amartya lahiri | Published : Sep 23, 2021 1:26 PM IST / Updated: Sep 27 2021, 03:51 PM IST

IPL 2021, KKR vs MI, Live - দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয়, একেবারে নিখুঁত কেকেআর

সংক্ষিপ্ত

দুর্দান্ত প্রত্য়াবর্তন নাইটদের। ৪ উইকেট হারিয়ে এখন ১৪৯ রানে মুম্বই ইন্ডিয়ান্স। 
 

10:59 PM (IST) Sep 23

জিতে গেল নাইট রাইডার্স

মাত্র ১৫.১ ওভারেই প্রয়োজনীয় ১৫৬ রান তুলে জিতে গেল নাইট রাইডার্স। ৪২ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন রাহুল ত্রিপাঠী।  

10:53 PM (IST) Sep 23

আরো এক উইকেট বুমরার

আরও এক উইকেট নিলেন জসপ্রিত বুমরা। ৮ বলে ৭ রান করে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যাপ্টেন মর্গান। 

10:40 PM (IST) Sep 23

ফের ধাক্কা দিলেন বুমরা

ফের ধাক্কা দিলেন সেই বুমরা। আউট, ভেঙ্কটেশ আইয়ারষ তার আগে ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন।  রাহুিল ত্রিপাঠী অপরাজিত ৩১ বলে ৫৫ রানে। নতুন ব্যাটসম্যান মর্গান। 

10:40 PM (IST) Sep 23

জোড়া অর্ধশতরান

অর্থশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী দুজনেই।

10:31 PM (IST) Sep 23

১০ ওভারে ১১১/১ কেকেআর

১০ ওভারের শেষে ১১১ রান তুলে ফেলল কেকেআর। আউট হয়েছেন একমাত্র শুবমান। আইয়ার আছেন ৪৮ রানে, ত্রিপাঠী ৪৩-এ।

10:24 PM (IST) Sep 23

৯ ওভারের শেষে কেকেআর ৯৭/১

৯ ওভারের শেষে ৯৭/১ কেকেআর। দুর্দান্ত খেলছেন ভেঙ্কটেশ আইয়ার (২২ বলে ৪৬) এবং রাহুল ত্রিপাঠী (২৩ বলে ৩৬)।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:16 PM (IST) Sep 23

আইয়ারের আরও এক ছয়

ক্রুনাল পা্ডিয়ার বলে আরও একটি ছয় মারলেন আইয়ার। ১৬ বলে ৩৯ রানে পৌঁছলেন তিনি।

10:12 PM (IST) Sep 23

পাওয়ার প্লের শেষে কেকেআর ৬৩/1

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআর-এর রান ১ উইকেট হারিয়ে ৬৩। ভেঙ্কটে আইয়ার ১৫ বলে ৩৩ এবং রাহুল ত্রিপাঠি ১২ বলে ১৬ রানে অপরাজিত। 

10:01 PM (IST) Sep 23

থামছে না বাউন্ডারি

উইকেট পড়লেও বাউন্ডারি আসছে। ৪ ওভারের শেষে কেকেআর ১ উইকেটে ৪৮।

09:58 PM (IST) Sep 23

নামলেন রাহুল ত্রিপাঠি

নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি।

09:56 PM (IST) Sep 23

আউট শুবমান গিল

দারুণভাবে ফিরে এলেন বুমরা। তাঁর প্রথম ৪ বল থেকে দুটি ৪-সহ এসেছিল ১০ রান। শেষ বলে শুবমান গিলের স্টাম্প ছিটকে দিলেন তিনি। ৩ ওভারের শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৪০।  

09:52 PM (IST) Sep 23

বুমরাকেও চার

তৃতীয় ওভার করতে এলেন বুমরা। তাকেও চার মারলেন শুবমান গিল।

09:50 PM (IST) Sep 23

২ চার এক ছয় আইয়ারের

অ্যাডাম মিলনের বলে পরপর একটি ছয় ও চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় ওভার শেষ বলে আবার একটি চার মারলেন তিনি। ওভার থেকে এল ১৫ রান।  ২ ওভার শেষএ কেকেআর বিনা উইকেটে ৩০।

09:45 PM (IST) Sep 23

প্রথম ওভারেই ১৫

শুরুটা দারুণ করল নাইটরা। বিশেষ করে শুবমান গিল। ট্রেন্ট বোল্টকে দুটি ছয় মারলেন তিনি। প্রথম ওভারের শেষে কলকাতা বিনা উইকেটে ১৫।

09:44 PM (IST) Sep 23

মুম্বই শেষ ১৫৫-তে

১৫৫ রানে শেষ হল মুম্বইয়ের ইনিংস। শেষ ওভারে দুটি ৪ মারলেন সৌরভ তিওয়ারি। 

আরও পড়ুন - IPL 2021, KKR vs MI - দুর্দান্ত প্রত্যাবর্তন কেকেআর বোলারদের, ১৫৫ রানেই শেষ মুম্বই ইনিংস

09:42 PM (IST) Sep 23

দুর্দান্ত ছয়ে শুরু করলেন গিল

দুর্ন্দান্ত ছয় মেরে শুরু করলেন শুবমান গিল। তাঁর সঙ্গে নাইটদের হয়ে ওপেন করেছেন আইয়ার। মুম্বইয়ের ওপেনিং বোলার বোল্ট। 

09:22 PM (IST) Sep 23

রানআউট পোলার্ড

রানআউট হলেন পোলার্ড। ১৫ বলে ২১ রান করে গেলেন তিনি। আগের ওভারেই একটি ৬ ও একটি ৪ মেরে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। 

09:17 PM (IST) Sep 23

এবার ক্রুনালের ছক্কা

১৯তম ওভার করতে এলেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় বলেই ছয় মারলেন ক্রুনাল পান্ডিয়া।

09:16 PM (IST) Sep 23

ভাল ওভার গেল মুম্বইয়ের জন্য

১৮ ওভার শেষে মুম্বই ১৪০, ৪ উইকেট হারিয়ে। প্রসিদ্ধ কৃষ্ণর ওভার থেকে এল ১৮ রান। 

09:09 PM (IST) Sep 23

পোলার্ডের রকেট

পেশির জোরে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১৭ তম ওভারে ছক্কা মারলেন কায়রন পোলার্ড। তার পরের বলেই আবার তাঁর ব্যাটের কানায় লেগে বল সোজা পিছনের বাউন্ডারি পার করে গেল।

09:04 PM (IST) Sep 23

আউট ইশান কিশান

সতেরোতম ওভারে দুর্দান্ত লকি ফার্গুসন। প্রথম দুই বলে কোনও রান না দেওয়ার পর, তৃতীয় বলে তিনি তুলে নিলেন ইশান কিশানকে। ক্রিজে ক্রুনাল পান্ডিয়া এবং কায়রন পোলার্ড।  

09:01 PM (IST) Sep 23

১৬ ওভার শেষএ ১১৯

১৬ ওভার শেষে মুম্বই ৩ উইকেট হারিয়ে ১১৯

08:56 PM (IST) Sep 23

ইশান মারলেন ছক্কা

১৬তম ওভার করতে এলেন আন্দ্রে রাসেল। প্রথম বলেই তাঁকে পুল করে ছয় মারলেন ইশান কিশান।

08:55 PM (IST) Sep 23

আউট ডিকক

প্রসিদ্ধ কৃষ্ণ আবার সাফল্য এনে দিলেন কেকেআর-কে। এবার আউট বিপজ্জনক ডিকক। ৪১ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেললেন মুম্বই ওপেনার। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মুম্বই তুলল ১০৬।  

08:44 PM (IST) Sep 23

স্ট্র্যাটেজিক টাইম আউট

১৪ ওভার শেষ। স্ট্র্যাটেজিক টাউমআউটে যাওয়ার আগে আরও একটি চার মারলেন ডিকক। ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন তিনি। মুম্বই ১০২, ২ উইকেট হারিয়ে। সূর্যকুমার যাদবের বদলে নতুন ব্যাটার এসেছেন ইশান কিশান।

08:43 PM (IST) Sep 23

অর্ধশতরান ডিককের

অর্ধশতরান করলেন ডিকক। লকি ফার্গুসনের বলে ১৪ তম ওভারে ৩৫ বলে ৫০ রান সম্পূর্ণ করলেন তিনি। মুম্বই ৯৬, ২ উইকেট হারিয়ে। 

08:34 PM (IST) Sep 23

আউট সূর্যকুমার

রোহিতের বদলে তিন নম্বরে ব্যাট করতে এসে মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব। প্রসিদ্ধ কৃষ্ণর বলে ১৩তম ওভারে আউট হলেন তিনি। এমআই-এর স্কোর ৮৯/২ 

08:23 PM (IST) Sep 23

১০ ওভার শেষে মুম্বই ৮০/১

সুনিল নারাইনের দশম ওভারে এল মাতের ৩ রান, সঙ্গে একটি উইকেট খোয়ালো মুম্বই। ১০ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৮০।

08:19 PM (IST) Sep 23

আউট রোহিত শর্মা

সুনিল নারাইনের বলে ছয় মারতে গিয়ে বাইন্জারি লাইনে ধরা পড়লেন রোহিত শর্মা। সহজ ক্যাচ ধরলেন শুবমান গিল। রোহিত করলেন ৩০ বলে ৩৩ রান।

08:15 PM (IST) Sep 23

রাসেলও থামাতে পারলেন না ডিকককে

নবম ওভারে বল করলেন আন্দের রাসেল। তিনিও থামাতে পারলেন না ডিকককে। দুটি বাউন্ডারি মারলেন মুম্বই ওপেনার। নয় ওভারের শেষে এমআই বিনা উইকেটে ৭৭। 

08:06 PM (IST) Sep 23

সপ্তম ওভার শেষে

সপ্তম ওভার শেষে বিনা উইকেটে এমআই ৬০ রান করল। রোহিত, ডিকক দুজনেই আছেন ২৯ রানে।

08:04 PM (IST) Sep 23

থামানো যাচ্ছে না ডিকক-কে

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে প্রসিদ্ধ কৃষ্ণকে আরও একটি ছয় মারলেন ডিকক। ওভার শেষে এমআই বিনা উইকেটে ৫৬।   

07:57 PM (IST) Sep 23

কুইন্টনের আরও এক ছয়

এবার প্রসিদ্ধ কৃষ্ণকে বাউন্ডারির অনেক দূরে উড়িয়ে দিলেন কুইন্টন ডিকক। একেবারে স্ট্রেট বাউন্ডারি ধরে এল তার দ্বিতীয় ছয়।

07:55 PM (IST) Sep 23

রোহিতের নজির

কেকেআর-এর বিরুদ্ধে ১০০০ রান সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। তিনিই হলেন আইপিএল-এ কোনও একটি দলের বিরুদ্ধে ১০০০ রান পুর্ণ করা প্রথম ব্যাটার।