বুধবার, আইপিএল ২০২১ (ipl 2021)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঠাকুর দেখার ফাঁকে ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট পান এখানে।
11:19 PM (IST) Oct 13
এবারও আইপিএল জেতা হল না দিল্লি ক্যাপিটালস-এর। রাহল ত্রিপাঠি অএপরাজিত থাকলেন ১১ বলে ১২ রানে।কি ফার্গুসনকে কিছুই করতে হল না।
11:15 PM (IST) Oct 13
অশ্বিনের পঞ্চম বলেই ছয় মারলেন রাহল ত্রিপাঠি। কেকেআর জিতে গেল ৩ উইকেটে।
11:13 PM (IST) Oct 13
পরের বলেই আউট নারাইন। জিততে লাগবে ২ বলে ৬।
11:10 PM (IST) Oct 13
তৃতীয় বলে াআউট সাকিব। করলেন শূন্য। জিততে কেকেআর-এর চাই ৩ বলে ৬রান
11:08 PM (IST) Oct 13
শেষ ওভার বল করতে এলেন অশ্বিন। নতুন ব্যাটার সাকিব।
11:07 PM (IST) Oct 13
৩ বলে ০ করে আউট হলেন মর্গান। শেষ ওভারে জিততে চাই ৭ রান।
11:01 PM (IST) Oct 13
দুর্দান্ত ১৮ ওভার করলেন রাবাডা। মাত্র ১ রান দিয়ে আউট করলেন কার্তিককে। ১২ বলে ১০ রান চাই কেকেআর-এর।
10:53 PM (IST) Oct 13
আবেশ খানের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ৪৬ বলে ৪৬ রান করে আউট হলেন আউট হলেন শুবমান গিল। কেকেআর ১২৫/২। জিততে ২০ বলে চাই ১১ রান। নামলেন কার্তিক।
10:49 PM (IST) Oct 13
১২ বলে ১৩ রান করে নখিয়ার বলে আউট হলেন নিতিশ রানা। ওভার থেকে এল ১০ রান। নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠি।
ষোল ওভারের পর
১৫ ওভারের পর
কেকেআর - ১২৩/২
শুবমান গিল - ৪৫
নিতিশ রানা - ১৩
10:43 PM (IST) Oct 13
পনেরোতম ওভারে ৫ রান দিলেন আবেশ খান।
১৫ ওভারের পর
কেকেআর - ১১৩/১
শুবমান গিল - ৩৭
নিতিশ রানা - ১২
10:41 PM (IST) Oct 13
১৪ ওভারে ১০০ রান পূর্ণ করল কেকেেআর। অক্ষর প্যাটেলের ওভারে এল ১০ রান। কেকেআর - ১০৮/১
10:38 PM (IST) Oct 13
নিতিশ রানা থার্ডম্যানে ক্যাচ তুলেছিলেন। একজম লোপ্পা ক্যাচ মিস করলেন আর অশ্বিন।
10:34 PM (IST) Oct 13
তেরোতম ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলে ফেরালেন ভেঙ্কটেশ আইয়ারকে।
১৩ ওভারের পর
কেকেআর - ৯৮/১
শুবমান গিল - ৩২
নিতিশ রানা - ১
10:30 PM (IST) Oct 13
১৩তম ওভার বল করতচে এলেন কাগিসো রাবাডা। আইয়ারকে আউট করলেন তিনি। ৪১ বলে ৫৫ রান করে গেলেন তিনি। ৪টি চার ও তিনটি ছয় মারলেন তিনি। নতুন ব্যাটার নিতিশ রানা।
10:28 PM (IST) Oct 13
অক্ষর প্যাটেলের ১২ তম ওভার থেকে এল মাত্র ৪ রান।
১২ ওভারের পর
কেকেআর - ৯২/০
শুবমান গিল - ৩১
ভেঙ্কটেশ আইয়ার - ৫১
10:26 PM (IST) Oct 13
৩৮ বলে ৫০ করলেন আইয়ার, ৩টি চার ও ৩টি ছয় মারলেন তিনি।
10:24 PM (IST) Oct 13
এগারোতম ওভার বল করতে এলেন নখিয়া। তৃতীয় বলে চার মারলেন আইয়ার। ওভার থেকে এল ১২ রান।
১১ ওভারের পর
কেকেআর - ৮৮/০
শুবমান গিল - ২৯
ভেঙ্কটেশ আইয়ার - ৪৯
10:19 PM (IST) Oct 13
দশম ওভারে মাত্র ৬ রান দিলেন অক্ষর প্যাটেল।
৯ ওভারের পর
কেকেআর - ৭৬/০
শুবমান গিল - ২৮
ভেঙ্কটেশ আইয়ার - ৪৪
10:18 PM (IST) Oct 13
দশম ওভারে মাত্র ৯ দিলেন অশ্বিন।
৯ ওভারের পর
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭
10:13 PM (IST) Oct 13
নবম ওভারে মাত্র ৬ রান দিলেন অশ্বিন।
৯ ওভারের পর
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭
10:09 PM (IST) Oct 13
অষ্টম ওভারে মাত্র ৫ রান দিলেন রাবাডা।
৪ ওভারের পর
কেকেআর - ৬১/০
শুবমান গিল - ২৩
ভেঙ্কটেশ আইয়ার - ৩৫
10:04 PM (IST) Oct 13
সপ্তম ওভারে ভাল বল করলেন রবি অশ্বিন। ওভার থেকে এল মাত্র ৫ রান।
৪ ওভারের পর
কেকেআর - ৫৬/০
শুবমান গিল - ২০
ভেঙ্কটেশ আইয়ার - ৩৩
09:59 PM (IST) Oct 13
ষষ্ঠ ওভার বল করলেন আবেশ খান। দ্বিতীয় বলেই আরও একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। ওভার থেকে এল ৯ রান।
৪ ওভারের পর
কেকেআর - ৫১/০
শুবমান গিল - ১৭
ভেঙ্কটেশ আইয়ার - ৩১
09:54 PM (IST) Oct 13
পঞ্চম ওভার বল করতে এলেন কাগিসো রাবাডা। ভেঙ্কটেশ আইয়ারের মারা ফিরতি বলে ক্যাচ ধরা সুযোগ এসেছিল তার সামনে কিন্তু তিনি তা পারলেন না। ওভার থেকে এল ১২ রান।
৪ ওভারের পর
কেকেআর - ৪২/০
শুবমান গিল - ১৬
ভেঙ্কটেশ আইয়ার - ২৩
09:49 PM (IST) Oct 13
চতুর্থ ওভার বল করতে এলেন অক্ষর প্যাটেল। ছয় মারলেন ভেঙ্কটেশ আইয়ার। ওভারে থেকে এল ৯ রান।
৪ ওভারের পর
কেকেআর - ৩০/০
শুবমান গিল - ১৩
ভেঙ্কটেশ আইয়ার - ১৭
09:45 PM (IST) Oct 13
তৃতীয় ওভার বল করতে এলেন আবেশ খান। ওভার থেকে এল ৬ রান।
২ ওভারের পর
কেকেআর - ২১/0
শুবমান গিল - ১১
ভেঙ্কটেশ আইয়ার - ১০
09:41 PM (IST) Oct 13
দ্বিতীয় ওভার বল করতে এলেন আর অশ্বিন। ওভার থেকে এল ৯ রান।
২ ওভারের পর
কেকেআর - ১৫/0
শুবমান গিল - ১০
ভেঙ্কটেশ আইয়ার - ৯
09:33 PM (IST) Oct 13
প্রথম ওভারেই রান এল আনরিখ নখিয়ার ওভার থেকে।
১ ওভারের পর
কেকেআর - ৬/0
শুবমান গিল - 5৫
ভেঙ্কটেশ আইয়ার - ১
09:30 PM (IST) Oct 13
বোলিং শুরু করলেন আনরিখ নখিয়া। প্রথম বলেই চার মারলেন শুবমান গিল।
09:14 PM (IST) Oct 13
শেষ ওভারে শিবম মাবি দিলেন ১৫ রান। দিল্লি পৌছল ১৩৫ রানে।
09:09 PM (IST) Oct 13
হেটমায়ার রান আউট হওয়ার ওভারে এল না কোনও বাউন্ডারি। ১৯ ওভার শেষে দিল্লি ৫ উইকেটে ১২০।
09:06 PM (IST) Oct 13
১৯ তম ওভারে রান আউট হলেন হেটমায়ার। ১০ বলে ১৭ রান করলেন তিনি।
09:03 PM (IST) Oct 13
১৮ তম ওভারে লকি ফার্গুসন কে জোড়া ছক্কা মারলেন হেটমায়ার। দিল্লি ১১৪ রানে ৪ উইকেট।
08:57 PM (IST) Oct 13
বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েও নো বল হওয়ায় বেঁচে গেলেন হেটমায়ার। ১৭ ওভার শেষে দিল্লি ৯৯ রানে ৪ উইকেট।
08:50 PM (IST) Oct 13
শেষ হল ফার্গুসনের সফল ওভার। ১৬ ওভার শেষে দিল্লি ৪ উইকেটে ৯৬ রান।
08:45 PM (IST) Oct 13
লকি ফার্গুসনের বলে আউট ঋষভ পন্থ। ৬ রান করলেন দিল্লি অধিনায়ক। ৯০ রানে ৪ উইকেট দিল্লি।
08:43 PM (IST) Oct 13
আরও একটি সফল ওভার বরুণ চক্রবর্তীর। ১৫ ওভার শেষে দিল্লি ৯০ রানে ৩ উইকেট।
08:37 PM (IST) Oct 13
১৫ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ৩৬ রান করে আউট হলেন শিখর ধওয়ান।
08:27 PM (IST) Oct 13
সফল ওভার শিবম মাভির। ১২ ওভার শেষে ৭৩ রানে ২ উইকেট দিল্লি।
08:25 PM (IST) Oct 13
১২ তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ল দিল্লির। শিবম মাভির বলে ১৮ রান করে বোল্ড হলেন স্টয়নিস।