Asianet News Bangla | Published : Sep 26, 2021 9:47 AM IST / Updated: Sep 26 2021, 07:32 PM IST

IPL 2021, KKR vs CSK LIVE: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় পেল সিএসকে

সংক্ষিপ্ত

আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৩৮তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। খেলার প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান এখানে।

07:31 PM (IST) Sep 26

শেষ বলে জয় পেল সিএসকে

শেষ বলে জয় পেল সিএসকে। ২ উিকেটে ম্যাচ জিতে নিল তারা। 

07:25 PM (IST) Sep 26

চূড়ান্ত নাটক, আউট জাদেজা

নারাইনের পঞ্চম বল লাগল জাদেজার প্যাডে। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ করলেন জাদেজা। কিন্তু, তাতে লাভ হল না। ৭ বলে ২২ রান করে গেলেন জাদেজা। সিএসকের চাই ১ বলে ১।

07:22 PM (IST) Sep 26

চাই ৩ বলে ১

ওভারের তৃতীয় বলে ফাইন লেগে খেলে ৩ রান নিলেন শার্দুল ঠাকুর।

07:22 PM (IST) Sep 26

আউট কুরান

২০তম ওভারে নারাইনকে বল করতে ডাকলেন মর্গান। প্রথম বলেই আউট স্যাম কুরান। ৪ বলে ৪ রান করলেন তিনি।

07:21 PM (IST) Sep 26

১৯তম ওভারে ২২ রান নিলেন জাদেজা

১৯তম ওভারে ১টি ছয় ও ৩টি চারের মাধ্যমে ২২ রান নিলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে সিএসকের চাই মাত্র ৪ রান। 

07:11 PM (IST) Sep 26

বাকি ২ ওভার, সিএসকের চাই ২৬ রান

বাকি ২ ওভার, সিএসকের চাই ২৬ রান। ক্রিজে আছেন জাদেজা-কুরান। ১৯তম ওভারে মর্গান ডাকলেন প্রসিদ্ধ কৃষ্ণকে বল করতে। 

07:10 PM (IST) Sep 26

বোল্ড ধোনি

ধোনিকে দুরন্ত গুগলিতে তুলে নিলেন বরুণ চক্রবর্তী। ধোনি করে গেলেন ৪ বলে ১। সিএসকের জিততে চাই ১৬ বলে ৩০। ক্রিজে জাদেজা এবং স্যাম কুরান। 

07:08 PM (IST) Sep 26

রানআউট রায়না

ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে গেলেন রায়না (৭ বলে ১১)

07:01 PM (IST) Sep 26

প্যাভিলিয়নে মইন আলি

১৮তম ওভারে লকি ফার্গুসনের বলে আউট হলেন মইন আলি। ২৮ বলে ৩২ রান করলেন তিনি। বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ নিলেন ভেঙ্কটেশ আইয়ার। সিএসকে ১৩৮/৪। সিএসকের চাই ২০ বলে ৩৪। নামলেন ধোনি।

06:54 PM (IST) Sep 26

ফাটটকা খেললেন মর্গান

১৬তম ওভারে বল করতে ডাকলেন ভেঙ্কটেশ আইয়ারকে। মাত্র ৫ রান দিলেন অনিয়মিত কেকেআর বোলার। সিএসকে ১৬ ওভারের শেষে ১৩২-৩  

06:45 PM (IST) Sep 26

আউট রায়ডু

৯ বলে ১০ করে আউট হয়ে গেলেন রায়ডু। দুরন্ত অফস্পিনে তাঁর উইকেট ছিটকে দিলেন সুনীল নারাইন। ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলল সিএসকে। 

06:32 PM (IST) Sep 26

দুর্দান্ত ক্যাচ ফার্গুসনের, আউট ডুপ্লেসিস

১২তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ফিরলেন ফাফ ডুপ্লেসিস (৩০ বলে ৪৩)। লকি ফাগ্রুসনের ধরলেন দুরন্ত ক্যাচ। সিএসকে ১১.৩ ওভারে ২ উইকেটে ১০২ 

06:25 PM (IST) Sep 26

১০ ওভারে ৮৯

১০ ওভার শেষে সিএসকে ১ উইকেট হারিয়ে ৮৯। ক্রিজে আছেন ডুপ্লেসিস ৩৮ এবং মইন আলি ৫

06:15 PM (IST) Sep 26

ব্রেক দিলেন রাসেল

নবম ওভারে বল করতে এসে প্রথম উইকেট নিলেন রাসেল। আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড। ২৮ বলে ৪০ করে গেলেন তিনি। সিএসকে ৭৪/১

06:07 PM (IST) Sep 26

পাওয়ার প্লে-তে ৫১

প্রথম ৬ ওভারে একটিও ফউকেট না হারিয়ে ৫১ রান তুলল সিএসকে।

05:59 PM (IST) Sep 26

৫ ওভারে ৪২ চেন্নাই

ধীরে ধীরে ক্রিজে জমে যাচ্ছেন দুই চেন্নাই ওপেনার। ৫ ওভার শেষে বিনা উইকেটে সিএসকে ৪২ 

05:59 PM (IST) Sep 26

৫ ওভারে ৪২ চেন্নাই

ধীরে ধীরে ক্রিজে জমে যাচ্ছেন দুই চেন্নাই ওপেনার। ৫ ওভার শেষে বিনা উইকেটে সিএসকে ৪২ 

05:50 PM (IST) Sep 26

৯ রান এল তৃতীয় ওভারে

তৃতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন ৯ রান। সিএসকে বিনা উইকেটে ১৮।

05:47 PM (IST) Sep 26

দুই ওভার শেষে ৯

লকি ফার্গুসন দ্বিতীয় ওভারে দিলেন ৪ রান। সিএসকে ২ ওভারের শেষে বিনা উইকেটে ৯

05:42 PM (IST) Sep 26

প্রথম ওভারে এল ৫

ইনিংসের প্রথম ওভারে মাত্র ৫ রান দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ।

05:38 PM (IST) Sep 26

ঋতুরাজের সামনে কৃষ্ণ

চেন্নাইয়ের হয়ে ইনিংস ওপেন করলেন ফাফ ডুপ্লেসিস এবং ঋতুরাজ গায়কোয়াড। সামনে কেকেআরের প্রসিদ্ধ কৃষ্ণ।

05:34 PM (IST) Sep 26

দুরন্ত বোলিং জাদেজা-শার্দুলের

চেন্নাইয়ের পক্ষে সেরা বোলিং করলেন শার্দুল ঠাকুর (৪-২০-২) এবং রবীন্দ্র জাদেজা (৪-২১-১)। 

05:34 PM (IST) Sep 26

চেন্নাইয়ে সামনে ১৭২ রানের লক্ষ্যমাত্রা

চেন্নাইয়ের সামনে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর। শেষ ওভআরে ১১ বলে ২৬ রান করে আউট হলেন দীনেশ কার্তিক। নিতিশ রানা অপরাজিত থাকলেন ২৭ বলে ৩৭ করে।

05:14 PM (IST) Sep 26

১৯ রান এল ১৯তম ওভার থেকে

১৯তম ওভারটা খুব ভাল গেল কেকেআর-এর জন্য। স্যাম কুরানের ওভার থেকে এল ১৯ রান। কেকেআর ১৫৮/৫ 

05:11 PM (IST) Sep 26

দুরন্ত কার্তিক

১৯তম ওভারে স্যাম কুরানের বলে পর পর একটি ছয় একটি চার মারলেন দীনেশ কার্তিক। ১৮,২ ওভারে কেকেআর ১৫০-৫ 

05:11 PM (IST) Sep 26

দুরন্ত কার্তিক

১৯তম ওভারে স্যাম কুরানের বলে পর পর একটি ছয় একটি চার মারলেন দীনেশ কার্তিক। ১৮,২ ওভারে কেকেআর ১৫০-৫ 

05:11 PM (IST) Sep 26

দুরন্ত কার্তিক

১৯তম ওভারে স্যাম কুরানের বলে পর পর একটি ছয় একটি চার মারলেন দীনেশ কার্তিক। ১৮,২ ওভারে কেকেআর ১৫০-৫ 

05:11 PM (IST) Sep 26

দুরন্ত কার্তিক

১৯তম ওভারে স্যাম কুরানের বলে পর পর একটি ছয় একটি চার মারলেন দীনেশ কার্তিক। ১৮,২ ওভারে কেকেআর ১৫০-৫ 

05:11 PM (IST) Sep 26

দুরন্ত কার্তিক

১৯তম ওভারে স্যাম কুরানের বলে পর পর একটি ছয় একটি চার মারলেন দীনেশ কার্তিক। ১৮,২ ওভারে কেকেআর ১ 

05:02 PM (IST) Sep 26

বোল্ড রাসেল

১৭তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ব্যাটের ভিতরের কানায় লেগে বোল্ড হয়ে গেলেন আন্দ্রে রাসেল। করলেন ১৫ বলে ২০। কেকেআর ১২৫/৫

04:51 PM (IST) Sep 26

কেকেআর-এর জন্য ভাল ওভার

১৫তম ওবারে স্যাম কুরানের বলে ১৪ রান এল। রাসেল মারলেন দুটি চার, একটি ছয়। কেকেআর ১৫ ওভারের শেষে ১১৮-৪

04:43 PM (IST) Sep 26

২৩ বল পরে ছয়

২৩ বল পরে ছয় পেল কেকেআর। জস হেজেলউডের বল, মিড উইকেট এলাকা দিয়ে ওড়ালেন নিতিশ রানা। ১৪ ওভার শেষে ৪ উইকেটে কেকেআর করল ১০৪

04:36 PM (IST) Sep 26

পুরস্কার পেলেন জাদেজা, ফিরলেন ত্রিপাঠী

দুর্দান্ত লাইন-লেন্থে বল করাার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। কেকেআর-এর রান শুষে নিয়েছিলেন তিনি। ১৩তম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হলেন ত্রিপাঠী। করে গেলেন ৩৩ বলে ৪৫ রান। কেকেআর ১২.৩ ওভারে ৯০/৪। রিভার্স সুইপ মারতে গিয়ে লাইন মিস করলেন ত্রিপাঠী।

04:34 PM (IST) Sep 26

বাউন্ডারিহীন দুই ওভার

পরপর দুই ওভারে কোনও বাউন্জারি পেল না কেকেআর। স্কোর এখন ১২ ওভারে ৮৯/৩। ক্রিজে আছেন ত্রিপাঠী ৪৫, নিতিশ রানা ৭ 

04:22 PM (IST) Sep 26

আউট ক্যাপ্টেন মর্গান

জস হেজেলউডের বলে ছয় মারতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনে ফাফ ডুপ্লেসিসের হাতে ধরা পড়লেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান (১৩ বলে ৮)।  কেকেআর ৭০/৩

04:17 PM (IST) Sep 26

৯ ওভার শেষে কেকেআর ৭০

৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কেকেআর তুলল ৭০ রান। সিএসকে নিল স্ট্র্যাটেজিক টাইমআউট।

04:10 PM (IST) Sep 26

আক্রমণে জাদেজা

প্রথম বার এই ম্য়াচে স্পিনার আনলেন ধোনি। রবিন্দ জাদেজা সপ্তম ওভারে মাত্র ৫ রান দিলেন। কেকেআর ৫৫/২

04:09 PM (IST) Sep 26

পাওয়ার প্লে-র শেষে কেকেআর ৫১/২

ষষ্ঠ ওভারে একটি মাত্র রান দিলেন শার্দুল ঠাকুর। পাওয়ার প্লে-র শেষে কেকেআর ৫১/২।

04:04 PM (IST) Sep 26

আউট আইয়ার

ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের দ্বিতীয় বলেই আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। ১২ বলে ১৮ রান করে গেলেন তিনি।

04:00 PM (IST) Sep 26

দারুণ খেলছেন আইয়ার

আগের দুই ম্যাচের ছন্দেই খেলছেন ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম ওভারে জশ হ্যাজেলউডকে দুটি ৪ মারলেন তিনি। ৫ ওভারে কেকেআর ৫০/১