সোমবার আইপিএল ২০২১ (IPL 2021)-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই জমজমাট ক্রিকেট মোকাবিলার প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে -
11:07 PM (IST) Oct 11
রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি ৪ উইকেটে হারাল কেকেআর। দ্বিতীয় এলিমিনেটরে দিল্লির মুখোমুখি হবে নাইটরা।
11:02 PM (IST) Oct 11
এক ওভারে কেকেআরের দরকার ৭ রান। ক্রিজে মর্গ্যান ও শাকিব।
11:00 PM (IST) Oct 11
এক ওভারে জোড়া শিকার সিরাজের। আউট দীনেশ কার্তিক।
10:50 PM (IST) Oct 11
ফের জমে উঠল ম্য়াচ। মহম্মদ সিরাজের বলে আউট সুনীল নারিন। ২৬ রান করলেন তিনি।
10:48 PM (IST) Oct 11
ব্য়াট করছেন কার্তিক ও নারিন। ৩ ওভারে কেকেআরের দরকার ১৫ রান।
10:37 PM (IST) Oct 11
১৫ ওভার শেষে কেকেআর ৪ উইকেটে ১১২। ৫ ওভারে দরকার ২৭ রান।
10:34 PM (IST) Oct 11
চাহলের বলে ২৩ রান করে আউট নীতিশ রানা। ১১০ রানে ৪ উইকেট কেকেআর।
10:24 PM (IST) Oct 11
রানের গতি বাড়াতে নারিনকে নামায় কেকেআর। ড্যান ক্রিস্টিয়ানের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান ড্যান ক্রিস্টিয়ানকে। ১২ ওভার শেষে কেকেআর ১০১ রানে ৩ উইকেট।
10:18 PM (IST) Oct 11
তৃতীয় ধাক্কা কেকেআরের। হার্সল প্যাটেলের বলে ২৬ রান করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ১১ ওভার শেষে ৭৯ রানে ৩ উইকেট কেকেআর।
10:11 PM (IST) Oct 11
পরপর ২ উইকেট হারিয়ে ক্রিজে ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়র ও নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৭৪।
10:01 PM (IST) Oct 11
৬ রান করে চাহলের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী।
09:52 PM (IST) Oct 11
১৮ বলে ২৯ রান করে হার্সল প্যাটেলের বলে আউট হলেন শুবমান গিল। ৬ ওভার শেষে কেকেআর ৪৮ রানে ১ উইকেট।
09:43 PM (IST) Oct 11
গিল। ভালো শুরু কেকেআরের। চতুর্থ ওভারে গার্টনকে পরপর তিনটি চার মারেন গিল। চতুর্থ ওভার শেষে কেকেআর ৩৬।
09:35 PM (IST) Oct 11
দ্বিতীয় ওভারে বিশাল ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৬।
09:30 PM (IST) Oct 11
১৩৯ রান তাড়া করতে নামল কেকেআর। প্রথম ওভার শেষে রান ৭। একটি চার মারেন শুবমান গিল।
09:12 PM (IST) Oct 11
শেষ ওভারে করলেন শিব মাভি। একটি নোবল এবং একটি ওয়াইড-সহ ১২ রান দিলেন তিনি। কেকেআর-এর সামনে ১৩৯ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। ২০ ওভারে ১৩৬/৭ করল তারা।
09:09 PM (IST) Oct 11
শেষ ওভারের চতুর্থ বলে রানাউট হলেন ড্যান ক্রিশ্চিয়ান। লকি ফার্গুসন ফিল্ডিং মিস করায় তাঁরা দুই রান নিতে গিয়েছিলেন। ক্রিশ্চিয়ান করলেন ৮ বলে ৯।
09:03 PM (IST) Oct 11
১৪ বলে ১৩ করে আউট হলে শাহবাজ। ফার্গুসনের বলে ছয় মারতে গিয়ে শিবম মাভির হাতে ধরা পড়লেন তিনি। ১৯ ওভারের শেষে আরসিবি ১২৬/৬
08:58 PM (IST) Oct 11
১৮তম ওভারে ৬ রান দিলেন শিবম মাভি।
১৮ ওভারের শেষে
আরসিবি - ১১৯/৫
শাহবাজ - ১২
ক্রিশ্চিয়ান - ২
08:53 PM (IST) Oct 11
দুরন্ত নারাইনের কাছে বশ মানলেন ম্যাক্সওয়েলও। ১৮ বলে ১৫ রান করলেন তিনি। নতুন ব্যাটার ড্য়ান ক্রিশ্চিয়ান।
১৭ ওভারের শেষে
আরসিবি - ১১৩/৫
শাহবাজ - ৮
ক্রিশ্চিয়ান - ০
08:48 PM (IST) Oct 11
১৬ ওভারের শেষে
আরসিবি - ১১১/৪
ম্যাক্সওয়েল - ১৫
শাহবাজ - ৬
08:40 PM (IST) Oct 11
ফের দুরন্ত নারাইন। ফিরিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্সকে। ৯ বলে ১১ করে গেলেন এবিডি।
08:31 PM (IST) Oct 11
দুরন্ত বলে কোহলিকে ফেরালেন সুনীল নারাইন। কোহলি করলেন ৩২ বলে ৩৯ রান। ক্রিজে এলেন এবি ডিভিলিয়ার্স
08:31 PM (IST) Oct 11
১২তম ওভারে ফার্গুসন দিলেন ৮ রান। শেষ বলে ৪ মারলেন কোহলি।
১২ ওভারের শেষে
আরসিবি - ৮৭/২
কোহলি - ৩৯
ম্যাক্সওয়েল - ৮
08:25 PM (IST) Oct 11
সুইচ হিটে সাকিবকে চার মারলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভার থেকে এল ৯ রান।
১১ ওভারের শেষে
আরসিবি - ৭৯/২
কোহলি - ৩৪
ম্যাক্সওয়েল - ৮
08:19 PM (IST) Oct 11
দশম ওভারে ৪ রান দিয়ে ১টি উইকেট নিয়ে গেলেন সুনীল নারাইন।
১০ ওভারের শেষে
আরসিবি - ৭০/২
কোহলি - ৩০
ভরত - ১
08:16 PM (IST) Oct 11
প্রথম ওভার বল করতে এসেই জোর ধাক্কা দিলেন সুনীল নারাইন। ওভারের চতুর্থ বলে তাঁকে তুলে মারতে গিয়ে আউট হলেন ভরত। নতুন ব্যাটার ম্যাক্সওয়েল।
08:14 PM (IST) Oct 11
নবম ওভারও কেকেআর-এর জন্য ভাল গেল। সাকিব দিলেন মাত্র ৪ রান।
৯ ওভারের শেষে
আরসিবি - ৬৬/১
কোহলি - ৩০
ভরত - ৮
08:12 PM (IST) Oct 11
অষ্টম ওভার করলেন বরুণ চক্রবর্তী। রান দিলেন ৫।
৮ ওভারের শেষে
আরসিবি - ৬২/১
কোহলি - ২৪
ভরত - ৬
08:07 PM (IST) Oct 11
সপ্তম ওভারে কোহলির বিরুদ্ধে রান আউটের আবেদন উঠল.। তবে রিপ্লেতে দেখা গেল, তিনি নিরাপদ। ওভারটি বেশ ভাল করলেন সাকিব। দিলেন মাত্র ৪ রান।
৭ ওভারের শেষে
আরসিবি - ৫৭/১
কোহলি - ২৬
ভরত - ৪
08:00 PM (IST) Oct 11
পাওয়ার প্লে-র শেষ। ফার্গুসন দিলেন মাত্র ৪ রান।
৬ ওভারের শেষে
আরসিবি - ৫৩/১
কোহলি - ২৪
ভরত - ২
07:57 PM (IST) Oct 11
ষষ্ঠ ওভার বল করলেন ফার্গুসন। প্রথম বলেই তিনি বোল্ড করলেন দেবদত্ত পরিক্কলকে। ১৮ বলে ২১ রান করে গেলেন তিনি। নতুন ব্যাটার কেএস ভরত।
07:50 PM (IST) Oct 11
পঞ্চম ওভার বল করতে এলেন শিবম মাভি। প্রথম বলেই চার মারলেন কোহলি। তৃতীয় বলে লেগ বাইতে আরও একটি চার হল। সব মিলিয়ে রান এল ১৩।
৫ ওভারের শেষে
আরসিবি - ৪৯/০
পড়িক্কল - ২১
কোহলি - ২২
07:45 PM (IST) Oct 11
চতুর্থ ওভার করতে এলেন লকি ফার্গুসন। প্রথম বলেই চার মারলেন পড়িক্কল। চতুর্থ বলে হল বাই ৪ রান। মোট ১২ রান এল ওভার থেকে।
৪ ওভারের শেষে
আরসিবি - ৩৬/০
পড়িক্কল - ১৬
কোহলি - ১৯
07:45 PM (IST) Oct 11
তৃতীয় ওভার করলেন বরুণ চক্রবর্তী, ৭ রান দিলেন তিনি।
৩ ওভারের শেষে
আরসিবি - ২৪/০
পড়িক্কল - ৮
কোহলি - ১৫
07:42 PM (IST) Oct 11
ম্যাচের আগে কোহলির ফটোসেশন
07:40 PM (IST) Oct 11
পুরো ওভার ভাল করে ষষ্ঠ বলটাই খারাপ করলেন শিবম মাভি। প্রথম ৫ বলে এসেছিল মাত্র ১ রান। সেখানে ষষ্ঠ বলচি মাভি করলেন নো বল, বিরাটও মারলেন চার। পরের বলে ফ্রিহিটে আরও একটি চার পেলেন কোহলি।
২ ওভারের শেষে
আরসিবি - ১৭/০
পড়িক্কল - ৩
কোহলি - ১৪
07:38 PM (IST) Oct 11
জয়ের পরিসংখ্যানে সামান্য এগিয়ে কেকেআর
07:37 PM (IST) Oct 11
ম্যাচের শুরুতে আইপিএল ট্রফি নিয়ে দুই অধিনায়ক। ম্যাচ শেষে হাসি থাকবে কার মুখে? দেখতে থাাকুন -
07:35 PM (IST) Oct 11
ট্রফির দিকে নজর কেকেআর-এর