দশমীর দিন আইপিএল ২০২১ (IPL 2021)-এর ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মা-কে বিদায় জানাতে জানাতে ম্যাচের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন এখানে।
11:31 PM (IST) Oct 15
১৬৫ রানে থামল কেকেআরের ইনিংস। ২৭ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল সিএসকে।
11:29 PM (IST) Oct 15
১৩ বলে ২০ রান করে আউট মাভি
11:18 PM (IST) Oct 15
ম্যাচ কার্যত হাতছাড়া কেকেআরের। শিবম মাভি দুটি ছয় মারলেও হতাশ কেকেআর। ১৮ ওভার শেষে কেকেআর ৮ উইকেটে ১৪৫।
11:08 PM (IST) Oct 15
পুরো মরসুমে চূড়ান্ত ফ্লপ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফাইনালেও হলেন ব্যর্থ। হ্য়াজেলউডের বলে ৪ বলে ৪ রান করে আউট হলেন তিনি।
11:02 PM (IST) Oct 15
২ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন গত ম্য়াচের নায়ক রাহুল ত্রিপাঠী।
10:58 PM (IST) Oct 15
জাদেজার এক ওভারে জোড়া শিকার। কার্তিকের পর শূন্য রানে আউট করে প্যাবেলিয়নে পাঠালেন শাকিব আল হাসানকে।
10:52 PM (IST) Oct 15
৭ বলে ৯ রান করে জাদেজার বলে আউট হলেন দীনেশ কার্তিক।
10:44 PM (IST) Oct 15
আরও চাপ বাড়ল কেকেআরের। ৫১ রান করে দীপক চাহারের বলে আউট হলেন শুবমান গিল।
10:42 PM (IST) Oct 15
৪০ বলে নিজের হাফ সেঞ্চরি পূরণ করলেন শুবমান গিল। তবে লাগাতার উইকেট হারিয়ে চাপে কেকেআরে। ১৩ ওভার শেষে ১০৮ রানে ৩ উইকেট কেকেআর।
10:35 PM (IST) Oct 15
তৃতীয় ধাক্কা কেকেআরের। ২ রান করে হ্যাজেলউডের বলে আউট হলেন সুনীল নারিন।
10:32 PM (IST) Oct 15
একই ওভারে জোড়া উইকেট শার্দুল ঠাকুরের। খাতা না খুলেই আউট হলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৯৩।
10:28 PM (IST) Oct 15
প্রথম উইকেট পড়ল কেকেআরের। ৫০ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র।
10:24 PM (IST) Oct 15
ক্যাচ আউট হয়েও স্পাই ক্যামের তারে বল লাগায় বাতিল হল বল। জীবন পেলেন শুবমান গিল। তারপরই জাদেজাকে পরপর দুটি চার মারেন গিল। ১০ ওভার শেষে কেকেআর ৮৮।
10:20 PM (IST) Oct 15
মরসুমের চতুর্থ অর্ধশতরান করলেন ভেঙ্কটেশ আইয়র। ৩১ বলে ৫০ করলেন তিনি।
10:13 PM (IST) Oct 15
৮ ওভার শেষে কেকেআর ৬৮ রানে বিনা উইকেট। অষ্টম ওভারের শেষ বলে জাদেজাকে ছক্কা মারলেন ভেঙ্কটেশ আইয়র।
10:02 PM (IST) Oct 15
৬ ওভারের পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫৫। আইয়র ৩২, গিল ২২।
09:56 PM (IST) Oct 15
মারকাটারি ব্যাটিং করছেন আইয়র। ৫ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৪৭।
09:51 PM (IST) Oct 15
একের পর এক বাউন্ডারি মারছেন গিল-আইয়র। ৪ ওভার শেষে কেকেআর ৩৫ রান, বিনা উইকেটে
09:41 PM (IST) Oct 15
দ্বিতীয় ওভারে হ্যাজেলউডকে ছয় মারলেন আইয়র। ২ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৫।
09:38 PM (IST) Oct 15
১৯৩ রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৬।
09:19 PM (IST) Oct 15
২০ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করল সিএসকে।
09:18 PM (IST) Oct 15
শেষ ওভার করলেন শিবম মাভি। একেবারে শেষ বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ফাফ ডুপ্লেসিস। শেষ ওভার থেকে এল ৭ রান। ৫৯ বলে ৮৬ রান করে গেলেন তিনি। ৭টি চার এবং ৩টি ছয় মারলেন তিনি। মইন আলি অপরাজিত থাকলেন ২০ বলে ৩৭ করে। মারলেন ২টি চার ও ৩টি ছয়।
09:12 PM (IST) Oct 15
১৯তম ওভার বল করতে এলেন বরুণ চক্রবর্তী। একটি চার এবং একটি ছয় মারলেন মইন আলি। ওভার থেকে এল ১৩ রান।
১৯ ওভারের শেষে
সিএসকে - ১৮৫/২
ডুপ্লেসিস - ৮১
মইন আলি - ৩৫
09:06 PM (IST) Oct 15
১৮তম ওভারে ১৯ রান দিলেন লকি ফার্গুসন। মইন আলি একটি চার, ডুপ্লেসিস একটি চার ও একটি ছয় মারলেন।
১৮ ওভারের শেষে
সিএসকে -
ডুপ্লেসিস - ৮০
মইন আলি - ২৩
08:58 PM (IST) Oct 15
১৭তম ওভারে বল করতে এসে প্রথম ও শেষ বলে মইন আলির হাতে ছয় খেলেন শিবম মাভি। ওভার থেকে এল ১৪ রান।
১৭ ওভারের শেষে
সিএসকে - ১৫৩/২
ডুপ্লেসিস - ৬৯
মইন আলি - ১৬
08:51 PM (IST) Oct 15
১৬তম ওভারে আক্রমণে ফিরলেন লকি ফার্গুসন। প্রথম বলেই চার মারলেন ডুপ্লেসিস। ওভার থেকে এল ৮ রান।
১৬ ওভারের শেষে
সিএসকে - ১৩৯/২
ডুপ্লেসিস - ৬৮
মইন আলি - ২
08:48 PM (IST) Oct 15
১৫তম ওভার ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে করালেন মর্গান। মাত্র ৬ রান দিলেন তিনি।
১৫ ওভারের শেষে
সিএসকে - ১৩১/২
ডুপ্লেসিস - ৬১
মইন আলি - ২
08:42 PM (IST) Oct 15
১৪তম ওভারে ৯ রান দিয়ে উথাপ্পাকে ফেরালেন সুনীল নারাইন।
১৪ ওভারের শেষে
সিএসকে - ১২৫/২
ডুপ্লেসিস - ৫৭
মইন আলি - ১
08:37 PM (IST) Oct 15
১৫ বলে ৩১ রান করে নারাইনের বলে এলবিডব্লু হলেন রবিন উথাপ্পা। মারলেন ৩টি ছয়। ১৩.৩ ওভারে সিএসকে - ১২৪/২
নতুন ব্যাটার মইন আলি।
08:35 PM (IST) Oct 15
নারাইনের বলে আউটের আবেদন। ডিআরএস নিলেন উথাপ্পা।
08:34 PM (IST) Oct 15
১৩তম ওভারে ১২ রান দিলেন বরুণ চক্রবর্তী। ছয় মারলেন উথাপ্পা।
১৩ ওভারের শেষে
সিএসকে - ১১৬/১
ডুপ্লেসিস - ৫৬
রবিন উথাপ্পা - ২৫
08:31 PM (IST) Oct 15
২৬ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়লেন ডু্প্লেসিস ও রবিন উথাপ্পা।
সিএসকে - ১১২/১
ডুপ্লেসিস - ৫৫
রবিন উথাপ্পা - ২২
08:28 PM (IST) Oct 15
১২তম ওভারে নারাইন দিলেন ৭ রান ১২ ওভারের শেষে সিএসকে - ১০৪/১ ডুপ্লেসিস - ৫৫ রবিন উথাপ্পা - ১৪
08:26 PM (IST) Oct 15
এগারোতম ওভারে ১৭ রান দিলেন লকি ফার্গুসন। ২টি চার ও ১টি ছয় মারলেন ডুপ্লেসিস। ১১ ওভারের শেষে সিএসকে - ৯৭/১ ডুপ্লেসিস - ৫২ রবিন উথাপ্পা - ১০
08:25 PM (IST) Oct 15
লকি ফার্গুিসনের করা এগারোতম ওভারের শেষ বলে ৬ মেরে অর্ধশতরান করলেন ফাফ ডুপ্লেসিস। ৫টি চার ও ২টন ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫২ রানে অপরাজিত তিনি।
08:15 PM (IST) Oct 15
নবম ওভারে ৪ রান দিয়ে ঋতুরাজ গায়কোয়াডকে ফেরালেন সুনীল নারাইন।
৯ ওভারের শেষে
সিএসকে - ৬৫/১
ডুপ্লেসিস - ২৮
রবিন উথাপ্পা - ২
08:11 PM (IST) Oct 15
স্ট্র্যাটেজিক টাইমআউটের পরই আঘাত হানলেন সুনীল নারাইন। ২৭ বলে ৩২ রান করে আউট হলেন ঋতুরাজ। নতুন ব্যাটার রবিন উথাপ্পা। সিএসকে - ৬১/১
08:08 PM (IST) Oct 15
অষ্টম ওভারে ৫ রান দিলেন বরুণ চক্রবর্তী।
৮ ওভারের শেষে
সিএসকে - ৬১/০
ডুপ্লেসিস - ২৭
ঋতুরাজ গায়কোয়াড - ৩২
08:03 PM (IST) Oct 15
সপ্তম ওভারে সুনীল নারাইনকে আক্রমণে আনলেন মর্গান। তাঁর ওভার থেকে এল রান।
৭ ওভারের শেষে
সিএসকে - ৫৬/০
ডুপ্লেসিস - ২৫
ঋতুরাজ গায়কোয়াড - ২৮
07:59 PM (IST) Oct 15
ষষ্ঠ ওভারে আক্রমণে এলেন বরুণ চক্রবর্তী। পঞ্চম ওভারে একটি নো বল করলেন তিনি। ফ্রিহিটে চার মারলেন ডুপ্লেসিস। ওভার থেকে এল ৮ রান।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে
সিএসকে - ৫০/০
ডুপ্লেসিস - ২২
ঋতুরাজ গায়কোয়াড - ২৬