুসেন।
ভ্যান ডার ডুসেন বোল্ড সইফুদ্দিন ৪১ (৩৮) (চার - ২টি, ছয় - ১টি)
দক্ষিণ আফ্রিকা: ২২৮/৫
10:03 PM (IST) Jun 02
৪০ তম ওভারকরতে এসে বিশ্বকাপে নিজের প্রথম উইকেট তুলে নিলেন মহম্ম সইফুদ্দিন। প্রথম বলেি বোল্ড হয়ে ফিরে গেলেন ভ্যান ডার ডুসেন।
ভ্যান ডার ডুসেন বোল্ড সইফুদ্দিন ৪১ (৩৮) (চার - ২টি, ছয় - ১টি)
দক্ষিণ আফ্রিকা: ২২৮/৫
09:58 PM (IST) Jun 02
চতুর্থ বলটি স্লোয়ার দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেটিকে পড়ে নিয়ে মিড উইকেট দিয়ে ছয় মারলেন। পরের বলটিতেই ব্য়াকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারলেন। ৩৮তম ওভার থেকে ১৫ রান এল দক্ষিণ আফ্রিকার। দরকার ৭২ বলে ১০৮।
দক্ষিণ আফ্রিকা: ২২৩/৪, ভ্যান ডার ডুসেন ৩৯ (৩৫), ডুমিনি ৫ (৯)
09:53 PM (IST) Jun 02
বোলিং-এর সময় দুটি রিভিউই নষ্ট করেছিল দক্ষিণ আপ্রিকা। কিন্তু ব্য়াটিং-এর সময় সাফল্য এল রিভিউ নিয়ে। ৩৮তম ওভারের প্রথম বলেই জে পি ডুমিনির বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন উঠেছিল। মাঠের আম্পায়ার আউ দিলেও রিভিউতে দেখা গেল ব উইকেটে উপর দিয়ে বেরিয়ে যেত।
দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার ৭৭ বলে ১২৩
09:47 PM (IST) Jun 02
মিলারের পতনের পর ক্রিজে এলেন জে পি ডুমিনি
09:41 PM (IST) Jun 02
আউট হয়ে গেলেন ডেভিড মিলার। মুস্তাফিজুরের বলে ৩৫তম ওভারের দ্বিতীয় বলেই ফ্লিক করতে গিয়ে ব্যাটে উপরের কানায় লেগে বল সোজা মেহিদি হাসানের হাতে চলে গেল।
মিলার ক্য়াচ মেহিদি বল মুস্তাফিজ ৩৮ (৪৩) (চার - ২ টি)
09:38 PM (IST) Jun 02
৩৫তম ওবারে সিফুদ্দিনের বলে ২০০ রান পার করল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে মিলার-ডুসেন জুটি ৫০ পার করল।
দক্ষিণ আফ্রিকা: ২০১/৩, ভ্যান ডার ডুসেন ২৪ (২৭), মিলার ৩৮ (৪২)
09:28 PM (IST) Jun 02
৩২ ওভারের শেষে প্রয়োজনীয় রানরেট ৮.১৮-এর উপরে উঠে গেল। যদিও জুসেন ও মিলারের জুটি ৩৮ বলে ৪৫ রানে পৌঁচে গিয়েছে। জয়ের জন্য দরকার ১৩৮ রান
দক্ষিণ আফ্রিকা: ১৯২-৩, ভ্যান ডার ডুসেন - ২২ (২৩), মিলার- ৩১ (৩৪),
মোসাদ্দেক: ৬-০-৩৮-০
09:17 PM (IST) Jun 02
৩০তম ওভারে সাকিব আল হাসানের বলে ক্যাচ পড়ল ডেভিড মিলারের। তৃতীয় বলটি মিড ্ফের উপর দিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু সৌম্য সরকার লাফ দেয়ার সময়ের ভুল করায় বলটি তালুবন্দীকরতে পারলেন না।
৩০ ওভার শেষে
দক্ষিণ আফ্রিকা: ১৬৮-৩, ভ্যান ডার ডুসেন - ১৪ (১৪), মিলার- ১৯ (২৫),
সাকিব: ৮-০-৩৬-১
09:02 PM (IST) Jun 02
মেহিদি হাসান মিরাজ বল করতে ফিরেই ফিরিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ককে।
ডুপ্লেসিস বোল্ড মোহিদি ৬২ (৫৩) (চার - ৫টি, ছয় - ১টি)
08:55 PM (IST) Jun 02
বড় ওভার দক্ষিণ আফ্রিকার দজন্য। ১১ রান এল। পঞ্চম বলে ছয় মারলেন ডু প্লেসিস। অর্ধশতরান হল তাঁর।
দক্ষিণ আফ্রিকা: ১৩৫-২, ডু প্লেসিস - ৫৩ (৪৬), মিলার- ৯ (১৬),
মোসাদ্দেক: ৪-০-২৭-০
08:51 PM (IST) Jun 02
৫ রান এল ওভার থেকে। দক্ষিণ আফ্রিকার চাই ২১১ রান
দক্ষিণ আফ্রিকা: ১২৪-২, মিলার- ৭ (১৪), ডু প্লেসিস - ৪৪ (৪২),
সাকিব: ৭-০-২৫-১
08:49 PM (IST) Jun 02
৫ রান এল ওভার থেকে। দক্ষিণ আফ্রিকার চাই ২১১ রান
দক্ষিণ আফ্রিকা: ১২০-২, মিলার- ৫ (১২), ডু প্লেসিস - ৪২ (৩৮),
মোসাদ্দেক: ৩-০-১৬-০
08:47 PM (IST) Jun 02
মাত্র ২ রান দিলেন সাকিব।
দক্ষিণ আফ্রিকা: ১১৫-২, মিলার - ৪ (৯), ডু প্লেসিস - ৩৮ (৩৫),
সাকিব: ৬-০-২১-১
08:39 PM (IST) Jun 02
ব্যাটে রান করার পর বল হাতেও সাফল্য পেলেন সাকিব আল হাসান। ২০ তম ওভারে ৫ রান দিয়ে আউট করলেন মার্করামকে।
নতুন ব্য়াটসম্য়ান ডেভিড মিলার
দক্ষিণ আফ্রিকা: ১০৫-২, ডু প্লেসিস - ৩৬ (৩১), মিলার - ১ (১)
সাকিব: ৫-০-১৯-১
08:36 PM (IST) Jun 02
প্রান্ত বদলিয়ে সাকিব আল হাসানকে আনতেই সাফল্য এল। ২০তম ওভারের চতুর্থ বলে ৪৫ রান করে বোল্ড হয়ে গেলেন মার্করাম।
মার্করাম বোল্ড সারকিব ৪৫ (৫৬) (চার - ৪টি)
08:34 PM (IST) Jun 02
বোলিং পরিবর্তন হল। এলেন মোসাদ্দেক হোসেন। তাঁর প্রথম ওভার থেকে মাত্র ৩ রান এল।
দক্ষিণ আফ্রিকা: ১০০-১, মার্করাম ৪৪ (৫৩), ডু প্লেসিস - ৩৩ (২৯),
মোসাদ্দেক: ১-০-৩-০
08:29 PM (IST) Jun 02
পর পর দুই ওভারে রান দেওয়ায় নিজেকে সরিয়ে সইফুদ্দিনকে বল দিলেন বাংলাদেশী অধিনায়ক। কিন্তু তাঁর ওভার থেকেও ৮ রান নিল প্রোটিয়ারা। চতুর্থ বলে দুর্দান্ত কভার ড্রাইভে বাইন্জডারি পার করলেন ডু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকা: ৯৭-১, মার্করাম ৪২ (৪৮), ডু প্লেসিস - ৩২ (২৮),
সইফুদ্দিন: ২-০-১৭-০
08:23 PM (IST) Jun 02
সাকিবের এই ওভার থেকে এল ৪ রান।
দক্ষিণ আফ্রিকা: ৮৯-১, মার্করাম ৪০ (৪৬), ডু প্লেসিস - ২৬ (২৪),
সাকিব: ৪-০-১৪-০
08:21 PM (IST) Jun 02
আরও একটি ওবারে মার খেয়ে গেলেন বাংলাদেশী অধিনায়ক। এই ওভার থেকে দুটি বাউন্ডারি-সহ ১০ রান দিলেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে পর পর দুটি চার মারলেন ডু প্লেসিস।
দক্ষিণ আফ্রিকা: ৮৫-১, ডু প্লেসিস - ২৪ (২১), মার্করাম ৩৮ (৪৩),
মোর্তাজা: ৩-০-২৪-০
08:16 PM (IST) Jun 02
খুবই আঁটোসাঁটো বল করচেন সাকিব। এই ওভারে দিলেন ৫ রান।
দক্ষিণ আফ্রিকা: ৭৫-১, ডু প্লেসিস - ১৫ (১৬),মার্করাম ৩৭ (৪২),
সাকিব: ৩-০-১০-০
08:14 PM (IST) Jun 02
ভালো ওভার দক্ষিণ আফ্রিকার জন্য। তৃতীয় বলে মিঢ উইকেট দিয়ে তার মারেন ডু প্লেসিস। মোট ৯ রান এল ওভার থেকে।
দক্ষিণ আফ্রিকা: ৭০-১, ডু প্লেসিস - ১২ (১২), মার্করাম ৩৫ (৪০),
মোর্তাজা: ২-০-১৪-০
08:09 PM (IST) Jun 02
রান এল ৪।
দক্ষিণ আফ্রিকা: ৬১-১, ডু প্লেসিস - ৫ (৮),মার্করাম ৩৩ (৩৮),
সাকিব: ২-০-৫-০
08:07 PM (IST) Jun 02
আবার বোলিং পরিবর্তন। বল করতে এলেন অধিনায়ক মোর্তাজা। দিলেন ৫ রান।
দক্ষিণ আফ্রিকা: ৫৭-১, মার্করাম ৩১ (৩৫), ডু প্লেসিস - ৩ (৫),
মোর্তাজা: ১-০-৫-০
08:03 PM (IST) Jun 02
১১তম ওভার বল করতে এলেন সাকিব-আল-হাসান। মাত্র ১ রান দিলেন।
দক্ষিণ আফ্রিকা: ৫২-১, ডু প্লেসিস - ১ (৩),মার্করাম ২৮ (৩১),
সাকিব: ১-০-১-০
08:01 PM (IST) Jun 02
তৃতীয় বলে রান আউচট হলেন ডি কক।
ক্রিজে এলেন ফাফ ডু প্লেসিস
মাত্র ৩ রান এল এই ওভারে।
দক্ষিণ আফ্রিকা: ৫১-১, মার্করাম ২৭ (২৭), ডু প্লেসিস - ১ (১),
মেহিদি: ৫-০-২১-০
07:58 PM (IST) Jun 02
রান আউট হয়ে ফিরে গেলেন কুইন্টন ডিকক। মেহিদি হাসানের বল তাঁর ব্য়াটের কানায় লাগল। ক্যাচ মিস করলেন মুশফিকুর। সেই সুয়োগে রান নিতে গিয়ে ভুল বোধঝাবুঝি, আর মুশফিকুর সরাসরি থ্রো-তে উইকেট ভেঙে দেন।
ডি কক রান আউট মুশফিকুর ২৩ (৩২) (চার - ৪টি)
07:55 PM (IST) Jun 02
বল করতে এলেন তরুণ মহম্মদ সইফুদ্দিন। দ্বিতীয় বলেই ব্যাকফুট ড্রাইভে কভার এলাকা দিয়ে চার মারলেন মার্করাম। শেষ বলে ডি কক তাঁর অফ কাটার বুঝতে পারলেন না। বল হাওয়য় ছিল কিন্তু, শেষ পর্যন্ত ব্যাক ওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হল।
দক্ষিণ আফ্রিকা: ৪৮-০, ডি কক - ২৩ (৩০), মার্করাম ২৫ (২৪),
সইফুদ্দিন: ১-০-৯-০
07:49 PM (IST) Jun 02
মাত্র ৪ রান এল এই ওভারে।
দক্ষিণ আফ্রিকা: ৩৯-০, মার্করাম ২০ (২১), ডি কক - ১৯ (২৭),
মেহিদি: ৪-০-১৮-০
07:47 PM (IST) Jun 02
শেষ বলে এবার মুস্তাফিজুরের বল মার্করামের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পার করে গেল। স্লিপ না থাকার মাশুল দিতে হল। ওভার থেকে রান এল ৭।
দক্ষিণ আফ্রিকা: ৩৫-০, মার্করাম ১৮ (১৯), ডি কক - ১৭ (২৩),
মুস্তাফিজুর: ৪-০-২১-০
07:41 PM (IST) Jun 02
প্রথম বলেই আউট হতে পারতেন ডি কক। বল ব্য়াটের ভিতরের কানায় লাগায় বোল্ড হওয়া থেকে বেঁচে গেলেন। ওভার থেকে মাত্র ১টি রান এল।
দক্ষিণ আফ্রিকা: ২৮-০, মার্করাম ১৩ (১৬), ডি কক - ১৫ (২০),
মেহিদি: ৩-০-১৪-০