Sudip Paul | Published : Apr 1, 2022 1:00 PM IST / Updated: Apr 01 2022, 10:29 PM IST

KKR vs PBKS Live- চলছে রাসেল মাসেল, ১০০ পার করল কেকেআর

সংক্ষিপ্ত

শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। একটি দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্য়াচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়রে দলকে। অপরদিকে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্য়াচে ২০৫ রাম তাড়া করে দুরন্ত জয় পেয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দল। আদ নামছে কেকেআরের বিরুদ্ধ মরসুমের দ্বিতীয় ম্য়াচে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। এক দিকে জয়ের ধরা ধরে রাখাই লক্ষ্য পঞ্জাব কিসের, অপরদিকে আরসিবি ম্যাচের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 
 

10:45 PM (IST) Apr 01

৫ ওভার বাকি থাকতে এল জয়

৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন রাসেল। মারলেন ২টি চার ও ৮টি বিশাল ছয়। বিলিংস অপরাজিত থাকলেন ২৩ বলে ২৪ রানে। ১৪.৩ ওভারে ১৪১ রান তুলে ৬ উইকেটে জিতল কেকেআর।

10:35 PM (IST) Apr 01

রাসেলের অর্ধশতরান

২৬ বলে অর্ধশতরান পূরণ করলেন আন্দ্রে রাসেল।

10:27 PM (IST) Apr 01

ফের রাসেলের জোড়া ছক্কা, ১০০ পার করল কেকেআর

দ্বাদশ ওভারে ওডেন স্মিথ-কে পরপর তিনটি ছয় মারলেন রাসেল। তার আগে আরও একটি চার মারেন তিনি। ফ্রি হিট পেয়ে একটি ছয় মারলেন বিলিংস-ও। ২৮ রান এল ওভার থেকে।

১২ ওভার পর কেকেআর - ১০৯/৪

রাসেল - ৪৪

বিলিংস - ২০

10:14 PM (IST) Apr 01

রাসেলের প্রথম ছয়

দশম ওভারে হরপ্রিত ব্রারের বলে দুটি ছক্কা হাঁকালেন রাসেল। 

১০ ওভার শেষে 

কেকেআর -  ৭৪/৪

বিলিংস - ১২

রাসেল - ১৭

 

10:02 PM (IST) Apr 01

১ ওভারে ২ উইকেট

সপ্তম ওভারে রাহুল চাহারের বলে আউট নিতিশ রানাও। করলেন ০। নতুন ব্যাটার আন্দ্রে রাসেল।

৭ ওভার পর 

কেকেআর - ৫১-৪

বিলিংস - ৮

রাসেল - ০

09:57 PM (IST) Apr 01

বিরাট ধাক্কা, আউট শ্রেয়স

আউঠ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। করলেন ১৫ বলে ২৬। সপ্তম ওভারে রাহুল চাহারের বল লেগ সাইডের বাউন্ডারি দিয়ে ওড়াতে গিয়ে ক্যাচ দিলেন রাবাডার হাতে। নতুন ব্যাটার নিতিশ রানা।

কেকেআর - ৫১-৩

বিলিংস -

রানা -  

 

09:53 PM (IST) Apr 01

৫০ পার করল কেকেআর

৫০ পার করল কেকেআর। ষষ্ঠ ওভারে রাবাডাকে আরও একটি চার মারলেন শ্রেয়স। 

৬ ওভার  শেষে কেকেআর-এর রান - ৫১-২

শ্রেয়স - ২৬

বিলিংস -  ৮

09:49 PM (IST) Apr 01

আউট ভেঙ্কটেশ

পঞ্চম ওভারে বাউন্ডারি মেরে ওডেন স্মিথকে স্বাগত জানালেন শ্রেয়স আইয়ার। তবে, তৃতীয় বলেই হরপ্রিত ব্রারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।

৫ ওভার শেষে কেকেআর-এর রান ৪২-২।

নতুন ব্যাটার স্যাম বিলিংস। নেমেই চার মারলেন তিনি।

09:45 PM (IST) Apr 01

ছন্দে শ্রেয়স

দারুণ ছন্দে ব্যাট করছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। চতুর্থ ওভারে রাবাডার বলে আরও একটি চার মারলেন তিনি। 

৪ ওভার পর কেকেআর - ৩৩-১

শ্রেয়স - ১৬

ভেঙ্কটেশ - ৩

09:42 PM (IST) Apr 01

তিন ওভারে কেকেআর ২৫/১

তৃতীয় ওভার করলেন অর্শদীপ, শেষ দুই বলে দুটি চার মারলেন শ্রেয়স আইয়ার।

৩ ওভার শেষে কেকেআর-এর রান ২৫/১।

শ্রেয়স আইয়ার - ৯

ভেঙ্কটেশ আইয়ার - ২

 

09:34 PM (IST) Apr 01

আউট রাহানে

দ্বিতীয় ওভার বল করতে এলেন রাবাডা। তৃতীয় বলেই বাউন্ডারি মারলেন রাহানে। তবে, শেষ বলে রাবাডার বাইরে যাওয়া একটি বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পিছনে ক্যাচ আউট হলেন রাহানে। ক্যাচ নিলেন ওডেন স্মিথ। রাহানে করলেন ১১ বলে ১২। দুই ওভার শেষে কেকেআর ১৫-১। নতুন হব্যাটার শ্রেয়স আইয়ার। 

09:30 PM (IST) Apr 01

রাহানের ৪০০০ রান

প্রথম ওভারেই পরপর দুটি দুর্দান্ত বাউন্ডারি মেরে, আইপিএল-এ নিজের ৪০০০ রান পূর্ণ করলেন রাহানে। প্রথম ওভারের শেষে কেকেআর ৮/0

09:27 PM (IST) Apr 01

শুরু হল কেকেআর ইনিংস

শুরু হল কেকেআর ইনিংস। অজিঙঅকা রাহানের সঙ্গে ওপেন করলেন ভেঙ্কটেশ আইয়ার। পঞঅজাব কিংস-এর হয়ে বোলিং শুরু করলেন অর্শদীপ সিং।
 

09:12 PM (IST) Apr 01

অলআউট পঞ্জাব কিংস

১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব। 

09:12 PM (IST) Apr 01

অলআউট পঞ্জাব কিংস

১৯ তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হলেন অর্শদীপ সিং। ১৩৭ রানে অলআউট পঞ্জাব। 

09:10 PM (IST) Apr 01

আউট রাবাডা

১৯ তম ওভারে রাসেলের প্রথম বলেই আউট রাবাডা। অদ্ভূত ক্যাচ ধরলেন টিম সাউদি। ২৫ রান করলেন রাবাডা।

09:08 PM (IST) Apr 01

১৮ তম ওভারে এল ১৭ রান

বিধ্বংসী ব্য়াটিং করছেন কাগিসে রাবাডা ও ওডিয়ান স্মিথ। ১৮ তম ওভারে মাভির বলে এ  ১৭ রান। পঞ্জাব ১৮ ওভার শেষে ১৩৭ রানে ৮ উইকেট।

09:00 PM (IST) Apr 01

১৭ তম ওভারে মারকাটারি ব্যাটিং রাবাডার

টিম সাউদির এক ওভারে ২টি চার একটি ছয় মারলেন রাবাডা। ১৭ ওভারে শেষে ১২০ রানে ৮ উইকেট পঞ্জাব।

08:52 PM (IST) Apr 01

১৫ ওভার শেষে পঞ্জা ১০২ রানে ৮ উইকেট

৪ ওভারে একটি মেডেন ২৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন উমেশ যাদব। ১৫ ওভার শেষে পঞ্জা ১০২ রানে ৮ উইকেট।

08:50 PM (IST) Apr 01

আউট রাহুল চাহার

খাতা না খুলেই উমেশ যাদবের বলে আউট হলেন রাহুল চাহার। পঞ্জাব ১০২ রানে ৮ উইকেট।

08:48 PM (IST) Apr 01

আউট হরপ্রীত ব্রার

উমেশ যাদের বলে বোল্ড হলেন হরপ্রীত ব্রার। ১৪ রান করলেন তিনি।

08:45 PM (IST) Apr 01

১৪ ওভার শেষে ১০২ রানে ৬ উইকেট পঞ্জাব

নিজের ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিলেন নারিন।১৪ ওভার শেষে ১০২ রানে ৬ উইকেট  পঞ্জাব।

08:39 PM (IST) Apr 01

১৩ ওভার শেষে পঞ্জাব ৯৭ রানে ৬ উইকেট

টিম সাউদির ওভাপে এল ৫ রান ও এক উইকেট। ১৩ ওভার শেষে পঞ্জাব ৯৭ রানে ৬ উইকেট। চাপে মায়াঙ্কের দল। 

08:35 PM (IST) Apr 01

আউট শাহরুখ খান

খাতা না খুলেই টিম সাউদির বলে আউট হলেন শাহরুখ খান। পঞ্জাব ৯২ রানে ৬ উইকেট।

08:34 PM (IST) Apr 01

১২ ওভার শেষে ৯২ পঞ্জাব

সুনীল নারিনের ১২তম ওভারে ৫টি বল চেক দিলেও শেষ বলে ছয় মারলেন হরপ্রীত ব্রার।  ১২ ওভার শেষে ৯২ রানে ৫ উইকেট পঞ্জাব।

08:29 PM (IST) Apr 01

১১ তম ওভারে ১ রান দিলেন বরুণ

একেবারেই রান খরচ করছেন না বরুণ চক্রবর্তী। ১১ তম ওভারে দিলেন ১ রান। পঞ্জাব ৮৬ রানে ৫ উইকেট।

08:26 PM (IST) Apr 01

১০ ওভার শেষে পঞ্জাব ৮৫ রানে ৫ উইকেট

১০ ওভার শেষে পঞ্জাব কিংস ৮৫ রানে ৫ উইকেট।  ক্রিজে শাহরুখ খান ও হরপ্রীত ব্রার।

08:24 PM (IST) Apr 01

আউট রাজ বাওয়া

সুনীল নারিনের বলে আউট হলেন রা বাওয়া। ১১ রান করলেন তিনি। পঞ্জাব ৮৪ রানে ৫ উইকেট।

08:22 PM (IST) Apr 01

আউট স্যাম বিলিংস, উইকেট নিলেন উমেশ যাদব

নবম ওভারে বোলিং করতে এসে উমেশ যাদবের বলে আউট লিভিংস্টোন। ১৯ রান করে আউট হলেন তিনি। পঞ্জাব ৯ ওভার শেষে ৭৯ রানে ৪ উইকেট।

08:13 PM (IST) Apr 01

অষ্টম ওভারে ৫ রান দিলেন নারিন

রান চাপলেন কেকেআর স্পিনাররা। অষ্টম ওভারে ৫ রান দিলেন নারিন। ৭০ রানে ৩ উইকেট পঞ্জাব।

08:09 PM (IST) Apr 01

সপ্তম ওভারে আটোসাঁটো বোলিং করলেন করলেন বরুণ চক্রবর্তী

সপ্তম ওভারে আটোসাঁটো বোলিং করলেন করলেন বরুণ চক্রবর্তী। মাত্র দিলেন ৩ রান। পঞ্জাব ৬৬৫ রানে ৩ উইকেট।

08:05 PM (IST) Apr 01

আউট শিখর ধওয়াবন

একটি ছয় ও একটি চার মারলেও ষষ্ঠ ওভারে টিম সাউদির বলে আউট হলেন শিখর ধওয়ান। ১৬ রান করলেন তিনি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পঞ্জাব ৬২ রানে ৩ উইকেট।

08:00 PM (IST) Apr 01

৫ ওভারে শেষে ৫১ পঞ্জাব

ব্য়াট করছেন লিয়াম লিভিংস্টোন ও শিখর ধওয়ান। ৫ ওভার শেষে পঞ্জাব ৫১ রানে ২ উইকেট।

07:54 PM (IST) Apr 01

৪ ওভার শেষে পঞ্জাব ৪৩ রানে ২ উইকেট

শিবম মাভির চতুর্থ ওভারে ২২ রান মারলেও উইকেট পড়ল রাজপকসার। ৪ ওভার শেষে পঞ্জাব ২ উইকেটে ৪৩।

07:53 PM (IST) Apr 01

৮ বলে ৩১ করে আউট রাজাপকসা

শিবম মাভির চতুর্থ ওভারে একটি চার ও পরপর তিনটি ছয় মারারা পর পঞ্চম বলে আউট হলেন রাজপকসা।

07:45 PM (IST) Apr 01

৩ ওভারে ২১ পঞ্জাব

তৃতীয় ওভারে উমেশ যাদবকে একটি চার মারলেন রাজপকসা ও একটি ছয় মারলেন ধওয়ান। ৩ ওভার শেষে পঞ্জাব এক উইকেটে ২১।

07:41 PM (IST) Apr 01

দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি মারলেন রাজাপকসা

দ্বিতীয় ওভারে একটি চার মারলেন রাজাপকসা। পঞ্জাব ৭ রানে এক উইকেট।

07:35 PM (IST) Apr 01

প্রথম ওভারেই উইকেট নিলেন উমেশ যাদব

প্রথম ওভারেই পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভেলিয়নে  ফেরালেন উমেশ যাদব। ১ ওভারে শেষে ২ রানে ১ উইকেট পঞ্জাব।

07:27 PM (IST) Apr 01

দেখে নিন কেকেআর বনাম পিবিকেএস ম্যাচের একাদশ

দেখে নিন কেকেআর বনাম পিবিকেএস ম্যাচের একাদশ।

 

 

07:08 PM (IST) Apr 01

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

ওয়াংখেড়েতে তৃতীয় ম্য়াচে টস জিতল কেকেআর। ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়র। কেকেআর দলে শেলডন জ্যাকসনের বদলে এলেন শিবম মাভি, আর পঞ্জাব  কিংসে এলেন কাগিসো রাবাডা।

 

 


More Trending News