Asianet News Bangla | Published : Nov 17, 2021 12:45 PM IST / Updated: Nov 17 2021, 10:47 PM IST

Ind Vs NZ and Sourav Ganguly, Live Update-রুদ্ধশ্বাস ম্য়াচে ৫ উইকেটে জয় পেল রোহিত ব্রিগেড

সংক্ষিপ্ত

বুধবার ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand ) প্রথম টি২০ (T20)ম্য়াচ। জয়পুরে মুখোমুখি  হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও টিম সাউদির (Tim Southee)  দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া দুই দল। অপরদিকে বিসিসআই সভাপতি (BCCI Chairman) থাকার পাশাশি আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান (ICC  Cricket Committee Chairman) হলেন  সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
 

10:42 PM (IST) Nov 17

রুদ্ধশ্বাস ম্যাচে জয় ভারতের

চার মেরে ম্যাচ জেতালেন  ঋষভ পন্ত। ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পেল ভারতীয় ক্রিকেট দল।

10:38 PM (IST) Nov 17

৪ মেরে আউট শ্রেয়স আইয়র

৪ মেরে আউট শ্রেয়স  আইয়র। ৪ বলে দরকার ৫ রান।

10:34 PM (IST) Nov 17

আউট শ্রেয়স আইয়র

৫ রান করে আউট শ্রেয়স  আইয়র। ১৯ ওভার শেষে ভারত ১৫৫ , ৪ উইকেটে। শেষ ওভারে দরকার ১০ রান।

10:28 PM (IST) Nov 17

চাপ বাড়ছে ভারতের উপর

শেষ ২ ওভারে এল ৭ রান। সূর্যকুমারের আউটের পর কমল রানের গতি। ওভারে দরকার ১৬ রান।

10:22 PM (IST) Nov 17

আউট সূর্যকুমার

৪০ বলে ৬২ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব।  বোল্টের বলে বোল্ড হলেন তিনি।

10:17 PM (IST) Nov 17

ঝোড়ো ব্য়াটিং সূর্ষ-পন্থের

১৬ ওভারের খেলা শেষ। ভারত ১৪২ রানে ২ উইকেট। ভারতের জয়ের জন্য দরকার ২৪ বলে ২৩ রান।

10:12 PM (IST) Nov 17

১৫ ওভার শেষে ১২৭ ভারত

১৫ ওভার শেষে ভারত  ১২৭ রানে ২ উইকেট। ৩০ বলে দরকার ৩৮ রান।

10:09 PM (IST) Nov 17

অর্ধশতরান সূর্যকুমারের

৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ  করলেন সূর্যকুমার  যাদব।  ৬ মেরে পূরণ করেন হাফ সেঞ্চুরি।

10:05 PM (IST) Nov 17

আউট রোহিত শর্মা

ট্রেন্ট বোল্টের বলে ৪৮  রান করে আউট হলেন রোহিত শর্মা।

10:00 PM (IST) Nov 17

অর্ধশতরানের পার্টনারশিপ রোহিত-সূর্যকুমারের

দুরন্ত পার্টনারশিপ রোহিত ও সূর্যকুমারের। ১৩ ওভার শেষে  ভারত ১০৯ রানে ১ উইকেট ভারত।

09:46 PM (IST) Nov 17

১০ ওভার শেষে ভারত ৮৫

পার্টনারশিপ গড়ছেন রোহিত ও সূর্যকুমার। ১০ ওভার শেষে ৮৫ রানে ১ উইকেট ভারত।

09:42 PM (IST) Nov 17

নবম ওভারে এল ১২ রান

নবম ওভারের  শেষ বলে ছক্কা মারলেন সূর্যকুুমার যাদব। ভারত ৯ ওভার শেষে ৭৯।

09:39 PM (IST) Nov 17

৮ ওভার শেষে ৬৭ ভারত

কেএল রাহুল আউট হওয়ার পর ইনিংসের রাশ ধরলেন সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। ৮ ওভার শেষে ভারত ৬৭ রানে ১ উইকেট ভারত।

09:29 PM (IST) Nov 17

পাওয়ার প্লে শেষে ভারত ৫৬

শেষ হল ভারতীয় দলের পাওয়ার  প্লে। ১ উইকেটে ভারত ৫৬। 

09:26 PM (IST) Nov 17

আউট কেএল রাহুল

ষষ্ঠ ওভারের  প্রথম বলে স্যান্টনারের বলে আউট হলেন কেএল রাহুল। ভারত ৫০ রানে ১ উইকেট।

09:24 PM (IST) Nov 17

বোল্টের ওভারে মারকাটারি ব্যাটিং রোহিতের

বোল্টের পঞ্চম ওভারে ২টি চার ও ২টি ছয় মারলেন  রোহিত শর্মা। ৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৫০।

09:14 PM (IST) Nov 17

তৃতীয় ওভার এল ১৫ রান

টিম সাউদির তৃতীয় ওভারে  বিধ্বংসী ব্য়াটিং রোহিতের।২টি চার ও একটি ছয় মারলেন তিনি। ৩ ওভার শেষে ২৪।

09:06 PM (IST) Nov 17

১ ওভার শেষে ভারত ৭

প্রথম ওভারে ৭ রান করল টিম ইন্ডিয়া। ওপেন করছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

08:49 PM (IST) Nov 17

১৬৪ রান করল নিউজিল্যান্ড

গাপটিল ও চাপম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ২০ওভারে ১৬৪  রান করল নিউজিল্যান্ড।

08:47 PM (IST) Nov 17

আউট রবীন্দ্রা

শেষ ওভারে সিরাজের বলে ৭ রান করে আউট হলেনরবীন্দ্র। নিউজিল্যান্ড ১৬২ রানে ৬ উইকেট।

08:40 PM (IST) Nov 17

১৯ ওভার শেষে ১৫৭ নিউজিল্যান্ড

১৯ তম ওভারে উইকেট সহ আটোসাঁটো  বলিংভুবির। নিউজিল্যান্ড ১৫৭ রানে ৫ উইকেট।

08:36 PM (IST) Nov 17

আউট টিম সেইফার্ট

বিগ হিট  করতে গিয়ে ১২ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হলেন  টিম সেইফার্ট।

08:33 PM (IST) Nov 17

১৮ ওভার শেষে ১৫২ রানে ৪ উইকেট নিউজিল্যান্ড

গাপটিল আউট হতেই কমল রানের গতি। ১৮ ওভার শেষে ১৫২ রানে ৪ উইকেট নিউজিল্যান্ড

08:28 PM (IST) Nov 17

আউট গাপটিল

১৮  তম ওভারের প্রথমবলে দীপক চাহারকে ছয় মারেন গাপটিল।দ্বিতীয় বলে ছয় মারতে গিয়ে  আউট হন তিনি। ৪২ বলে ৭০ রান করেন গাপটিল।

08:26 PM (IST) Nov 17

বিধ্বংসী ব্য়াটিং করছেন মার্টিন গাপটিল

চার-ছয়ের ফুলঝুরি গাপটিলের ব্য়াটে। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৪ রানে ৩  উইকেট।

08:15 PM (IST) Nov 17

অর্ধশতরান পূরণ করলেন গাপটিল

৩১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন  গাপটিল। সিরাজের ওভারে এল ১৩ রান। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১২৩ রানে ৩  উইকেট।

08:09 PM (IST) Nov 17

অশ্বিন নিলেন তার দ্বিতীয় উইকেট

এক ওভারে ২  উইকেট নিলেন অশ্বিন। মার্ক চাপম্যানের পর খাতা  না খুলেই অশ্বিনের শিকার হলেন ফিলিপস। ১৪ ওভার শেষে ১১০ রানে ৩ উইকেট নিউজিল্যান্ড।

08:05 PM (IST) Nov 17

আউট মার্ক চাপম্যান

৬৩ রান করে অশ্বিনের বলে বোল্ড  হলেন মার্ক চাপম্যান। নিউজিল্যান্ড ১১০ রানে ২  উইকেট।

08:03 PM (IST) Nov 17

শতরান দলের ও পার্টনারশিপের

শতরান পূরণ  হল নিউজিল্যান্ডেের।একইসঙ্গে শতরানের পার্টনারশিপও পূরণ হব গাপটিল ও চাপম্যান। ১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ১০৬।

07:57 PM (IST) Nov 17

অর্ধশতরান চাপম্যানের

৪৫ বলে নিজের অর্ধশতরান পূরণ  করলেন চাপম্যান। ১২ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ৯৬।

07:53 PM (IST) Nov 17

সিরাজের ওভারে এল ১৬ রান

মহম্মদ সিরাজের ১১ তম  ওভারে এল ১৬ রান। ১টি ও একটি ৬ মারলেন গাপটিল। ১১ ওভার শেষে ১ উইকেটে ৮১ নিউজিল্যান্ড।

07:45 PM (IST) Nov 17

১০ ওভার শেষে ৬৫ নিউজিল্যান্ড

শেষে হল ১০ ওভারের খেলা। নিউজিল্যান্ড ৬৫ রানে ১ উইকেট।

07:39 PM (IST) Nov 17

৮ ওভার শেষে ৫৫ নিউজিল্যান্ড

৫০ রানের পার্টনারশিপ পার করলেন গাপটিলল ও চাপম্যান। ৮ ওভার শেষে ১ উইকেটে ৫৫ কিউইরা।

07:32 PM (IST) Nov 17

হাত খুলছেন কিউই ব্যাটসম্যানরা

দীপক চাহারের ষষ্ঠ ওভারে এল একটি চার ও একটি ছয়। পাওয়ার প্লে শেষে  ৬ ওভার শেষে নিউজিল্যান্ড ৪১।

07:23 PM (IST) Nov 17

৪ ওভার শেষে ২০ নিউজিল্যান্ড

আটোসাঁটো  বোলিং ভারতের।৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ২০।

07:12 PM (IST) Nov 17

দ্বিতীয় ওভারে এল ৯ রান

দ্বিতীয় ওভারে দীপক চাহার দিলেন ৯ রান। নিউজিল্যান্ড ১ উইকেটে ১১।

07:06 PM (IST) Nov 17

প্রথম ওভার শেষে ২নিউজিল্যান্ড

প্রথম ওভারে উইকেটনিলেন  ভুবি। ২ রানে ১ উইকেট কিউইরা।

07:05 PM (IST) Nov 17

প্রথম ওভারেই ভূবনেশ্বর  কুমার নিলেন উইকেট

প্রথম ওভারেই ভূবনেশ্বর  কুমারের বলে খাতা না খুলেই আউট ডায়ার্ল মিচেল।

07:00 PM (IST) Nov 17

দেখে নিন ভারতীয় দলের একাদশ

নিউজিল্য়ান্ডে বিরদ্ধে ভারতের প্রথম একাদশ।

 

 

06:35 PM (IST) Nov 17

প্রথম ম্য়াচেই টস জিতলেন রোহিত

অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই  টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।

 

 


More Trending News