ঋদ্ধিমানকে সাংবাদিকের 'হুমকি', ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন বিসিসিআই-এর

এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। জাতীয় দল থেকে বাদ পড়ার পরে তিনি প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। 

এক সাংবাদিকের (Journalist) কাছ থেকে হুমকি মেসেজ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এরপর সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই মেসেজের স্ক্রিনশট (Screen Shot) শেয়ার করেছিলেন তিনি। তারপরই এর প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতীয় ক্রিকেট (Indian Cricket) মহল। আর এবার এই ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করল বিসিসিআই (BCCI)। শুক্রবারই সেই কমিটি তৈরি করা হয়েছে। 

এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। জাতীয় দল থেকে বাদ পড়ার পরে তিনি প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। তারপর এক একজন নামকরা সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকী, ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলে সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একের পর এক তিনটি টুইট করেছিলেন তিনি। 

Latest Videos

আরও পড়ুন- রোহিত শর্মার ঝুলিতে আরও এক রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শর্মা-জি

ঋদ্ধিমান লিখেছিলেন, "আমি আহত এবং ব্যথিত হয়েছি। আমি ভেবেছিলাম এই ধরণের আচরণ সহ্য করা উচিত নয়। এবং আমি চাই না যে কেউ এই ধরনের ঝামেলার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চ্যাটটি জনসাধারণের সামনে আনব, তবে তাঁর নাম প্রকাশ করব না।" এরপর আরও একটি টুইটে তিনি লেখেন, "আমার স্বভাব এমন নয় যে কারও ক্যারিয়ারের ক্ষতি করার সীমা অতিক্রম করব। তাই মানবিক কারণে তাঁর পরিবারের কথা বিবেচনা করে এই মুহূর্তে নাম প্রকাশ করছি না। তবে এমন পুনরাবৃত্তি ঘটলে আমি পিছিয়ে থাকব না।"

আরও পড়ুন- ইউক্রেনের ক্রীড়াবিদ হলেও তাদের কৃতিত্ব রাশিয়ার রেকর্ড বুকে, জানুন এমন ৫ জনের কাহিনি

 

যদিও ভেঙ্কটেশ প্রসাদ, বীরেন্দ্র সেহওয়াগের মতো প্রাক্তনীরা সেই সাংবাদিকের নাম জানানোর অনুরোধ করেছিলেন। যদিও সেই সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধিমান। যদিও এই ঘটনার তদন্ত করতে প্রস্তুত রয়েছে বিসিসিআই। আর তার জন্য তৈরি করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। 

আরও পড়ুন- ব্য়াটে-বলে দুরন্ত ভারত, প্রথম টি২০-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২ রানে জয়

এই ঘটনার তদন্তে বিসিসিআইয়ের তৈরি করা তিন সদস্যের কমিটিতে রয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল এবং বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির প্রবতেজ সিং ভাটিয়া। আগামী সপ্তাহের মধ্যেই এই কমিটি তদন্তের কাজ শুরু করে দেবে।  তদন্তের ফলে আসল দোষীর নাম সামনে উঠে আসে নাকি, এখন সেটাই দেখার।
 

Share this article
click me!

Latest Videos

বাংলায় দেব দেবীর মূর্তি ভাঙার অভিযোগ তুলে বিধানসভা ওয়াক আউট শুভেন্দুদের, দেখুন ভিডিও | BJP Walk Out
এটা কী হচ্ছে বাংলাদেশে? এরা কারা? ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় | Bangladesh Viral Video
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে
'Yunus সাহেবের মেরুদণ্ড সোজা কিনা সন্দেহ!' এ কী বললেন Sukanta #shorts #shortsfeed #shortsvideo
নিজের ঘরেই পাওয়া গেল নিথর দেহ! নেপথ্যে পরিবার? জমাট বাঁধছে রহস্য! | New Tollygunge News Today