IPL 2021, Eliminator, RCB vs KKR Live - রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল কেকেআর, আরসিবিকে হারাল ৪ উইকেটে

সংক্ষিপ্ত

সোমবার আইপিএল ২০২১ (IPL 2021)-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই জমজমাট ক্রিকেট মোকাবিলার প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে - 

11:07 PM (IST) Oct 11

জয় পেল কেকেআর

রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি ৪ উইকেটে হারাল কেকেআর। দ্বিতীয় এলিমিনেটরে দিল্লির মুখোমুখি হবে নাইটরা।

11:02 PM (IST) Oct 11

কেকেআরের দরকার ১ ওভরে ৭ রান

এক ওভারে কেকেআরের দরকার ৭ রান। ক্রিজে মর্গ্যান ও শাকিব।

11:00 PM (IST) Oct 11

আউট দীনেশ কার্তিক

এক ওভারে জোড়া শিকার সিরাজের। আউট দীনেশ কার্তিক।

10:50 PM (IST) Oct 11

আউট সুনীল নারিন

ফের জমে উঠল ম্য়াচ। মহম্মদ সিরাজের বলে আউট সুনীল নারিন। ২৬ রান করলেন তিনি।

10:48 PM (IST) Oct 11

১৭ ওভার শেষে কেকেআর ১২৪

ব্য়াট করছেন কার্তিক ও নারিন। ৩ ওভারে কেকেআরের দরকার ১৫ রান।

10:37 PM (IST) Oct 11

১৫ ওভার শেষে কেকেআর ১১২

১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১১২। ৫ ওভারে দরকার ২৭ রান। 

10:34 PM (IST) Oct 11

আউট নীতিশ রানা

চাহলের বলে ২৩ রান করে আউট নীতিশ রানা। ১১০ রানে ৪  উইকেট কেকেআর।

10:24 PM (IST) Oct 11

এক ওভারে ৩টি ছক্কা মারলেন নারিন

রানের গতি বাড়াতে নারিনকে নামায় কেকেআর। ড্যান ক্রিস্টিয়ানের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান ড্যান ক্রিস্টিয়ানকে। ১২ ওভার শেষে কেকেআর ১০১ রানে ৩  উইকেট।

10:18 PM (IST) Oct 11

আউট ভেঙ্কটেশ আইয়র

তৃতীয় ধাক্কা কেকেআরের। হার্সল প্যাটেলের বলে ২৬ রান করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ১১ ওভার শেষে ৭৯ রানে ৩ উইকেট কেকেআর।

10:11 PM (IST) Oct 11

১০ ওভার শেষে কেকেআর ৭৪

পরপর ২ উইকেট হারিয়ে ক্রিজে ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৭৪।

10:01 PM (IST) Oct 11

আউট রাহুল ত্রিপাঠী

৬ রান করে চাহলের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী।

09:52 PM (IST) Oct 11

আউট শুবমান গিল

১৮ বলে ২৯ রান করে হার্সল প্যাটেলের বলে আউট হলেন শুবমান গিল।  ৬ ওভার শেষে কেকেআর  ৪৮ রানে ১ উইকেট।

09:43 PM (IST) Oct 11

চতুর্থ ওভারে চারের হ্যাটট্রিক শুবমানের

 গিল। ভালো শুরু কেকেআরের। চতুর্থ ওভারে গার্টনকে পরপর তিনটি চার মারেন গিল। চতুর্থ ওভার শেষে কেকেআর ৩৬।

09:35 PM (IST) Oct 11

দ্বিতীয় ওভারে বিশাল ছক্কা ভেঙ্কটেশ আইয়রের

দ্বিতীয় ওভারে বিশাল ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৬।

09:30 PM (IST) Oct 11

প্রথম ওভার শেষে কেকেআর ৭

১৩৯ রান তাড়া করতে নামল কেকেআর। প্রথম ওভার শেষে রান ৭। একটি চার মারেন শুবমান গিল।

09:12 PM (IST) Oct 11

শেষ ওভারে উঠল রান

শেষ ওভারে করলেন শিব মাভি। একটি নোবল এবং একটি ওয়াইড-সহ ১২ রান দিলেন তিনি। কেকেআর-এর সামনে ১৩৯ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। ২০ ওভারে ১৩৬/৭ করল তারা। 

09:09 PM (IST) Oct 11

আউট ক্রিশ্চিয়ান

শেষ ওভারের চতুর্থ বলে রানাউট হলেন ড্যান ক্রিশ্চিয়ান। লকি ফার্গুসন ফিল্ডিং মিস করায় তাঁরা দুই রান নিতে গিয়েছিলেন। ক্রিশ্চিয়ান করলেন ৮ বলে ৯।

09:03 PM (IST) Oct 11

আউট শাহবাজ

১৪ বলে ১৩ করে আউট হলে শাহবাজ। ফার্গুসনের বলে ছয় মারতে গিয়ে শিবম মাভির হাতে ধরা পড়লেন তিনি। ১৯ ওভারের শেষে আরসিবি ১২৬/৬  

08:58 PM (IST) Oct 11

১৮ ওভারে আরসিবি ৫ উইকেটে ১১৯

১৮তম ওভারে ৬ রান দিলেন শিবম মাভি। 

১৮ ওভারের শেষে

আরসিবি - ১১৯/৫

শাহবাজ - ১২

ক্রিশ্চিয়ান - ২

08:53 PM (IST) Oct 11

আউট ম্যাক্সওয়েল

দুরন্ত নারাইনের কাছে বশ মানলেন ম্যাক্সওয়েলও। ১৮ বলে ১৫ রান করলেন তিনি। নতুন ব্যাটার ড্য়ান ক্রিশ্চিয়ান।

১৭ ওভারের শেষে

আরসিবি - ১১৩/৫

শাহবাজ - ৮

ক্রিশ্চিয়ান - ০ 

08:48 PM (IST) Oct 11

বরুণ চক্রবর্তীর ওভারে এল ৩ রান

১৬ ওভারের শেষে

আরসিবি - ১১১/৪

ম্যাক্সওয়েল - ১৫

শাহবাজ - ৬

08:40 PM (IST) Oct 11

আউট ডিভিলিয়ার্স

ফের দুরন্ত নারাইন। ফিরিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্সকে। ৯ বলে ১১ করে  গেলেন এবিডি।

08:31 PM (IST) Oct 11

আউট কোহলি

দুরন্ত বলে কোহলিকে ফেরালেন সুনীল নারাইন। কোহলি করলেন ৩২ বলে ৩৯ রান। ক্রিজে এলেন এবি ডিভিলিয়ার্স

08:31 PM (IST) Oct 11

ফার্গুসন দিলেন ৮ রান

১২তম ওভারে ফার্গুসন দিলেন ৮ রান। শেষ বলে ৪ মারলেন কোহলি।

১২ ওভারের শেষে

আরসিবি - ৮৭/২

কোহলি - ৩৯

ম্যাক্সওয়েল - ৮

08:25 PM (IST) Oct 11

শুিরু হল ম্যাক্সি ঝড়?

সুইচ হিটে সাকিবকে চার মারলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভার থেকে এল ৯ রান। 

১১ ওভারের শেষে

আরসিবি - ৭৯/২

কোহলি - ৩৪

ম্যাক্সওয়েল - ৮

08:19 PM (IST) Oct 11

১০ ওভার শেষে আরসিবি ৭০/২

দশম ওভারে ৪ রান দিয়ে ১টি উইকেট নিয়ে গেলেন সুনীল নারাইন। 

১০ ওভারের শেষে

আরসিবি - ৭০/২

কোহলি - ৩০

ভরত - ১

08:16 PM (IST) Oct 11

আউট ভরত

প্রথম ওভার বল করতে  এসেই জোর ধাক্কা দিলেন সুনীল নারাইন। ওভারের চতুর্থ বলে তাঁকে তুলে মারতে গিয়ে আউট হলেন ভরত। নতুন ব্যাটার ম্যাক্সওয়েল।

08:14 PM (IST) Oct 11

নবম ওভারেও এল ৪ রান

নবম ওভারও কেকেআর-এর জন্য ভাল গেল। সাকিব দিলেন মাত্র  ৪ রান। 

৯ ওভারের শেষে

আরসিবি - ৬৬/১

কোহলি - ৩০

ভরত - ৮

08:12 PM (IST) Oct 11

অষ্টম ওভারে বরুণ দিলেন ৫

অষ্টম ওভার করলেন বরুণ চক্রবর্তী। রান দিলেন ৫। 

৮ ওভারের শেষে

আরসিবি - ৬২/১

কোহলি - ২৪

ভরত - ৬

08:07 PM (IST) Oct 11

সাকিব দিলেন ৪ রান

সপ্তম ওভারে কোহলির বিরুদ্ধে রান আউটের আবেদন উঠল.। তবে  রিপ্লেতে দেখা গেল, তিনি নিরাপদ। ওভারটি বেশ ভাল করলেন সাকিব। দিলেন মাত্র ৪ রান। 

৭ ওভারের শেষে

আরসিবি - ৫৭/১

কোহলি - ২৬

ভরত - ৪

08:00 PM (IST) Oct 11

পাওয়ার প্লে শেষ, আরসিবি - ৫৩/১

পাওয়ার প্লে-র শেষ। ফার্গুসন দিলেন মাত্র ৪ রান। 

৬ ওভারের শেষে

আরসিবি - ৫৩/১

কোহলি - ২৪

ভরত - ২

07:57 PM (IST) Oct 11

আউট পড়িক্কল

ষষ্ঠ ওভার বল করলেন ফার্গুসন। প্রথম বলেই তিনি বোল্ড করলেন দেবদত্ত পরিক্কলকে। ১৮ বলে ২১ রান করে গেলেন তিনি। নতুন ব্যাটার কেএস ভরত।

07:50 PM (IST) Oct 11

মাভির ওভার থেকে এল ১৩ রান

পঞ্চম ওভার বল করতে এলেন শিবম মাভি। প্রথম বলেই চার মারলেন কোহলি। তৃতীয় বলে লেগ বাইতে আরও একটি চার হল। সব মিলিয়ে রান এল ১৩।

৫ ওভারের শেষে

আরসিবি - ৪৯/০

পড়িক্কল - ২১

কোহলি - ২২

07:45 PM (IST) Oct 11

লকি ফার্গুসনের ওভার থেকে এল ১২

চতুর্থ ওভার করতে এলেন লকি ফার্গুসন। প্রথম বলেই চার মারলেন পড়িক্কল। চতুর্থ বলে হল বাই ৪ রান। মোট ১২ রান এল ওভার থেকে।

৪ ওভারের শেষে

আরসিবি - ৩৬/০

পড়িক্কল - ১৬

কোহলি - ১৯

07:45 PM (IST) Oct 11

বরুণ দিলেন ৭ রান

তৃতীয় ওভার করলেন বরুণ চক্রবর্তী, ৭ রান দিলেন তিনি।

৩ ওভারের শেষে

আরসিবি - ২৪/০

পড়িক্কল - ৮ 

কোহলি - ১৫

 

07:42 PM (IST) Oct 11

অল সেট

ম্যাচের আগে কোহলির ফটোসেশন

 

07:40 PM (IST) Oct 11

১০ রান এল দ্বিতীয় ওভার থেকে

পুরো ওভার ভাল করে ষষ্ঠ বলটাই খারাপ করলেন শিবম মাভি। প্রথম ৫ বলে এসেছিল মাত্র ১ রান। সেখানে ষষ্ঠ বলচি মাভি করলেন নো বল, বিরাটও মারলেন চার। পরের বলে ফ্রিহিটে আরও একটি চার পেলেন কোহলি। 

২ ওভারের শেষে

আরসিবি - ১৭/০

পড়িক্কল - ৩ 

কোহলি - ১৪

 

07:38 PM (IST) Oct 11

জয়ের পরিসংখ্যানে এগিয়ে কেকেআর

জয়ের পরিসংখ্যানে সামান্য এগিয়ে কেকেআর 

07:37 PM (IST) Oct 11

শেষ হাসি হাসবে কে?

ম্যাচের শুরুতে আইপিএল ট্রফি নিয়ে দুই অধিনায়ক। ম্যাচ শেষে হাসি থাকবে কার মুখে? দেখতে থাাকুন - 

 

07:35 PM (IST) Oct 11

নজরে ট্রফি

ট্রফির দিকে নজর কেকেআর-এর