IPL 2021, Qualifier 2, Live - ত্রিপাঠির ছয়ে ফাইনালে কেকেআর, জয় এল ৩ উইকেটে

সংক্ষিপ্ত

বুধবার, আইপিএল ২০২১ (ipl 2021)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঠাকুর দেখার ফাঁকে ম্যাচের প্রতিমুহূর্তের লাইভ আপডেট পান এখানে।

11:19 PM (IST) Oct 13

ফাইনালে কেকেআর

এবারও আইপিএল জেতা হল না দিল্লি ক্যাপিটালস-এর। রাহল ত্রিপাঠি অএপরাজিত থাকলেন ১১ বলে ১২ রানে।কি ফার্গুসনকে কিছুই করতে হল না। 

11:15 PM (IST) Oct 13

ছয় মেরে জেতালেন রাহুল ত্রিপাঠি

অশ্বিনের পঞ্চম  বলেই ছয় মারলেন রাহল ত্রিপাঠি। কেকেআর জিতে গেল  ৩ উইকেটে।  

11:13 PM (IST) Oct 13

শেষ ওভারে ঘুরছে খেলা

পরের বলেই আউট নারাইন। জিততে লাগবে ২ বলে ৬।

11:10 PM (IST) Oct 13

আউট সাকিব

তৃতীয় বলে াআউট সাকিব। করলেন শূন্য। জিততে কেকেআর-এর চাই ৩ বলে ৬রান

11:08 PM (IST) Oct 13

নতুন ব্যাটার সাকিব, সামনে অশ্বিন

শেষ ওভার বল করতে এলেন অশ্বিন। নতুন ব্যাটার সাকিব।

11:07 PM (IST) Oct 13

কেকেআর-কে বিপদে ফেললেন মর্গান

৩ বলে ০ করে আউট হলেন মর্গান। শেষ ওভারে জিততে চাই ৭ রান। 

11:01 PM (IST) Oct 13

বোল্ড কার্তিক

দুর্দান্ত ১৮ ওভার করলেন রাবাডা। মাত্র ১ রান দিয়ে আউট করলেন কার্তিককে। ১২ বলে ১০ রান চাই কেকেআর-এর।

10:53 PM (IST) Oct 13

আউট গিল

আবেশ খানের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ৪৬ বলে ৪৬ রান করে আউট হলেন আউট হলেন শুবমান গিল। কেকেআর ১২৫/২। জিততে ২০ বলে চাই ১১ রান। নামলেন কার্তিক।

10:49 PM (IST) Oct 13

আউট নিতিশ রানা

১২ বলে ১৩ রান করে নখিয়ার বলে আউট হলেন নিতিশ রানা। ওভার থেকে এল ১০ রান।  নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠি।


ষোল ওভারের পর 
১৫ ওভারের পর 
কেকেআর - ১২৩/২
শুবমান গিল - ৪৫
নিতিশ রানা - ১৩

10:43 PM (IST) Oct 13

২৩ চাই ৩০ বলে

পনেরোতম ওভারে ৫ রান দিলেন আবেশ খান। 
১৫ ওভারের পর 
কেকেআর - ১১৩/১
শুবমান গিল - ৩৭
নিতিশ রানা - ১২
 

10:41 PM (IST) Oct 13

১০০-য় কেকেআর

১৪ ওভারে ১০০ রান পূর্ণ করল কেকেেআর। অক্ষর প্যাটেলের ওভারে এল ১০ রান। কেকেআর - ১০৮/১ 

10:38 PM (IST) Oct 13

সহজ ক্যাচ মিস করলেন আর অশ্বিন

নিতিশ রানা থার্ডম্যানে ক্যাচ তুলেছিলেন। একজম লোপ্পা ক্যাচ মিস করলেন আর অশ্বিন।  

10:34 PM (IST) Oct 13

আউট আইয়ার


তেরোতম ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলে ফেরালেন ভেঙ্কটেশ আইয়ারকে। 

১৩ ওভারের পর 
কেকেআর - ৯৮/১
শুবমান গিল - ৩২
নিতিশ রানা - ১ 

10:30 PM (IST) Oct 13

রাবাডার বলে আউট আইয়ার

১৩তম ওভার বল করতচে এলেন কাগিসো রাবাডা। আইয়ারকে আউট করলেন তিনি। ৪১ বলে ৫৫ রান করে গেলেন তিনি। ৪টি চার ও তিনটি ছয় মারলেন তিনি। নতুন ব্যাটার নিতিশ রানা।

10:28 PM (IST) Oct 13

ভাল বল করলেন অক্ষর

অক্ষর প্যাটেলের ১২ তম ওভার থেকে এল মাত্র ৪ রান। 

১২ ওভারের পর 
কেকেআর - ৯২/০
শুবমান গিল - ৩১
ভেঙ্কটেশ আইয়ার - ৫১

10:26 PM (IST) Oct 13

অর্ধশতরান আইয়ারের

৩৮ বলে ৫০ করলেন আইয়ার, ৩টি চার ও ৩টি ছয় মারলেন তিনি। 

10:24 PM (IST) Oct 13

১১ ওভারে কেকেআর ৮৮


এগারোতম ওভার বল করতে এলেন নখিয়া। তৃতীয় বলে চার মারলেন আইয়ার। ওভার থেকে এল  ১২ রান।
১১ ওভারের পর 
কেকেআর - ৮৮/০
শুবমান গিল - ২৯
ভেঙ্কটেশ আইয়ার - ৪৯ 

10:19 PM (IST) Oct 13

জয়ের দিক ধীর ধীরে এগিয়ে যাচ্ছে কেকেআর

দশম ওভারে মাত্র ৬ রান দিলেন অক্ষর প্যাটেল।
৯ ওভারের পর 
কেকেআর - ৭৬/০
শুবমান গিল - ২৮
ভেঙ্কটেশ আইয়ার - ৪৪ 
 

10:18 PM (IST) Oct 13

১০ ওভারে বিনা উইকেটে কেকেআর ৭৬

দশম ওভারে মাত্র ৯ দিলেন অশ্বিন।
৯ ওভারের পর 
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭ 

10:13 PM (IST) Oct 13

৯ ওভারে কেকেআর ৬৭

নবম ওভারে মাত্র ৬ রান দিলেন অশ্বিন।
৯ ওভারের পর 
কেকেআর - ৬৭/০
শুবমান গিল - ২৬
ভেঙ্কটেশ আইয়ার - ৩৭ 

10:09 PM (IST) Oct 13

৮ ওভার পর ৬১/0

অষ্টম ওভারে মাত্র ৫ রান দিলেন রাবাডা।
৪ ওভারের পর 
কেকেআর - ৬১/০
শুবমান গিল - ২৩
ভেঙ্কটেশ আইয়ার - ৩৫ 
 

10:04 PM (IST) Oct 13

অশ্বিন দিলেন মাত্র ৫

সপ্তম ওভারে ভাল বল করলেন রবি অশ্বিন। ওভার থেকে এল মাত্র ৫ রান।
৪ ওভারের পর 
কেকেআর - ৫৬/০
শুবমান গিল - ২০
ভেঙ্কটেশ আইয়ার - ৩৩ 
 

09:59 PM (IST) Oct 13

দারুণ খেলছেন আইয়ার

ষষ্ঠ ওভার বল করলেন আবেশ খান। দ্বিতীয় বলেই আরও একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়ার। ওভার থেকে এল ৯ রান।
৪ ওভারের পর 
কেকেআর - ৫১/০
শুবমান গিল - ১৭
ভেঙ্কটেশ আইয়ার - ৩১ 

09:54 PM (IST) Oct 13

৫ ওভারে ৫ বোলার ব্যবহার করলেন ঋষভ


পঞ্চম ওভার বল করতে এলেন কাগিসো রাবাডা। ভেঙ্কটেশ আইয়ারের মারা ফিরতি বলে ক্যাচ ধরা সুযোগ এসেছিল তার সামনে কিন্তু তিনি তা পারলেন না। ওভার থেকে এল ১২ রান।
৪ ওভারের পর 
কেকেআর - ৪২/০
শুবমান গিল - ১৬
ভেঙ্কটেশ আইয়ার - ২৩ 

09:49 PM (IST) Oct 13

অক্ষর দিলেন ৯ রান

চতুর্থ ওভার বল করতে এলেন অক্ষর প্যাটেল। ছয় মারলেন ভেঙ্কটেশ আইয়ার। ওভারে থেকে এল ৯ রান।
৪ ওভারের পর 
কেকেআর - ৩০/০
শুবমান গিল - ১৩
ভেঙ্কটেশ আইয়ার - ১৭ 
 

09:45 PM (IST) Oct 13

আবেশ দিলেন ৬ রান

তৃতীয় ওভার বল করতে এলেন আবেশ খান। ওভার থেকে এল ৬ রান।
২ ওভারের পর 
কেকেআর - ২১/0
শুবমান গিল - ১১
ভেঙ্কটেশ আইয়ার - ১০ 
 

09:41 PM (IST) Oct 13

দ্বিতীয় ওভারের শেষে কেকোর ১৫

দ্বিতীয় ওভার বল করতে এলেন আর অশ্বিন। ওভার থেকে এল ৯ রান।
২ ওভারের পর 
কেকেআর - ১৫/0
শুবমান গিল - ১০
ভেঙ্কটেশ আইয়ার - ৯ 
 

09:33 PM (IST) Oct 13

প্রথম ওভারে এল ৬ রান

প্রথম ওভারেই রান এল আনরিখ নখিয়ার ওভার থেকে।
১ ওভারের পর 
কেকেআর - ৬/0
শুবমান গিল - 5৫
ভেঙ্কটেশ আইয়ার - ১ 
 

09:30 PM (IST) Oct 13

প্রথম বলেই চার

বোলিং শুরু করলেন আনরিখ নখিয়া। প্রথম বলেই চার মারলেন শুবমান গিল।

09:14 PM (IST) Oct 13

শেষ ওভারে এল ১৫ রান

শেষ ওভারে শিবম মাবি দিলেন ১৫ রান। দিল্লি পৌছল ১৩৫ রানে। 

09:09 PM (IST) Oct 13

১৯ ওভার শেষে দিল্লি ১২০

হেটমায়ার রান আউট হওয়ার ওভারে এল না কোনও বাউন্ডারি। ১৯ ওভার শেষে দিল্লি ৫ উইকেটে ১২০।

09:06 PM (IST) Oct 13

রান আউট হেটমায়ার

১৯ তম ওভারে রান আউট হলেন হেটমায়ার। ১০ বলে ১৭ রান করলেন তিনি।

09:03 PM (IST) Oct 13

জীবন পেয়ে বিধ্বংসী হেটমায়ার

১৮ তম ওভারে লকি ফার্গুসন কে জোড়া ছক্কা মারলেন হেটমায়ার। দিল্লি ১১৪ রানে ৪ উইকেট।

08:57 PM (IST) Oct 13

১৭ ওভার শেষে দিল্লি ৯৯

বরুণ চক্রবর্তীর বলে আউট হয়েও নো বল হওয়ায় বেঁচে গেলেন হেটমায়ার। ১৭ ওভার শেষে দিল্লি ৯৯ রানে ৪ উইকেট।

08:50 PM (IST) Oct 13

১৬ ওভার শেষে দিল্লি ৯৬

শেষ হল ফার্গুসনের সফল ওভার। ১৬ ওভার শেষে দিল্লি ৪ উইকেটে ৯৬ রান।

08:45 PM (IST) Oct 13

আউট ঋষভ পন্থ

লকি ফার্গুসনের বলে আউট ঋষভ পন্থ। ৬ রান করলেন দিল্লি অধিনায়ক। ৯০ রানে ৪ উইকেট দিল্লি।

08:43 PM (IST) Oct 13

১৫ ওভার শেষে দিল্লি ৯০

আরও একটি সফল ওভার বরুণ চক্রবর্তীর। ১৫ ওভার শেষে দিল্লি ৯০ রানে ৩ উইকেট।

08:37 PM (IST) Oct 13

আউট শিখর ধওয়ান

১৫ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ৩৬ রান করে আউট হলেন শিখর ধওয়ান।

08:27 PM (IST) Oct 13

১২ ওভার শেষে দিল্লি ৭৩ রানে ২ উইকেট

সফল ওভার শিবম মাভির। ১২ ওভার শেষে ৭৩ রানে ২ উইকেট দিল্লি।

08:25 PM (IST) Oct 13

দ্বিতীয় উইকেট পড়ল দিল্লি

১২ তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ল দিল্লির। শিবম মাভির বলে ১৮ রান করে বোল্ড হলেন স্টয়নিস।