Contributor Asianet | Published : Nov 21, 2021 11:49 AM IST / Updated: Nov 21 2021, 10:47 PM IST

IND vs NZ, 3rd T20, Highlights: ১৬ বল বাকি থাকতে ৭৩ রানে জয়ী ভারত

সংক্ষিপ্ত


রবিবার কলকাতায় (Kolkata) টি২০আই সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। জমজমাট এই ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট (Live Update) পান এখানে -

10:33 PM (IST) Nov 21

১৬ বল বাকি থাকতে ৭৩ রানে জয়ী ভারত

১৬ বল বাকি থাকতেই ৭৩ রানে জয়ী হল ভারত। ১৭তম ওভারে ইশ সোধিকে ৯ রানে ফেরালেন হর্ষল প্যাটেল। আর তার পরের ওভারের দ্বিতীয় বলে সকি ফার্গুসনকে কট অ্য়ান্ড বোল্ড করলেন দীপক চাহারে। 

১৭.২ ওভারের পর 

নিউজিল্যান্ড ১১১ অলআউট

বোল্ট অপরাজিত ২ রানে।

10:23 PM (IST) Nov 21

কেরিয়ারের প্রথম উইকেট পেলেন ভেঙ্কটেশ

এই ম্যাচেই প্রথম বল করার সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। প্রথম ম্যাচেই কেরিয়ারের প্রথম উইকেট পেলেন তিনি। ১৫তম ওভারের প্রথম বলেই আইয়ারের বলে এক্সট্রা কভারে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অ্যাডাম মিলনে। অফের বাইরে স্লোয়ার শর্ট বল করেছিলেন আইয়ার। ৬ বলে ৭ করলেন মিলনে। একটি ছয় মেরেছেন। 

১৬ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৯৫-৮

ইশ সোধি ৯ (১০)

লকি ফার্গুসন ০ (০)

10:11 PM (IST) Nov 21

দ্বিতীয় রানআউট

ইশান কিষাণের দুরন্ত থ্রো-তে আউট মিচেল স্যান্টনার। করলেন ৪ বলে ২।

10:09 PM (IST) Nov 21

ষষ্ঠ উইকেটের পতন

হর্ষল প্যাটেল উইকেট ছাড়া যেন থাকতেই পারেননা। ভারতকে ষষ্ঠ উইকেট দিলেন তিনি। স্লোয়ারে বিভ্রান্ত হয়ে, পন্থের হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ৩ রান করে আউট হলেন জেমস নিশাম। ছয় মারতে গিয়েছিলেন, বল পিছন দিকে অনেকটা উঠে যায়। অনেকটা দৌড়ে দারুণ ক্যাচ নিলেন পন্থ।  

১৩ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৮৩-৬

অ্যাডাম মিলনে ৬(২)

মিচেল স্যান্টনার ১(৩)

10:03 PM (IST) Nov 21

আরও এক উইকেটের পতন

রান আউট হলেন টিম সেফার্ট। দ্বিতীয় রান নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, নিশাম তাঁকে ফেরত পাঠান। মরিয়া ডাইভ দেওয়া সত্ত্বেও সময়ে ক্রিজে ঢুকতে পারেননি তিনি। ডিপ মিডউইকেট থেকে রকেটের গতিতে বলটি ছুঁড়েছিলেন ইশান কিষাণষ দারুণভাবে ধরে উইকেটে মারেন পন্থ। সেফার্ট করলেন ১৮ বলে ১৭ রান। নতুন ব্যাটার স্যান্টনার।

09:54 PM (IST) Nov 21

বড় ধাক্কা দিলেন যুজবেন্দ্র চাহাল

বেশ কয়েকদিন পর, এদিন ভারতীয় দলের প্রথম একাদশে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। ১১তম ওভারে তিনিই ফেরালেন কিউইদের পক্ষে একা লড়াই করা মার্টিন গাপ্টিলকে। ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৩৬ বলে ৫১ রান করে গেলেন তিনি। নতুন ব্যাটার জেমস নিশাম। 

09:50 PM (IST) Nov 21

গাপ্চিলের অর্ধশতরান, কিউইরা ১০ ওভারে ৬৮-৩

৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন মার্টিন গাপ্টিল। 

১০ ওভারের পরে স্কোর

নিউজিল্যান্ড ৬৮-৩

মার্টিন গাপ্টিল ৫১(৩৪)

টিম সেফার্ট ১২(১৪)

09:43 PM (IST) Nov 21

৫০-এ কিউইরা

নবম ওভারে ৫০ রান পার করল নিউজিল্যান্ড। চাহালকে একটি চার মারলেন সেইফার্ট, একটি চার একটি ছয় মারলেন গাপ্টিল। 

৯ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৬১-৩

মার্টিন গাপটিল ৪৭(৩০)

টিম সেফার্ট ৯(১২)

09:25 PM (IST) Nov 21

আবার সেই অক্ষর প্যাটেল, আউট ফিলিপ্স

পঞ্চম ওভারে আক্রমণে ফিরে গ্লেন ফিলিপ্সকেও ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের স্কোর ৩০-৩

09:18 PM (IST) Nov 21

জোড়া ধাক্কা অক্ষরের

তৃতীয় ওভারের শেষ বলে ফের ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। কোনও রান না করেই ফিরলেন চ্যাপম্যান।

৩ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ২২-২

মার্ক চ্যাপম্যান ০(২)

মার্টিন গাপ্টিল ১৭(১০)

09:18 PM (IST) Nov 21

জোড়া ধাক্কা অক্ষরের

তৃতীয় ওভারের শেষ বলে ফের ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। কোনও রান না করেই ফিরলেন চ্যাপম্যান।

৩ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ২২-২

মার্ক চ্যাপম্যান ০(২)

মার্টিন গাপ্টিল ১৭(১০)

09:16 PM (IST) Nov 21

আউট মিচেল

তৃতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে ডেরিল মিচেলকে ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। নতুন ব্যাটার, চ্যাপম্যান।

09:15 PM (IST) Nov 21

জঘন্য ফিল্ডিং, সহজ সুযোগ হাতছাড়া

নিজের বলেই মার্টিন গাপ্টিলের সহজ ক্যাচ হাতছাড়া করলেন দীপক চাহার। স্বভাবসিদ্ধ মারকুটে ভঙ্গিতে খেলছেন গাপ্টিল। চাহারের বলে দ্বিতীয় ওভার থেকেই নিলেন ১৬ রান। সব মিলিয়ে 2 ওভার পরে স্কোর

নিউজিল্যান্ড ২১-০

মার্টিন গাপ্টিল ১৬ (৭)

ড্যারিল মিচেল ৫(৫)  

08:51 PM (IST) Nov 21

শেষ ওভারে দীপকের ব্যাটে ঝড়

শেষ ওভারে দীপক চাহার দেখালেন, প্রয়োজনে বড় শট মারতে পারেন তিনিও। দুটি চার এবং ১টি ছয় মারলেন তিনি। ফলে শেষ ওভারে ১৯ রান এল। ফলে ভারত ইনিংস শেষ করল ১৮৪-৭
রানে।

দীপক চাহার ২১ (৮) এবং অক্ষর প্যাটেল ২ (৪) অপরাজিত থাকলেন। 

08:43 PM (IST) Nov 21

অদ্ভূত আউট হর্ষল প্যাটেল

লকি ফার্গুসনের বলে ১৯তম ওভারে অদ্ভূতভাবে আউট হলেন হর্ষল প্যাটেল। ১১ বলে ১৮ রান করে হিটউইকেট হলেন তিনি। টি২০আই ক্রিকেটে কেএল রাহুলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এভাবে আউট হলেন তিনি। ২টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। 

১৯ ওভার  শেষে ভারতের রান ১৬৫-৭

দীপক চাহার ২(২)

অক্ষর প্যাটেল ২ (৪)

08:29 PM (IST) Nov 21

আউট অন্য আইয়ারও

পরে ওভারেই  মিলনের স্লোয়ারে পরাস্ত আরেক আইয়ার শ্রেয়স। তিনি করলেন ২০ বলে ২৫। মারলেন ২টি চার।  

08:29 PM (IST) Nov 21

আউট অন্য আইয়ারও

পরে ওভারেই  মিলনের স্লোয়ারে পরাস্ত আরেক আইয়ার শ্রেয়স। তিনি করলেন ২০ বলে ২৫। মারলেন ২টি চার।  

08:28 PM (IST) Nov 21

নাকল বলে পরাস্ত ভেঙ্কটেশ

বোল্টের নাকল বলে পার্সত হয়ে চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। সোজা খেলতে চেয়েছিলেন আইয়ার, কিন্তু বল শেষ পর্যন্ত যায় ডিপ মিড-উইকেটে। ভেঙ্কটেশ আইয়ার করলেন ১৫ বলে ২০। মারলেন ১টি করে চার ও ছয়। 

১৬ ওভারের পর স্কোর

ভারত ১৪০-৫

শ্রেয়স আইয়ার ২৫ (১৯)

অক্ষর প্যাটেল ০(০)

08:20 PM (IST) Nov 21

ফিনিশ করতে পারবেন ভেঙ্কটেশ?

হার্দিক পান্ডিয়া বোলিং না করলে ভেঙ্কটেশ আইয়ারকেই ভারতের ফিনিশার হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভূমিকায় তিনি কতটা সফল হবেন, তা বিবেচনা করার জন্য এক দুর্দান্ত পরিস্থিতি রয়েছে এই ম্যাচে। স্পিনারদের বিপক্ষে দারুণ শুরু করেছেন তিনি। পেসার বিপক্ষে ডেথ ওভারে কী করেন, সেটাই দেখার বিষয়।

১৫ ওভারের পর স্কোর

ভারত ১৩৪-৪

শ্রেয়াস আইয়ার ২১ (১৫)

ভেঙ্কটেশ আইয়ার ১৯ (১৩)

08:03 PM (IST) Nov 21

আউট রোহিত

অর্ধশতরানের পরই রোহিত শর্মাকে কট অ্যান্ড বোল্ড করলেন ইশ সোধি। রোহিত সোজা চালিয়েছিলেন, এক হাতে সেই বল লুফে নিলেন সোধি। ৩১ বলে ৫৬ রান করে গেলেন ভারত অধিনায়ক। মারলেন ৫টি চার এ ৩টি ছয়। 

08:01 PM (IST) Nov 21

রোহিতের অর্ধশতক, ভারত ১০০-তে

এগারোতম ওভারে স্যান্টনারের তৃতীয় বলে চার মেরে কেরিয়ারের ২৬তম টি২০আই অর্ধশতরান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। ১১তম ওভারে ভারতও পৌঁছালো ১০০তে।

১১ ওভারের পর স্কোর

ভারত ১০৩-৩

শ্রেয়স আইয়ার ১০(৬)

রোহিত শর্মা ৫৬(২৯)

07:54 PM (IST) Nov 21

অর্ধেক পথে ভারত ৯০-৩

১০ ওভারের পরে স্কোর

ভারত ৯০-৩

শ্রেয়স আইয়ার ৫(৪)

রোহিত শর্মা ৪৮ (২৫)

07:51 PM (IST) Nov 21

উইকেট ছুঁড়ে দিলেন ঋষভ

একা হাতেই ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন স্যান্টনার। নবম ওভারের শেষ বলে অতি আক্রমণাত্মক হতে গিয়ে লং অনে জেমস নিশামের হাতে ধরা পড়লেন তিনি। ঋষভ পন্থ করলেন মাত্র ৪। নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার।

 

৯ ওভারের পর স্কোর

ভারত ৮৩-৩

রোহিত শর্মা ৪৬(২৩)

শ্রেয়স আইয়ার ০(০)

07:41 PM (IST) Nov 21

স্যান্টনারের জোড়া ধাক্কা

মিচেল স্যান্টনারের বলে সেফার্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইশান কিষাণ। ফ্ল্যাট ডেলিভারি ঈশান পয়েন্ট অঞ্চলে মারতে চেয়েছিলেন। বলটি স্কিড করে এবং ইশানের ব্যাট ছুঁয়ে সেফার্টের হাতে ধরা পড়ল। ইশান করলেন ২১ বলে ২৯ রান। মারলেন ৬টি চার। একই ওভারে আউট হলেন সূর্যকুমার যাদবও। কোনও রান করার আগেই গাপ্টিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ওভার থেকে রান এল মাত্র ২। 

৭ ওভারের পর স্কোর

ভারত ৭১-২

সূর্যকুমার যাদব ০ (৪)

রোহিত শর্মা ৩৯(১৭)

 

07:36 PM (IST) Nov 21

২০ রান এল ষষ্ঠ ওভার থেকে

লকি ফার্গুসনের ষষ্ঠ ওভার থেকে ২০ রান এল ভারতের ঘরে। 

৬ ওভার পরে স্কোর

ভারত ৬৯-০

রোহিত শর্মা ৩৯(১৭)

ইশান কিষাণ ২৯(১৯)

07:33 PM (IST) Nov 21

রোহিতের ১৫০তম ছয়

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ফার্গুসনের বলে ছয় মারতেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১৫০ ছয়ের  মাইলফলকে পৌঁছে দেলেন রোহিত শর্মা। 

07:29 PM (IST) Nov 21

৫০ রানে ভারত

ষষ্ঠ ওভারের প্রথম বলেই ৫০ রানে পৌঁছে গেল ভারত। 

07:24 PM (IST) Nov 21

ইডেনে চার-ছয়ের বন্যা

পাওয়ারপ্লে নিয়মকে কাজে লাগিয়ে ইডেন গার্ডেন্সে ঝোড়ো শুরু করল ভারত। প্রথম দুই ওভারে বল সুইং করলেও রোহিত এবং ইশান বাউন্ডারি মেরেছিলেন। তৃতীয় ওভার থেকে শুরু হয়েছে ছয় মারাও। 

সব মিলিয়ে ৪ ওভারে ভারতের স্কোর ৩৯-০

ইশান কিষাণ ১৫ (১২)

রোহিত শর্মা ২৩(১২)
 

07:15 PM (IST) Nov 21

দারুণ শুরু ভারতের

বোল্টের প্রথম ওভারে বল নড়াচড়া করলেও, রোহিত দুটি বাউন্ডারি পেলেন। পরের ওভারে অ্যাডাম মিলনেকেও দুটি বাইন্ডারি মারলেন ইশান কিষাণ।

২ ওভার পরে স্কোর

ভারত ১৮-০

ইশান কিষাণ ১০ (৬)

রোহিত শর্মা ৮ (৬)

07:13 PM (IST) Nov 21

শুরু হল খেলা

শুরু করলেন রোহিত ও ইশান কিষাণ। রোহিত নিলেন স্ট্রাইক। বোলিং আক্রমণে বোল্ট।

07:07 PM (IST) Nov 21

খেলছেন না কিউই অধিনায়ক টিম সাউদি

এদিন কিউই দলে খেলছেন না, তাদের এই সিরিজের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্পিনার মিচেল স্যান্টনার। সাউদির বদলে এদিন কিউই দলে খেলছেন লকি ফার্গুসন।

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
 

06:53 PM (IST) Nov 21

দলে ঈশান ও চাহাল

এদিন ভারতীয় দলে কেএল রাহুল এবং আর অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে প্রথম দলে সুযোগ পেয়েছেন ঈশান শর্মা এবং যুজবেন্দ্র চাহাল। 

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল।
 

06:40 PM (IST) Nov 21

টসে জিতল ভারত

টানা তৃতীয় ম্যাচে টসে জিতলেন রোহিত শর্মা। তবে এদিন ভারত প্রথমে ব্যাট করবে।  

05:27 PM (IST) Nov 21

যাদবপুরের মাঠে কিউইদের অনুশীলন

রবিবার সকালেও ইডেনে পা রাখেনি কিউইরা। তার বদলে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে তারা অনুশীলন করে। 

05:24 PM (IST) Nov 21

দ্রাবিড়ের পিচ পরীক্ষা

ক্রিকেটাররা কেউ শনিবার ইডেনে না আসলেও, এসেছিলেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে মিলে দীর্ঘক্ষণ ইডেনের পিচ দেখে বুঝে নিতে চেয়েছেন ভারতীয় দলের নতুন কোচ।  

05:22 PM (IST) Nov 21

শনিবারই শহরে দুই দল

শনিবার দুপুরেই শহরে পা রেখেছে দুই দল