Asianet News Bangla | Published : Oct 15, 2021 10:23 AM IST / Updated: Oct 15 2021, 11:32 PM IST

IPL 2021, Final, LIVE - ফাইনালে দুরন্ত সিএসকে, ২৭ রানে ম্য়াচ জিতে চতুর্থবার চ্যাম্পিয়ন ধোনির দল

সংক্ষিপ্ত

দশমীর দিন আইপিএল ২০২১ (IPL 2021)-এর ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মা-কে বিদায় জানাতে জানাতে ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে।
 

11:31 PM (IST) Oct 15

আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে

১৬৫ রানে থামল কেকেআরের ইনিংস। ২৭ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল সিএসকে।

11:29 PM (IST) Oct 15

আউট শিবম মাভি

১৩ বলে ২০ রান করে আউট মাভি

11:18 PM (IST) Oct 15

দুটি ছয় মারলেন মাি

ম্যাচ কার্যত হাতছাড়া কেকেআরের। শিবম মাভি দুটি ছয় মারলেও হতাশ কেকেআর। ১৮ ওভার শেষে কেকেআর ৮ উইকেটে ১৪৫।

11:08 PM (IST) Oct 15

আউট ইয়ন মর্গ্যান

পুরো মরসুমে চূড়ান্ত ফ্লপ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফাইনালেও হলেন ব্যর্থ। হ্য়াজেলউডের বলে ৪ বলে ৪ রান করে আউট হলেন তিনি।

11:02 PM (IST) Oct 15

আউট রাহুল ত্রিপাঠী

২ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন গত ম্য়াচের নায়ক রাহুল ত্রিপাঠী।

10:58 PM (IST) Oct 15

শূন্য রানে আউট শাকিব

জাদেজার এক ওভারে জোড়া শিকার। কার্তিকের পর শূন্য রানে আউট করে প্যাবেলিয়নে পাঠালেন শাকিব আল হাসানকে।

10:52 PM (IST) Oct 15

আউট দীনেশ কার্তিক

৭ বলে ৯ রান করে জাদেজার বলে আউট হলেন দীনেশ কার্তিক।

10:44 PM (IST) Oct 15

আউট শুবমান গিল

আরও চাপ বাড়ল কেকেআরের। ৫১ রান করে দীপক চাহারের বলে আউট হলেন শুবমান গিল।

10:42 PM (IST) Oct 15

অর্ধশতরান শুবমান গিলের

৪০ বলে নিজের হাফ সেঞ্চরি পূরণ করলেন শুবমান গিল। তবে লাগাতার উইকেট হারিয়ে চাপে কেকেআরে। ১৩ ওভার শেষে ১০৮ রানে ৩ উইকেট কেকেআর।

10:35 PM (IST) Oct 15

আউট সুনীল নারিন

তৃতীয় ধাক্কা কেকেআরের। ২ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন সুনীল নারিন। 

10:32 PM (IST) Oct 15

আউট নীতিশ রানা

একই ওভারে জোড়া উইকেট শার্দুল ঠাকুরের। খাতা না খুলেই আউট হলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৯৩।

10:28 PM (IST) Oct 15

আউট ভেঙ্কটেশ আইয়র

প্রথম উইকেট পড়ল কেকেআরের। ৫০ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।

10:24 PM (IST) Oct 15

জীবন পেলেন শুবমান , ১০ ওভার শেষে কেকেআর ৮৮

ক্যাচ আউট হয়েও স্পাই ক্যামের তারে বল লাগায় বাতিল হল বল। জীবন পেলেন শুবমান গিল। তারপরই জাদেজাকে পরপর দুটি চার মারেন গিল।  ১০ ওভার শেষে কেকেআর ৮৮।

10:20 PM (IST) Oct 15

ভেঙ্কটেশ আইয়রের অর্ধশতরান

মরসুমের চতুর্থ অর্ধশতরান করলেন ভেঙ্কটেশ আইয়র। ৩১ বলে ৫০ করলেন তিনি।

10:13 PM (IST) Oct 15

জাদেজাকে ছক্কা হাঁকালেন আইয়র

৮ ওভার শেষে কেকেআর ৬৮ রানে বিনা উইকেট। অষ্টম ওভারের শেষ বলে জাদেজাকে ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র।

10:02 PM (IST) Oct 15

শেষ হল কেকেআরের ব্য়াটিং পাওয়ার প্লে

৬ ওভারের পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫৫। আইয়র ৩২, গিল ২২।

09:56 PM (IST) Oct 15

৫ ওভার শেষে কেকেআর ৪৭

মারকাটারি ব্যাটিং করছেন আইয়র। ৫ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৪৭।

09:51 PM (IST) Oct 15

ভালো শুরু আইয়র-গিলের

একের পর এক বাউন্ডারি মারছেন গিল-আইয়র। ৪ ওভার শেষে কেকেআর ৩৫ রান, বিনা উইকেটে

09:41 PM (IST) Oct 15

দ্বিতীয় ওভারে হ্যাজেলউডকে ছক্কা হাঁকালেন ভেঙ্কটেশ আইয়র

দ্বিতীয় ওভারে হ্যাজেলউডকে ছয় মারলেন আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৫।

09:38 PM (IST) Oct 15

প্রথম ওভার শেষে কেকেআর ছয়

১৯৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৬।

09:19 PM (IST) Oct 15

ইনিংস শেষ, কেকেআর-এর লক্ষ্যমাত্রা ১৯৩

২০ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করল সিএসকে। 

09:18 PM (IST) Oct 15

শেষ ওভারের শেষ বলে আউট ডুপ্লেসিস

শেষ ওভার করলেন শিবম মাভি। একেবারে শেষ বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ফাফ ডুপ্লেসিস। শেষ ওভার থেকে এল ৭ রান। ৫৯ বলে ৮৬ রান করে গেলেন তিনি। ৭টি চার এবং ৩টি ছয় মারলেন তিনি। মইন আলি অপরাজিত থাকলেন ২০ বলে ৩৭ করে। মারলেন ২টি চার ও ৩টি ছয়।

09:12 PM (IST) Oct 15

১৯তম ওভারে এল ১৩ রান

১৯তম ওভার বল করতে এলেন বরুণ চক্রবর্তী। একটি চার এবং একটি ছয় মারলেন মইন আলি। ওভার থেকে এল ১৩ রান।
১৯ ওভারের শেষে 
সিএসকে - ১৮৫/২
ডুপ্লেসিস - ৮১
মইন আলি - ৩৫
 

09:06 PM (IST) Oct 15

১৯ রান এল ১৮তম ওভার থেকে

১৮তম ওভারে ১৯ রান দিলেন লকি ফার্গুসন। মইন আলি একটি চার, ডুপ্লেসিস একটি চার ও একটি ছয় মারলেন।
১৮ ওভারের শেষে 
সিএসকে - 
ডুপ্লেসিস - ৮০
মইন আলি - ২৩
 

08:58 PM (IST) Oct 15

ওভারের শুরুতে শেষে ছয়

১৭তম ওভারে বল করতে এসে প্রথম ও শেষ বলে মইন আলির হাতে ছয় খেলেন শিবম মাভি। ওভার থেকে এল ১৪ রান।
১৭ ওভারের শেষে 
সিএসকে - ১৫৩/২
ডুপ্লেসিস - ৬৯
মইন আলি - ১৬

08:51 PM (IST) Oct 15

১৬তম ওভারের প্রথম বলেই চার

১৬তম ওভারে আক্রমণে ফিরলেন লকি ফার্গুসন। প্রথম বলেই চার মারলেন ডুপ্লেসিস। ওভার থেকে এল ৮ রান।
১৬ ওভারের শেষে 
সিএসকে - ১৩৯/২
ডুপ্লেসিস - ৬৮
মইন আলি - ২

08:48 PM (IST) Oct 15

আইয়ার করলেন ১৫তম ওভার

১৫তম ওভার ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে করালেন মর্গান। মাত্র ৬ রান দিলেন তিনি। 
১৫ ওভারের শেষে 
সিএসকে - ১৩১/২
ডুপ্লেসিস - ৬১
মইন আলি - ২
 

08:42 PM (IST) Oct 15

১৪তম ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নারাইনের

১৪তম ওভারে ৯ রান দিয়ে উথাপ্পাকে ফেরালেন সুনীল নারাইন।  
১৪ ওভারের শেষে 
সিএসকে - ১২৫/২
ডুপ্লেসিস - ৫৭
মইন আলি - ১
 

08:37 PM (IST) Oct 15

আউট উথাপ্পা

১৫ বলে ৩১ রান করে নারাইনের বলে এলবিডব্লু হলেন রবিন উথাপ্পা। মারলেন ৩টি ছয়। ১৩.৩ ওভারে সিএসকে - ১২৪/২

নতুন  ব্যাটার মইন আলি।

08:35 PM (IST) Oct 15

উথাপ্পা কি আউট?

নারাইনের বলে আউটের আবেদন। ডিআরএস নিলেন উথাপ্পা। 

08:34 PM (IST) Oct 15

১৩তম ওভারে ১২ রান দিলেন বরুণ চক্রবর্তী

১৩তম ওভারে ১২ রান দিলেন বরুণ চক্রবর্তী। ছয় মারলেন উথাপ্পা। 
১৩ ওভারের শেষে 
সিএসকে - ১১৬/১
ডুপ্লেসিস - ৫৬
রবিন উথাপ্পা - ২৫
 

08:31 PM (IST) Oct 15

৫০ রানের পার্টনারশিপ

২৬ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়লেন ডু্প্লেসিস ও রবিন উথাপ্পা।

 
সিএসকে - ১১২/১
ডুপ্লেসিস - ৫৫
রবিন উথাপ্পা - ২২

08:28 PM (IST) Oct 15

১২তম ওভারে নারাইন দিলেন ৭ রান

১২তম ওভারে নারাইন দিলেন ৭ রান ১২ ওভারের শেষে সিএসকে - ১০৪/১ ডুপ্লেসিস - ৫৫ রবিন উথাপ্পা - ১৪

08:26 PM (IST) Oct 15

খারাপ ওভার কেকেআর-এর জন্য

এগারোতম ওভারে ১৭ রান দিলেন লকি ফার্গুসন। ২টি চার ও ১টি ছয় মারলেন ডুপ্লেসিস। ১১ ওভারের শেষে সিএসকে - ৯৭/১ ডুপ্লেসিস - ৫২ রবিন উথাপ্পা - ১০

08:25 PM (IST) Oct 15

৬ মেরে অর্ধশতরান ডুপ্লেসিসের

লকি ফার্গুিসনের করা এগারোতম ওভারের শেষ বলে ৬ মেরে অর্ধশতরান করলেন ফাফ ডুপ্লেসিস। ৫টি চার ও ২টন ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫২ রানে অপরাজিত তিনি। 

08:15 PM (IST) Oct 15

৪ রান, ১ উইকেট


নবম ওভারে ৪ রান দিয়ে ঋতুরাজ গায়কোয়াডকে ফেরালেন সুনীল নারাইন। 
৯ ওভারের শেষে 
সিএসকে - ৬৫/১
ডুপ্লেসিস - ২৮
রবিন উথাপ্পা - ২

08:11 PM (IST) Oct 15

টাইমআউটের পরই নারাইনের ধাক্কা


স্ট্র্যাটেজিক টাইমআউটের পরই আঘাত হানলেন সুনীল নারাইন। ২৭ বলে ৩২ রান করে আউট হলেন ঋতুরাজ। নতুন ব্যাটার রবিন উথাপ্পা। সিএসকে - ৬১/১

08:08 PM (IST) Oct 15

স্ট্র্যাটেজিক টাইমআউট

অষ্টম ওভারে ৫ রান দিলেন বরুণ চক্রবর্তী। 
৮ ওভারের শেষে 
সিএসকে - ৬১/০
ডুপ্লেসিস - ২৭
ঋতুরাজ গায়কোয়াড - ৩২

08:03 PM (IST) Oct 15

আক্রমণে নারাইন

 

সপ্তম ওভারে সুনীল নারাইনকে আক্রমণে আনলেন মর্গান। তাঁর ওভার থেকে এল রান। 
৭ ওভারের শেষে 
সিএসকে - ৫৬/০
ডুপ্লেসিস - ২৫
ঋতুরাজ গায়কোয়াড - ২৮

07:59 PM (IST) Oct 15

পাওয়ার প্লে-র শেষে  সিএসকে - ৫০/০

ষষ্ঠ ওভারে আক্রমণে এলেন বরুণ চক্রবর্তী। পঞ্চম ওভারে একটি নো বল করলেন তিনি। ফ্রিহিটে চার মারলেন ডুপ্লেসিস। ওভার থেকে এল ৮ রান। 
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে 
সিএসকে - ৫০/০
ডুপ্লেসিস - ২২
ঋতুরাজ গায়কোয়াড - ২৬