Sudip Paul | Published : Mar 26, 2022 12:43 PM IST / Updated: Mar 26 2022, 11:03 PM IST

IPL 2022 KKR vs CSK Full Match Update- কাজে এল না ধোনির ইনিংস, সিএসকের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল কেকেআর

সংক্ষিপ্ত

আর কিছু সময়ের অপেক্ষ। তারপরই আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২২  (IPL 2022) -এর। আইপিএলের (IPL) নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে গতবারে দুই ফাইনালিস্টি দল। চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ( Chennai Super Kings) মুখোমুখি হবে রানার্সআপ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ১৫তম মরসুমকে ঘিরে এমনিতেই ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১০ দলের আইপিএল আগের থেকে আরও রোমাঞ্চকর  ও রুদ্ধশ্বাস হতে চলেছে  বলেই মনে করছেন বিশ্ব জুড়ে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট প্রেমিরা। আর প্রথম ম্য়াচে গতাবারের ফাইনালের পুনরাবৃত্তি সেই উন্মাদনাকে আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। দুই নতুন অধিনায়কের অধীনে খেলবে দুই দল। একদিকে শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) কেকেআর ও অপরদিকে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সিএসকে। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য দুই অধিনায়কের।

11:01 PM (IST) Mar 26

৬ উইকেটে জয় পেল কেকেআর

আইপিএল ২০২২-এর প্রথম ম্য়াচে জয় পেল কেকেআর। সিএসকে-কে ৬ উইকেটে হারাল শ্রেয়স আইয়রের দল। 

10:55 PM (IST) Mar 26

আউট স্য়াম বিলিংস

২৫ রান করে ব্রাভোর তৃতীয় শিকার হলেন স্য়াম বিলিংস।

10:53 PM (IST) Mar 26

১৭ ওভার শেষে ১২২ রানে ৩ উইকেট কেকেআর

জয়ের কছে কেকেআর। ১৭ ওভার শেষে স্কোর ১২২ রানে ৩ উইকেট।

10:48 PM (IST) Mar 26

১৬ ওভারে শেষে কেকেআর ১১৩ রানে ৩ উইকেট

১৬ তম  ওভারে অনবদ্য চার মারলেন স্যাম বিলিংস। ওভারে শেষে কেকেআক ১১৩ রানে ৩ উইকেট।

10:45 PM (IST) Mar 26

১৫ ওভার শেষে কেকেআর ১০৪ রানে ৩ উইকেট

ক্রিজে রয়েছেন স্য়াম বিলিংস ও শ্রেয়স আইয়র। ধীরে ধীরে এগোচ্ছে জয়ের দিকে। ১৫ ওভার শেষে ১০৪ রানে ৩ উইকেট কেকেআর।

10:31 PM (IST) Mar 26

১২ ওভার শেষে কেকেআর ৯০

রাহানের আউট হওয়ার পর এসেছেন স্যাম বিলিংস। অপরদিকে রয়েছেন শ্রেয়স। ১২ ওভার শেষে কেকেআর ৯০ রানে ৩ উইকেট।

10:31 PM (IST) Mar 26

১২ ওভার শেষে কেকেআর ৯০

রাহানের আউট হওয়ার পর এসেছেন স্যাম বিলিংস। অপরদিকে রয়েছেন শ্রেয়স। ১২ ওভার শেষে কেকেআর ৯০ রানে ৩ উইকেট।

10:29 PM (IST) Mar 26

আউট অজিঙ্কে রাহানে

৪৪ রান করে আউট হলেন অজিঙ্কে রাহানে। উইকেট নিলেন স্যান্টনার। 

10:23 PM (IST) Mar 26

দশম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট পড়ল কেকেআরের

দ্বিতীয় উইকেট নিলেন ডিজে ব্রাভো। দশম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট পড়ল কেকেআরের। ভালো শুরু করেও ২১ রান করে আউট হলেন নীতিশ রানা। ১০ ওভার শেষে কেকেআর ৭৬ রানে ২ উইকেট।

10:11 PM (IST) Mar 26

অষ্টম ওভারে এল ১৫ রান

নীতিশ রানা এসেই ২ট্ চার মারলেন। একটি চার হলে বাইয়ে। ৮ ওভার  শেষে এক উইকেটে ৫৯ কেকেআর।

10:02 PM (IST) Mar 26

প্রথম উইকেট পড়ল কেকেআরের

সপ্তম ওভারে ব্রাভো এসেই নিলেন উইকেট। ১৬ রান করে আউট ভেঙ্কটেশ আইয়র।

10:00 PM (IST) Mar 26

পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেট ৪৩

পার্টনারশিপ এগিয়ে নিয়ে যাচ্ছেন রাহানে ও আইয়র। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৪৩।

09:56 PM (IST) Mar 26

দুরন্ত শুরু কেকেআরের

অনবদ্য ব্যাটিং করছেন অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩৫।

09:51 PM (IST) Mar 26

চতুর্থ ওভারে চার ও ছয় মারলেন রাহানে

ছন্দে ফিরছেন রাহানে। চতুর্থ ওভারে স্ট্রেট ড্রাইভে মারলেন চার ও মারলেন একটি বিশাল ছক্কা। ৪ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ২৫।

 

09:46 PM (IST) Mar 26

ধীর গতিতে শুরু কেকেআরের

৩ ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ১৫। উইকেট না  হারিয়ে সেট হচ্ছেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়র।

09:36 PM (IST) Mar 26

প্রথম ওভার শেষে কেকেআর ৬

প্রথম ওভারে চার মারলেন অজিঙ্কে রাহানে। প্রথম ওভার শেষে কেকেআর বিনা উইকেটে ৬।

 

09:19 PM (IST) Mar 26

১৩১ করল সিএসকে

৬১ রানে ৫ উইকেট হারানোর পর ইনিংস সামলান ধোনি ও জাদেজা। ৭০ রানের পার্টনারশিপ করে ২০ ওভারে ১৩১ রান করল সিএসকে।

09:18 PM (IST) Mar 26

ধোনির অর্ধশতরান

বিপদের সময় তিনি যে এখনও সঙ্কটমোচক তা ফের প্রমাণ করলেন ধোনি। বিপদের থেকে শুধু দলকে উদ্ধার করাই নয়, করলেন নিজের অর্ধশতরান। ৩৮ বলে অপরাজিত ৫০ রান করলেন ধোনি। মারলেন ৭টি চার ও একটি ছয়।

09:11 PM (IST) Mar 26

ধোনির ধামাকাদার ব্যাটিং

১৯ তম ওভারে চার-ছয় মারলেন ধোনি। ওভার শেষে সিএসকে ১১৩ রানে ৫ উইকেট। ধোনি ৩৯ রানে অপরাজিত। জাদেজা ১৯। ৫০ রানের পার্টনারশিপ দুজনের।

09:03 PM (IST) Mar 26

১৮ তম ওভারে রাসেলকে ৩টি চার মারলেন ধোনি

১৮ তম ওভারে রাসেলের বলে ধোনি ধামাকা। মারলেন তিনটি চার। ১৮ ওভার শেষে সিএসকে ৯৮ রানে ৫ উইকেট।

08:54 PM (IST) Mar 26

১৬তম ওভারে চার মারলেন ধোনি

মিস ফিল্ডিংয়ের ফলে ১৬ তম ওভারে ধোনির ব্যাট থেকে এল চার। ওভারে শেষে সিএসকে ৮১ রানে ৫ উইকেট।

08:49 PM (IST) Mar 26

১৫ ওভার শেষে ৭৩ সিএসকে

আঁটোসাটো বোলিং করছে কেকেআর। ১৫ ওভার শেষে সিএসকে ৭৩ রানে ৫ উইকেট। লড়াই করছেন ধোনি ও জাদেজা।

08:38 PM (IST) Mar 26

১৩ ওভার শেষে ৬৬ রান সিএসকে

 লাগাতার উইকেট হারিয়ে চাপে সিএসকে। ক্রিজে রয়েছে ধোনি ও জাদেজা। ১৩ ওভার শেষে সিএসকে ৫ উইকেটে ৬৬ রান।

08:29 PM (IST) Mar 26

উইকেট নিলেন রাসেল

৩ রান করে রাসেলের বলে আউট হলেন শিবম দুবে। সিএসকে ৬১ রানে ৫ উইকেট ১১ ওভার শেষে।

08:22 PM (IST) Mar 26

১০ ওভার শেষে ৫৭ রানে ৪ উইকেট সিএসকে

খেলার রাশ এখন কেকেআরের হাতে। চাপে সিএসকে। ১০ ওভার শেষে ৫৭ রানে ৪ উইকেট।

08:15 PM (IST) Mar 26

চতুর্থ উইকেট পড়ল সিএসকের

১৫ রান করে জাদেজার ভুলে রান আউট হলেন অম্বাতি রায়ডু। সিএসকে ৫২ রানে ৪ উইকেট।

 

08:11 PM (IST) Mar 26

তৃতীয় উইকেট পড়ল সিএসকের

বরুণ চক্রবর্তীর বলে ২৮ রান করে স্টাম্প আউট হলেন রবিন উথাপ্পা। ৮ ওভার শেষে ৫০ রানে ৩ উইকেট সিএসকে।

08:03 PM (IST) Mar 26

পাওয়ার প্লে শেষে ৩৫ রানে ২ উইকেট সিএসকে

পাওয়ার প্লের শেষ ওভারে বল করলেন বরুণ চক্রবর্তী। দিলেন ৬ রান। ৬ ওভার শেষে সিএসকে ৩৫ রানে ২ উইকেট।

07:58 PM (IST) Mar 26

৫ ওভার শেষে সিএসকে ২৯ রানে ২ উইকেট

সফল ওভার করলেন উমেশ যাদব। এখনও ২ উইকেট নিয়ে নিজের আইপিএল ২০২২ যাত্রা ভালোই শুরু করলেন তিনি। ৫ ওভার শেষে সিএসকে ২৯ রানে ২ উইকেট।

07:53 PM (IST) Mar 26

দ্বিতীয় উইকেট পড়ল সিএসকের

পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট পড়ল সিএসকের। ৩ রান করে আউট হলেন ডেভন কনওয়ে। উইকেট নিলেন উমেশ যাদব।

07:52 PM (IST) Mar 26

চতুর্থ ওভার এল ১২ রান

চতুর্থ ওভারেও একটি চার ও একটি ছয় মারলেন উথাপ্পা। মারকাটারি ব্য়াটিং করছেন তিনি। ৪ ওভার শেষ সিএসকে ২৮ রানে ১ উইকেট।

07:47 PM (IST) Mar 26

আইপিএল ২০২২-এর প্রথম ছয়ও উথাপ্পার ব্যাটে

তৃতীয় ওভারে একটি ছক্কা মারলেন রবিন উথাপ্পা। ২০২২ আইপিএলের প্রথম ছয়। ৩ ওভার শেষে সিএসকে ১৬ রানে ১ উইকেট।

07:42 PM (IST) Mar 26

আইপিএল ২০২২-এর প্রথম চার মারলেন উথাপ্পা

দ্বিতীয় ওভারে চার মারলেন রবিন উথাপ্পা। এটি ২০২২ আইপিএলের প্রথম চার। ২ ওভার শেষে ৮ রানে ১ উইকেট।

07:37 PM (IST) Mar 26

প্রথম ওভার শেষে ৩ রানে এক উইকেট সিএসকে

রুতুরাজ গায়কোয়াড় আউট হওয়ার পর ক্রিজে এসেছেন রবিন উথাপ্পা। প্রথম ওভার শেষে স্কোর ৩ রানে ১ উইকেট সিএসকে।

07:34 PM (IST) Mar 26

প্রথম ওভারেই উইকেট নিল কেকেআর

উমেশ যাদবের  প্রথম ওভারেই খাতা না খুলে প্যাভেলিয়নে ফেরত গেলেন রুতুরাজ গায়কোয়াড়।

 

 

07:25 PM (IST) Mar 26

কেকেআর বনাম সিএসকে ম্যাচের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

কেকেআর বনাম সিএসকে ম্যাচের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

 

 

07:02 PM (IST) Mar 26

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেই টস জিতলেন কেকেআরের শ্রেয়স আইয়র। নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

 

 

06:29 PM (IST) Mar 26

প্রথম ম্যাচের জন্য প্রস্তুত সিএসককে, শেয়ার করা হল ছবি ও ভিডিও

কেকেআর চ্য়ালেঞ্জ নিতে প্রস্তুত সিএসকে। দলের অনুশীলনের ছবি ও মিউজিক ভিডিও শেয়ার করল ৪ বারের আইপিএল জয়ীরা। 

 

 

 

 

06:25 PM (IST) Mar 26

ম্যাচের আগে কী বার্তা দিলেন শ্রেয়স-রাসেলরা

সিএসকের বিরুদ্ধে নামতে প্রস্তুত কেকেআর। ম্যাচের আগে কী বার্তা দিলেন শ্রেয়স-রাসেলরা। দেখুন ভিডিও।

 

 

06:20 PM (IST) Mar 26

আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে আইপিএলের প্রথম ম্য়াচ

আর কিছু  সময়ের অপেক্ষা। তারপরই আনুষ্ঠানিক ঢাকে কাঠি পড়বে আইপিএল ২০২২। 

 

 


More Trending News