Web Desk - ANB | Published : Mar 30, 2022 12:42 PM IST / Updated: Mar 30 2022, 11:20 PM IST

KKR vs RCB - দ্বিতীয় ম্য়াচে কেকেআরকে হারিয়ে জয় পেল আরসিবি, জানুন ম্য়াচের প্রতি মুহূর্তের আপডেট

সংক্ষিপ্ত

আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের যে দলের ম্য়াচগুলিকে ঘিরে ক্রিকেট প্রেমিদের সবথেকে বেশি উত্তেজনা থাকে তারমধ্যে অন্যতম হল কেকেআর  বনাম আরসিবি। আইপিএল ২০২২-এ ইতিধ্যেই দুই দল একটি করে ম্য়াচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে সিএসকের বিরদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সহজ জয় পেয়েছে শ্রেয়স আইয়র। অপরদিকে আরসিবির অধিনায়ক হিসেবে শুরুটা খুব একটা ভালো হয়নি ফাফ ডুপ্লেসির। ব্য়াট হাতে অনবদ্য ইনিংস খেললেও বোলারদের ব্যর্থতায় প্রথম  ম্যাচ পঞ্জাব কিংসে বিরুদ্ধে হারতে হয়েছে আরসিবিকে।  ফলে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজকের ম্যাচে একদিকে যেখানে জয়ে ফিরতে মরিয়া বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, দীনেশ কার্তিকরা।  অপরদিকে সিএসকের বধের পর আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর কেকেআর।
 

11:19 PM (IST) Mar 30

শেষ ওভারে খেলা শেষ করলেন কার্তিক

শেষ ওভারে রাসেলকে ২বলে একটি ছয় ও একটি চার মেরে খেলা শেষ করলেন দীনেশ কার্তিক। ৩ উইকেটে জয় পেল আরসিবি।

11:16 PM (IST) Mar 30

১৯ তম ওভারে ভেঙ্কটেশ আইয়রকে ২টি চার মারলেন হার্শল প্য়াটেল

কেকেআরের হাত থেকে খেলা কেড়ে নিচ্ছেন হার্শল প্য়াটেল। ১৯ তম ওভারে ২টি চার মারলেন তিনি। শেষ ওভারে দরকার ৭ রান।

11:08 PM (IST) Mar 30

আউট রাদারফোর্ড ও হাসরঙ্গা

বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন রাদারফোর্ড ও সাউদির বলে হাসরঙ্গা। রুদ্ধশ্বাস ম্যাচ চলছে আরসিবি কেকেআরের। ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক। শেষ ২ ওভারে দরকার ১৭ রান।

11:01 PM (IST) Mar 30

১৭ ওভার শেষে ১০৫আরসিবি

ম্যাচে ফিরতে কেকেআরের চাই উইকেট। শেষ ৩ ওভারে আরসিবির দরকার ২৪ রান। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১০৫আরসিবি।

10:56 PM (IST) Mar 30

আউট শাহবাজ আহমেদ

২৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট শাহবাজ  আহমেদ। ১০১ রানে ৫ উইকেট আরসিবি। 

10:48 PM (IST) Mar 30

১৫ ওভার শেষে আরসিবি ৯৩ রানে ৪ উইকেট

১৫ ওভার শেষে আরসিবি ৯৩ রানে ৪ উইকেট। ৫ ওভারে দরকার ৩৬ রান।

10:36 PM (IST) Mar 30

রাসেলের ১৩ তম ওভারে এল ১৫ রান

১৩ তম ওভারে রাসেলকে ২টি বিশাল ছয় মারলেন শাহবাজ আহমেদ। ১৩ ওভার শেষে আরসিবি ৮৫ রানে ৪ উইকেট।

10:24 PM (IST) Mar 30

চতুর্থ উইকেটের পতন আরসিবির

অবশেষে ভাঙল পার্টনারশিপ। সুনীল নারিনের বলে ১৮ রান করে আউট হলেন ডেভিড উইলি। ১১ ওভার শেষে ৬২ রানে ৪ উইকেট আরসিবি।

10:19 PM (IST) Mar 30

১০ ওভার শেষে ৫৯ আরসিবি

১০ ওভার শেষে ৫১ রান ১ উইকেট আরসিবি। কেকেআরের চাই উইকেট।

10:11 PM (IST) Mar 30

নবম ওভারে এক রান দিলেন নারিন

আটোসাঁটো বোলিং করছেন নারিন। নবম ওভারে দিলেন ১ রান। আরসিবি ৫৩ রানে ৩ উইকেট।

10:08 PM (IST) Mar 30

৮ ওভার শেষে আরসিবি ৫২

আরসিবি ইনিংসের রাশ ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাদারফোর্ড ও উইলি। রাদারফোর্ড অষ্টম ওভারে একটি চার ও একটি ছয় মারলেন বরুণ চক্রবর্তীকে।৮ ওভার শেষে ৫২ আরসিবি।

09:59 PM (IST) Mar 30

পাওয়ার প্লে শেষে আরসিবি ৩৬

রাসেলের ওভারে আসল ১১ রান। ধীরে ধীরে ম্যাচে ফিরছে আরসিবি। ৬ ওভারে শেষে ৩ উইকেটে ৩৬।

09:54 PM (IST) Mar 30

৫ ওভারে ২৫ আরসিবি

৩  উইকেটে হারানোর পর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা উইলি ও রাদারফোর্ডের। ৫ ওভার শেষে আরসিবি ২৫ রানে ৩ উইকেট।

09:46 PM (IST) Mar 30

৩ ওভারে ২২ রানে ৩ উইকেট আরসিবি

কম রান নিয়ে ভাল শুরু কেকেআরের। ৩ ওভারে ২২ রানে ৩ উইকেট আরসিবি। 

09:42 PM (IST) Mar 30

আউট বিরাট কোহলি

এবার উমেশ যাদবের বলে আউট বিরাট কোহলি। ১২ রান করলেন তিনি। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপ বাড়ছে আরসিবির উপর।

09:40 PM (IST) Mar 30

আউট ফাফ ডুপ্লেসি

দ্বিতীয় ওভারে টিম সাউদিকে একটি চার মারলেও তার পরেই বলেই আউট হলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ৫ রান করলেন তিনি। আরসিবি ২ ওভার শেষে ১৭ রানে ২ উইকেট।

09:35 PM (IST) Mar 30

এসেই দুটি চার মারলেন বিরাট কোহলি

উইকেট পড়ার পরই উমেশ যাদবকে পরপর দুটি চার মারলেন বিরাট কোহলি। প্রথম ওভার শেষে আরসিবি ১০ রানে ১ উইকেট।

09:32 PM (IST) Mar 30

প্রথম ওভারেই উইকেট নিলেন উমেশ যাদব

উমেশ যাদবের বলে খাতা না খুলেই আউট অনুজ রাওয়াত।১ রানে ১ উইকেট আরসিবি।

09:15 PM (IST) Mar 30

১২৮ রানে অলআউট কেকেআর

শেষ উইকেটে লড়াই করার পর ১৮ রান করে আউট উমেশ যাদব। কেকেআরের প্রথম ইনিংস শেষে ১২৮ রানে। শেষ উইকেট নিলেন আকাশ দীপ।

09:10 PM (IST) Mar 30

১৮ ওভার শেষে কেকেআর ১১৯ রানে ৯ উইকেট

শেষ উইকেটে লড়াই করছে উমেশ ও বরুণ। ১৮ ওভার শেষে কেকেআর ১১৯ রানে ৯ উইকেট।

09:01 PM (IST) Mar 30

১৬ ওভার শেষে কেকেআর ১০৪ রানে ৯ উইকেট

ব্য়াট করছেন উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী। ১৬ ওভার শেষে কেকেআর ৯ উইকেটে ১০৪।

08:55 PM (IST) Mar 30

আউট টিম সাউদি

হাসরঙ্গা নিজের চতুর্থ শিকার করলেন । টিম সাউদি আউট হলেন ১ রান করে। কেকেআর ১০১ রানে ৯ উইকেট।

08:48 PM (IST) Mar 30

আউট আন্দ্রে রাসেল

২৫ রান করে হার্শল প্যাটেলের বলে আউট আন্দ্রে রাসেল।

08:45 PM (IST) Mar 30

লড়াই করছেন রাসেল

সুযো পেলেন মারছেন বড় শট। একাই লড়াই করছেন রাসেল। ১৩ ওভার শেষে ৯৯ রানে ৭ উইকেট কেকেআর।

08:36 PM (IST) Mar 30

এবার আউট স্যাম বিলিংস

১৪ রান করে হার্শল প্যাটেলের বলে আউট স্যাম বিলিংস। ৮৩ রা নে ৭ উইকেট হারিয়ে বিশাল চাপে কেকেআর।

08:33 PM (IST) Mar 30

হাসরঙ্গাকে বিশাল ছক্কা রাসেলের

১১ তম ওভারে হাসরঙ্গাকে একটি বিশাল ছক্কা মারলেন রাসেল। ১১ ওভার শেষে কেকেআর ৮৩ রানে ৬ উইকেট।

08:29 PM (IST) Mar 30

১০ ওভার শেষে কেকেআর ৭৬

ব্য়াট করছেন রাসেল ও বিলিংস। ১০ ওভারে শেষে কেকেআর ৬ উইকেট হারিয়ে ৭৬।

08:23 PM (IST) Mar 30

আউট হলেন শেলডন জ্যাকসন

খাতা না খুলেই হাসরঙ্গার বলে বোল্ড হলেন শেলডন জ্যাকসন। ৯ ওভার শেষে কেকেআর ৬৭ রানে ৬ উইকেট।

08:19 PM (IST) Mar 30

আউট সুনীল নারিন

১২ রান করে হাসরঙ্গার বলে আউট সুনীল নারিন। কেকেআর ৬৭ রানে ৫ উইকেট।

08:14 PM (IST) Mar 30

৮ ওভার শেষে কেকেআর ৫৮

এসেই মারকাটারি ব্য়াটিং করছেন সুনীল নারিন। ৮ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে কেকেআর ৫৮।

08:07 PM (IST) Mar 30

আউট শ্রেয়স আইয়র

বড় রান করতে ব্যর্থ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। হাসরঙ্গাকে ছয় মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হলেন তিনি। ১৩ রান করলেন তিনি।  ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে কেকেআর।

08:01 PM (IST) Mar 30

আউট নীতিশ রানা

একটি ছয় ও একটি চার মারলেও ক্রিজে টিকতে পারলেন না নীতিশ রানা। আকাশ দীপের বলে ব বলে ১০ করে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে কেকেআর ৪৪ রানে ৩ উইকেট।

07:54 PM (IST) Mar 30

আউট অজিঙ্কে রাহানে

পঞ্চম ওভারের শেষ বলে মহম্মদ সিরাজের বলে আউট হলেন অজিঙ্কে রাহানে। ৯ রান করলেন তিনি। কেকেআর ৫ ওভার শেষে ৩২ রানে ২ উইকেট।

07:49 PM (IST) Mar 30

উইকেট পড়লেও চতুর্থ ওভারে এল ১১ রান

ভেঙ্কটেশ আইয়র আউট হলেও রাহানে ও শ্রেয়স একটি করে মারলেন, ৪ ওভার শেষে কেকেআর ১ উইকেটে ২৫

07:44 PM (IST) Mar 30

আউট ভেঙ্কটেশ আইয়র

চতুর্থ ওবারের প্রথম বলেই আকাশ দীপের বলে আউট হলেন ভেঙ্কটেশ আইয়র। ১০ রান করলেন তিনি।

07:42 PM (IST) Mar 30

৩ ওভার শেষে ১৪ কেকেআর

ধীরে শুরু কেকেআরের। ভালো বোলিং করছে আরসিবি। ৩ ওভার শেষে বিনা  উইকেটে ১৪।

07:39 PM (IST) Mar 30

২ ওভার শেষে ১০ কেকেআর

দ্বিতীয় ওভারে ভেঙ্কটেশ আইয়র একটি চার মারলেও ভালো বোলিং মহম্মদ সিরাজের। ২ ওভার শেষে কেকেআর ১০।

07:34 PM (IST) Mar 30

প্রথম ভার শেষে কেকেআর ৪

ওপেন করছেন অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভারের শেষে বিনা উইকেটে ৪।

07:26 PM (IST) Mar 30

টস জয়ের পর কী বললেন দুই অধিনায়ক, দেখে নিন দুই দলের একাদশ

টস জয়ের পর কী বললেন দুই অধিনায়ক, দেখে নিন দুই দলের একাদশ

 

 

07:02 PM (IST) Mar 30

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির

আরসিবির বিরুদ্ধে টস  জিততে পারল না কেকেআর। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

 


More Trending News