Asianet News Bangla | Published : Sep 28, 2021 9:31 AM IST / Updated: Sep 28 2021, 06:55 PM IST

IPL 2021, KKR vs DC, Live Update - ১৬তম ওভারে নারাইন ঝড়, জিততে চাই ২৪ বলে ৯

সংক্ষিপ্ত

আইপিএল ২০২১-এর ৪১তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রতি মুহূর্তের লাইভ আপডেট পান এখানে।

07:11 PM (IST) Sep 28

জিতে গেল কেকেআর

১৮,২ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলল কেকেেআর। নিতিশ রানা অপরাজিত রইলেন ২৭ বলে ৩৬ রানে।

07:09 PM (IST) Sep 28

আউট সাউদি

১৮তম ওভারে সাউদিকে (৩) আউট করলেন আবেশ খান, ওবার থেকে এল ৪ রান। জিততে চাই আর ২ রান।  

07:08 PM (IST) Sep 28

আউট নারাইন

১৭তম ওভারে নখিয়ার বলে আউট হলেন সুনিল নারাইন (১০ বলে ২১ রান )। 

১৭ ওভারের শেষে কেকেআর ১২২/৬

নিতিশ রানা - ৩১
টিম সাউদি - ৩

06:54 PM (IST) Sep 28

নারাইন ঝড়।

ছয়, চার, ছয় - তিন বলে রাবাডা সংহার করলেন নারাইন। ১৬তম ওভার থেকে এল ২১ রান। জিততে ২৪ বলে চাই ৯ রান। 

১৫ ওভারের শেষে কেকেআর ১১৯/৫

নিতিশ রানা - ২০
সুনিল নারাইন - ৩১

 

06:48 PM (IST) Sep 28

ফিরলেন কার্তিক, ১৫ ওভারের শেষে কেকেআর ৯৮/৫

১৫তম ওভারে জোর ধাক্কা দিলেন আবেশ খান। পরপর তিনটি ডটবলের পর ছিটকে দিলেন দীনেশ কার্তিকের উইকেট। ওভার থেকে এল মাত্র ২ রান। নামলেন সুনিল নারাইন।

১৫ ওভারের শেষে কেকেআর ৯৮/৫

নিতিশ রানা - ৩০
সুনিল নারাইন - ১

06:40 PM (IST) Sep 28

১৪তম ওভার থেকে এল ২০ রান

১৪তম ওভারে ললিত যাদবের বলে পর পর দুটি ছয় মারলেন নিতিশ রানা। একটি চার মারলেন দীনেশ কার্তিক। ওভার থেকে এল ২০ রান। 

১৪ ওভারের শেষে কেকেআর ৯৬/৪

নিতিশ রানা - ২৯
দীনেশ কার্তিক - ১২

06:36 PM (IST) Sep 28

১৩ ওভারের শেষে কেকেআর ৭৬/৪

১৩তম ওভারে রাবাডা দিলেন ৭ রান। 

১৩ ওভারের শেষে কেকেআর ৭৬/৪

নিতিশ রানা - ১৪
দীনেশ কার্তিক - ৭

06:33 PM (IST) Sep 28

১২ ওভারের শেষে কেকেআর ৬৯/৪

নিজের শেষ ওভারটা দারুণ করলেন অশ্বিন। মাত্র ২ রান দিয়ে তিনি ফিরিয়ে দিলেন কেকেআর অধিনায়ককে। নামলেন কার্তিক। 

১২ ওভারের শেষে কেকেআর ৬৯/৪

নিতিশ রানা - ১২
দিনেশ কার্তিক - ১

06:29 PM (IST) Sep 28

শূূন্য রানে ফিরলেন মর্গান

১১তম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরলেন ইয়ন মর্গান। অশ্বিনের বলে স্লিপে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

কেকেআর - ৬৭/৪ 

06:29 PM (IST) Sep 28

শূূন্য রানে ফিরলেন মর্গান

১১তম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরলেন ইয়ন মর্গান। অশ্বিনের বলে স্লিপে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

কেকেআর - ৬৭/৪ 

06:29 PM (IST) Sep 28

শূূন্য রানে ফিরলেন মর্গান

১১তম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরলেন ইয়ন মর্গান। অশ্বিনের বলে স্লিপে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

কেকেআর - ৬৭/৪ 

06:29 PM (IST) Sep 28

শূূন্য রানে ফিরলেন মর্গান

১১তম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরলেন ইয়ন মর্গান। অশ্বিনের বলে স্লিপে ললিত যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

কেকেআর - ৬৭/৪ 

06:26 PM (IST) Sep 28

অনবদ্য রাবাডা, আউট শুবমান

আউট শুবমান গিল। ৩৩ বলে ৩০ রান করে রাবাডার বলে বাউন্ডারি লাইনে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। মেডেন ওভার এবং একটি উইকেট। দুরন্ত শুরু করলেন রাবাডা।

06:20 PM (IST) Sep 28

১০ ওভার শেষে কেকেআর ৬৭/২

দশম ওভারে ললিত যাদব দিলেন ৫ রান। 

১০ ওভারের শেষে কেকেআর ৬৭/২

শুবমান গিল - ৩০

নিতিশ রানা - ১২

06:15 PM (IST) Sep 28

স্ট্র্যাটেজিক টাইমআউট

নবম ওভারে অশ্বিন দিলেন ৮ রান। নিতিশ রানা মারলেন ১টি চার। 

৯ ওভারের শেষে কেকেআর ৬২/২

শুবমান গিল - ২৯

নিতিশ রানা - ৮

06:13 PM (IST) Sep 28

৮ ওভার শেষে কেকেআর ৫৪/২

অষ্টম ওভারে অক্ষর প্যাটেল দিলেন মাত্র ২ রান। 

৮ ওভার শেষে কেকেআর ৫৪/২

শুবমান গিল - ২০

নিতিশ রানা - ৩

06:11 PM (IST) Sep 28

৭ ওভারের শেষে কেকেআর ৫২/২

সপ্তম ওভারে অশ্বিনকে একটি ছয় মারলেন শুবমান গিল।

৭ ওভারের শেষে কেকেআর ৫২/২ 

শুবমান গিল - ১৯

নিতিশ রানা - ২

06:04 PM (IST) Sep 28

পরের ওভারেই আউট ত্রিপাঠি

ষষ্ঠ ওভারে বল করতে এসে রাহিুল ত্রিপাঠীকে ফিরিয়ে দিলেন আবেশ খান। তাঁর স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে স্টিভ স্মিথের হাতে বল দিয়ে ৫ বলে ৯ রান করে ফিরে গেলেন তিনি। 
পাওযার প্লে-র শেষে কেকেআর - ৪৪/২

শুবমান গিল - ১৯

রাহুল ত্রিপাঠী - ০

06:00 PM (IST) Sep 28

আউট আইয়ার, ৫ ওভারে কেকেআর ৩৬/১

পঞ্চম ওভার বল করতে এসে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিলেন ললিত যাদব। বোল্ড হওয়ার আগে আইয়ার করলেন ১৫ বলে ১৪। নামলেন রাহুল ত্রিপাঠী। নেমেই প্রথম বলে মারলেন ছয়। 

কেকেআর - ৩৬/১

শুবমান গিল - ১৩

রাহুল ত্রিপাঠী - ৮

05:56 PM (IST) Sep 28

৪ ওভার শেষে কেকেআর ২৬/০

চতুর্থ ওভারে অক্ষর দিলেন ৪। 

কেকেআর - ২২/০

ভেঙ্কটেশ আইয়ার - ১০

শুবমান গিল - ১২

05:55 PM (IST) Sep 28

৩ ওভার শেষে কেকেআর ২২/০

তৃতীয় ওভার করলেন অশ্বিন। দুটি চার মারলেন আইয়ার। 

কেকেআর - ২২/০

ভেঙ্কটেশ আইয়ার - ০

শুবমান গিল - ১০

05:53 PM (IST) Sep 28

দুই ওভার শেষে কেকেআর ১৬/০

দ্বিতীয় ওভার করলেন অক্ষর প্যাটেল। একটি ছয় মারলেন গিল। 

কেকেআর - ১৬/০

ভেঙ্কটেশ আইয়ার - ৮

শুবমান গিল - ৮

05:51 PM (IST) Sep 28

প্রথম ওভারে এল ৯

প্রথম ওভার করতে এলেন নখিয়া। দুটি চার মারলেন আইয়ার। 

কেকেআর - ৯/০

ভেঙ্কটেশ আইয়ার - ৮

শুবমান গিল - ১

05:24 PM (IST) Sep 28

শেষ বলেও রানআউট, দিল্লি শেষ ১২৭/৯

শেষ বলে রানআউট হলেন কাগিসো রাবাডা। দিল্লির ইনিংস শেষ হল ১২৭/৯।

05:21 PM (IST) Sep 28

রান আউট পন্থ

রান আউট পন্থ। করলেন ৩৬ বলে ৩৯।

05:20 PM (IST) Sep 28

মাঠে ঝামেলা

পিচের মধ্য দিয়ে অশ্বিনের দৌড়নো নিয়ে আপত্তি তুললেন টিম সাউদি এবং মর্গান। মাঠেই ঝামেলা। সামলালেন আম্পায়ার ও দীনেশ কার্তিক।

05:19 PM (IST) Sep 28

আউট অশ্বিন

আউট অশ্বিন। টিম সাউদির বলটি তুলে মারলেন তিনি। সরাসরি গেল ডিপ মিড উইকেটে নিতিশ রানার হাতে।

05:17 PM (IST) Sep 28

১৯ ওভার শেষে ডিসি - ১২০/৬

১৯তম ওভারটি করলেন ভেঙ্কটেশ আইয়ার। এল ৯ রান। 
১৯ ওভার শেষে ডিসি - ১২০/৬
ঋষভ পন্থ - ৩৮
আর অশ্বিন - ৮

05:10 PM (IST) Sep 28

১৮তম ওভার থেকে এল ৮ রান

১৮ তম ওভার করতে এলেন সাউদি। পঞ্চম বলে একটি চার মারলেন পন্থ সব মিলিয়ে ওভার থেকে এল ৮ রান।  
১৮ ওভার শেষে ডিসি - ১১০/৬
ঋষভ পন্থ - ২৯
আর অশ্বিন - ৮

05:07 PM (IST) Sep 28

১৭ ওভার শেষে ডিসি - ১০৩/৬

১৭তম ওভার করলেন বরুণ চক্রবর্তী।
১৭ ওভার শেষে ডিসি - ১০৩/৬
ঋষভ পন্থ - ২৩
আর অশ্বিন - ৭

05:01 PM (IST) Sep 28

১০০-য় দিল্লি

১৬.৩ ওভারে ১০০ রান পূর্ণ করল দিল্লি। এবারের আইপিএল-এ এটাই তাঁদের স্লোয়েস্ট ১০০।

05:00 PM (IST) Sep 28

১৬ ওভারের শেষে ডিসি - ৯৮/৫

১৬তম ওভারে আক্রমণে ফিরে ফের একটি উইকেট তুলে নিলেন ভেঙ্কটেশ আইয়ার। ০ করলেন অক্ষর প্যাটেলও। কভার এলাকায় সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন মর্গান। 
১৬ ওভারের শেষে ডিসি - ৯৮/৫
ঋষভ পন্থ - ২১
আর অশ্বিন - ৫

04:55 PM (IST) Sep 28

আবার উইকেট আইয়ারের

আবার উইকেট আইয়ারের। ১৭তম ওভারে আক্রমণে ফিরেই ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেলকে (৫ বলে ০)। নামলেন আর অশ্বিন।
ডিসি - ৯২/৬

04:52 PM (IST) Sep 28

১৫ ওভারের শেষে ডিসি - ৮৯/৫

১৫তম ওভারে নারাইনকে আক্রমণে ফেরালেন মর্গান। নিজের শেষ ওভারে মাত্রা ১ রান দিয়ে ললিত যাদবের উিকেট নিয়ে গেলেন ওয়েস্টইন্ডিয়ান। 
১৫ ওভারের শেষে ডিসি - ৮৯/৫
ঋষভ পন্থ - ১৯
অক্ষর প্যাটেল - ০

04:49 PM (IST) Sep 28

আবার নারাইনের আঘাত

আবার আঘাত হানলেন নারাইন। ১৫তম ওবারে নিজের শেষ ওভার বল করতে এসে তৃতীয় বলেই এলবিডব্লু করলেন ললিত যাদবকে। ললিত করলন ৩ বলে ০। নতুন ব্যাটার অক্ষর প্যাটেল।

ডিসি - ৮৯/৫

04:48 PM (IST) Sep 28

পন্থ ৩০০০

উইকেটরক্ষক হিসাবে আইপিএল-এ ৩০০০ রান পূর্ণ করলেন ঋষভ পন্থ। তিনি আপাতত ২০ বলে ১৯ রানে অপরাজিত আছেন।

04:43 PM (IST) Sep 28

আউট হেতমায়ার

এবার উইকেট নিলেন আইয়ার। ছক্কা মারতে গিয়ে বাইন্জারি লাইনে টিম সাউদির হাতে ধরা পড়লেন শিমরন হেতমায়ার। করলেন ৫ বলে ৪। নামলেন ললিত যাদব।
১৪ ওভারের শেষে ডিসি ৮৮/৪
ঋষভ পন্থ - ১৮
ললিত যাদব - ০

04:38 PM (IST) Sep 28

আগুনে ওভার ফার্গুসনের

১৩তম লকি ফার্গুসন মাত্র ৪ রান দিয়ে স্মিথের উইকেট নিলেন। 
১৩ ওভারের শেষে ডিসি ৮১/২
ঋষভ পন্থ - ১২
শিমরন হেতমায়ার - ৩
 

04:34 PM (IST) Sep 28

আউট স্মিথ

১৩তম ওভারে ফের আঘাত হানলেন লকি ফার্গুসন। প্রথম বলটি দিয়েছিলেন স্লোয়ার। তার লাইন মিস করে আঘাত পেয়েছিলেন স্মিথ। তার পরের বলটিই এল ১৪৩ কিমি প্রতি ঘন্চা বেগে। বোল্ড স্মিথষ করে গেলেন ৩৪ বলে ৩৯। নামলেন শিমরন হেতমায়ার।

ডিসি - ৭৮/৩

04:32 PM (IST) Sep 28

আগুন ও বরফ

নারাইন ও লকি যেন আগুন ও বরফ